স্টাফ রিপোর্টার
দৈনিক ভোরের ডাক পত্রিকার খুলনা ব্যুরো প্রধান, সাপ্তাহিক গণ আজাদীর সম্পাদক ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনার সদস্য সিনিয়র সাংবাদিক মোক্তার আহমেদ (৭০) আর নেই। মঙ্গলবার সকাল সোয়া ৯টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ‘আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী’।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আসর বাদ নগরীর পিটিআই জামে সমজিদে নামাযে জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত ৪ ডিসেম্বর তিনি বেন স্ট্রোক করেন। প্রথমে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিলো।
এর আগে ২০১৮ সালের ২৫ মে রাতে সাংবাদিক মোক্তার আহমেদ ব্রেন স্ট্রোক করেন। তাকে খুলনা ফোর্টিস হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা করানো হয়।
চিকিৎসায় জীবন রক্ষা পেলেও পরিপুর্ণ সুস্থ না হওয়া চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে দীর্ঘ আড়াই বছর তিনি বাড়িতে চিকিৎসায় ছিলেন।
।। খুলনাঞ্চল সম্পাদকের শোক।।
সাপ্তাহিক গণ আজাদীর সম্পাদক সিনিয়র সাংবাদিক মোক্তার আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি মরহুমের আম্তার মাগফেরাত কামনা করেছেন।