ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ, শীর্ষে বেলজিয়ামই

1
Spread the love


খুলনাঞ্চল ডেস্ক


কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৫-০ গোলে হেরে সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ নেমে গেছে জামাল ভূঁইয়ার দল। বাংলাদেশের বর্তমান অবস্থান এখন ১৮৬ নম্বরে। ঢাকায় গত মাসে প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতে তিন ধাপ এগিয়েছিল লাল-সবুজরা। ১৮৭ থেকে উঠেছিল ১৮৪ নম্বরে।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে হারিয়ে কাতারেরও উন্নতি হয়েছে। একধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে তারা ৫৮তম স্থানে। টানা তৃতীয়বারের মতো ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করেছে বেলজিয়াম। দুইয়ে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তিনে ব্রাজিল।সপ্তম স্থানে রয়েছে আর্জেন্টিনা।