বিএনপি নেতা এড. ফারুকের শাশুড়ির ইন্তেকালে মহানগর বিএনপির শোক

4
Spread the love

খবর বিজ্ঞপ্তি

খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম এড. আবুল হোসেন এর সহধর্মীনি ও মহানগর বিএনপির সহসভাপতি এড. এস আর ফারুক এর শাশুড়ি আয়শা খাতুন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে নগরীর নাজিরঘাট নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি লেবারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গতকাল বাদ জোহর নাজিরঘাট জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাযা হয়। জানাযা শেষে মরহুমের দাফন করা হয় নিরালা সরকারি কবর স্থানে।

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।