জেবিসি’র ডিজিএম গৌতম সাহাসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা : পিবিআইকে তদন্তের নির্দেশ

5
Spread the love

স্টাফ রিপোর্টার

জীবন বীমা কর্পোরেশন খুলনা রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গৌতম কুমার সাহা (৫০)সহ ৪জনের বিরুদ্ধে আদালতে প্রতারণা মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার অপর আসামি হলেন দিঘলিয়া থানার সেলস অফিসের মহসীন শেখের ছেলে মোরশেদুজ্জামান (৩৫), মুজগুন্নি এলাকার মৃত. মোস্তাফিজুর রহমানের ছেলে কাজী মাহাবুব উর রহমান (৩৬) খুলনা শাখা অফিসের উন্নয়ন অফিসার আব্দুল্লা হোসেন মোল্যার ছেলে মো. সোহেল রানা (৩৭)

মামলার বিবরণে জানা যায়, জীবন বীমা কর্পোরেশন খুলনা রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গৌতম কুমার সাহা একজন সুচতুর প্রতারক। অন্য আসামি তাকে সহযোগিতা করে। তারা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। গত ২৩ আগস্ট সকাল ১১টায় দু’প্রার্থীকে চাকরি দেয়ার জন্য অফিসে দেনদরবার চলে। বিষয়টি উন্নয়ন ম্যানেজার শাখা ইনচার্জ মো. আলাউদ্দিন গৌতম কুমার সাহাকে জানালে মোরশেদুজ্জামান ক্ষীপ্ত হয়ে আলাউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। পরে ৩জনে মিলে আলাউদ্দিনকে কিলঘুষি মারে পকেট থেকে ৩০হাজার টাকা নিয়ে নেয়।

 এ ঘটনায় উন্নয়ন ম্যানেজার শাখা ইনচার্জ মো. আলাউদ্দিন বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নালিশী আমলি আদালত সোনাডাঙ্গায় সোমবার মামলা দায়ের করেন, যার নং- সিআর-৫১৩/২০।