ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা গ্রহনের দাবিতে মানববন্ধন

4
Spread the love


মোঃ রেজাউর রহমান তনু,কুষ্টিয়া

বিশ্ববিদ্যালয়ে স্নাতক চূড়ান্ত পরীক্ষা গ্রহনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করে তারা।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারিতে পরীক্ষা শেষ না হওয়ায় সরকারী-বেসরকারী বিভিন্ন চাকরিতে আবেদনে করতে পারছিনা। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহনের তারিখ প্রকাশ করেলেও এবিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করছে না ইবি কর্তৃপক্ষ। 

এ পরিস্থিতিতে দ্রুত পরীক্ষা গ্রহনের দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে পরীক্ষা গ্রহনের দাবিতে ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।এবিষয়ে ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেন, পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আমরাও অনুভব করছি। আগামী ১৩ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভায় এবিষয়ে সিদ্ধান্ত হতে পারে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে এ বিষয়ে সিন্ধান্ত গ্রহন করা হবে বলে জানান তিনি।