খুলনাঞ্চল রিপোর্ট
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর এলাকার হাই ভোল্টেজ বৈদ্যুতিক সঞ্চালন লাইন ঘেঁষা ৭০ ফুট উঁচু গাছ থেকে সুতোয় আটকানো একটি কাক উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।
বুধবার সকাল ১১টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাকটি উদ্ধার করে। পরে কাকটিকে খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়ার জন্য ফোন করে খবর দেওয়া সেই যুবক উজ্জ্বল হোসেনের তত্ত্বাবধানে দেওয়া হয়।
উজ্জল হোসেন জানান, রুপালী ব্যাংকের সামনের একটি গাছে সুতার সঙ্গে একটি কাক আটকা পড়ে। কাকটি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলো না। পরে তিনি কাকটি উদ্ধারের জন্য প্রথমে ৯৯৯-এ ফোন দেন, তারপর সেখান থেকে নম্বর নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘন্টা চেষ্টা করে কাকটিকে উদ্ধার করেন তারা।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন অফিসার লতিফুর বারী এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগেও চড়ুই পাখি, গরু ও সাপ উদ্ধারে এগিয়ে আসেন ফায়ার সার্ভিস সদস্যরা।