ভাসানীর জন্মদিনে রাজনৈতিক দলগুলোর নানা আয়োজন

3
Spread the love

বিশেষ প্রতিনিধি

স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন শনিবার (১২ ডিসেম্বর)। দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দল বাণী দিয়েছে। এছাড়া, কয়েকটি রাজনৈতিক সংগঠনের উদ্যোগে ঢাকা ও টাঙ্গাইলে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই নেতা।

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া, ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তার কণ্ঠে উচ্চারিত হতো বঞ্চিত মানুষের অধিকার আদায়ের দাবি। তিনি ছিলেন মজলুমের বন্ধু। তিনি সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে এক আপোষহীন যোদ্ধা।’

মওলানার জীবন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও জনঅধিকার পুনরায় প্রতিষ্ঠার সংগ্রামকে কাঙ্খিত বিজয়ের লক্ষ্যে নিয়ে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

পৃথক এক বাণীতে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেন, ‘আজীবন মজলুম মানুষের মুক্তির জন্য যিনি লড়াই করেছেন তিনিই হলেন মওলানা ভাসানী। তার কাছে জালিমের যেমন কোনও জাত-ধর্ম থাকত না, তেমনি মজলুম মানুষ কোনও ধর্মের, দেশের, বর্ণের, পেশার সেটা তিনি বিন্দুমাত্র ভাবতেন না।’

এদিকে, মওলানা ভাসানীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন ও স্মরণসভা করবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। শনিবার (১২ ডিসেম্বর) বিকালে ভাসানী অনুসারী পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, রাষ্ট্রচিন্তা ও গণসংহতি আন্দোলন মিলে আয়োজন করবে ‘মওলানা ভাসানী ও আমাদের সময়ের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা।

একইদিন রাজধানীর নয়া পল্টনের যাদু মিয়া মিলনায়তনে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলের মহাসচিব গোলাম মোস্তফা জানান, দলের সকল মহানগর, জেলা ও শাখা কমিটি স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রসঙ্গত, মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তৎকালীন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়।