সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মজিবুর রহমান ২৫ হাজার ৪৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম আনারস প্রতীকে ১২ হাজার ৯৯৩ ভোট পেয়েছেন।
দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গণি গত ৭ আগস্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর শূন্য পদে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
উপজেলায় ভোটার সংখ্যা এক লাখ ২৬ হাজার ৫৬ জন। এর মধ্যে ৩৯ হাজার ৪৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তাসলিমা আক্তার জানান, ৪০টি কেন্দ্রের মধ্যে সখিপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। ৩৯টি কেন্দ্রের ফলাফলে মুজিবুর রহমান বেসরকারিভাবে জয়লাভ করেছেন।