ক্রীড়া প্রতিবেদক
রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় অধ্যক্ষ আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে খালিশপুরের এসবিআলি ফুটবল একাডেমি।
বুধবার বিকেল ৪টায় টুর্ণামেন্টের শেষ কোয়াটার ফাইনাল খেলায় কাজদিয়া কলেজিয়েট স্কুল মাঠে মুখোমুখি হয় এসবিআলি ফুটবল একাডেমি বনাম সোনাখালি নিয়তি যুব সংঘ। খেলায় এসবিআলি ফুটবল একাডেমি ১-০ গোলে সোনাখালি নিয়তি যুব সংঘকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন ১৬নং জার্সি পরিহিত খেলোয়াড় ইউনুস। খেলায় সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন এসবিআলি ফুটবল একাডেমির ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় মারুফ। ম্যাচ সেরার হাতে পুরস্কার তুলে দেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলি।
খেলা পরিচালনা করেন রেফারী মো. বাসির আহমেদ লালু, কামরুল আযম বাবু, মো. সাইফুল ইসলাম পাইক ও মো. আলি আকবর।
এসবিআলি ফুটবল একাডেমি : আমির, শিমুল, বনি, আসিফ, তানভির, জিয়া, ইউনুস, মারুফ, উত্তম, আমির, হাবিবুর, আলি, জামান, হাসিব, মেহেদী ও মাহাবুর। টিম ম্যানেজার এম এ জলিল ও মনির শেখ এবং কোচ শেখ আলাউদ্দিন নাসিম।