ডুমুরিয়ায় বকেয়া বেতন-চাকুরি বহালের দাবিতে আউট সোর্সিং কর্মীদের দৌড়ঝাঁপ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আউট সোর্সিং পদ্ধতিতে চাকুরীরত ১২ জন কর্মচারী ৬ মাসের বকেয়া বেতন ও চাকুরী হারানোর আশংকায় হতাশ হয়ে পড়েছে। ৬ মাসের বকেয়া বেতন না পাওয়ায় কর্মচারীদের পরিবারে ছেলে-মেয়েদের ভরন পোষন ও সংসার চালাতে সীমাহীন দূর্ভোগে পড়েছে তারা।এদিকে ওই পদে নুতন জনশক্তি নিয়োগ করা হয়েছে,এমন খবর পেয়ে খাওয়া-ঘুম হারাম হয়েছে তাদের বলে জানা গেছে।আশু চাকুরি বহাল ও বকেয়া প্রাপ্তির দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়েছে তারা।দাখিলকৃত আবেদন সূত্রে জানা যায়,২০১৮-১৯ অর্থবছরে আউট সোর্সিং পদ্ধতিতে মেসার্স তাকবীর এন্টারপ্রাইজ,দামোদর,ফুলতলা নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন পদে ১২জন কর্মচারীর নিয়োগ প্রদান করেন।সেই থেকে ১৯ মাস শ্রম দিয়ে মাত্র ১৩ মাসের বেতন পেয়ে অদ্যবধি কর্মরত রয়েছে তারা।এদিকে কন্ট্রাক্ট ক্লিনিং সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কোন প্রকার নোটিশ ছাড়াই ওই পদে নুতন জনশক্তি নিয়োগ প্রদান করেছে।যা অত্যন্ত অমানবিক বলে দাবি করে স্বপদে চাকুরি বহাল ও বকেয়া বেতনের দাবিতে দৌড়ঝাঁপ শুরু করেছে তারা।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন,এ বিষয়ে একটি আবেদন পেয়েছি।বিষয়টি উর্ধ্বতন মহলের সাথে আলোচনা সাপেক্ষে নিষ্পত্তি করা হবে।
ডুমুরিয়ায় দেড় বছরেও বাড়তি পারিশ্রমিক না পাওয়ায় শ্রমিক আন্দোলন অব্যাহত : কারন জানতে চেয়ে মিল মালিককে নোটিশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খাদ্য গুদামে কর্মরত শ্রমিকরা মিল মালিক কামরুজ্জামান জামানের নিকট প্রাপ্ত বকেয়া-বাড়তি পারিশ্রমিক ৩ লক্ষাধিক টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের, আন্দোলন, ধর্মঘট চালিয়ে দেড় বছর পেরিয়ে গেলেও আজও এর সমাধান হয়নি। এদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করায় উদ্বুদ্ধ সমস্যার সমাধান কল্পে মিল মালিক কামরুজ্জামানকে বক্তব্য শ্রবন প্রসঙ্গে নোটিশ প্রদানের পর ২০ দিন অতিবাহিত হলেও আজও তার জবাব পায়নি কর্তৃপক্ষ। তবে মিল মালিক কামরুজ্জামান কোন নোটিশ পান নাই বলে জানিয়েছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস কর্তৃক মিল মালিক কামরুজ্জামান ও তৎকালিন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসাইন বরাবর প্রেরিত নোটিশ ও জবাব সূত্রে জানা যায়,২০১৯ সালে বোরো ধান-চাল সংগ্রহ মৌসুমে গুদাম নির্মাণ সংস্কার কাজ চলায় মেইন গেট বন্ধ ছিল। যে কারনে গেটের বাইরে ২/৩শ’ মিটার দুর থেকে ধান-চাল লোড-আনলোড করতে হয় শ্রমিকদের। এ কাজে শ্রমিকদের বাড়তি মজুরি দেয়া হবে বলে আশ্বস্ত করেন মিল মালিকরা। কিন্তু সকল মিলার-ডিলাররা যথা সময়ে বাড়তি মজুরি পরিশোধ করলেও জামান অটোরাইচ মিল মালিক কামরুজ্জামান শ্রমিকদের বাড়তি সাড়ে ৩ লক্ষ টাকা দিতে গড়িমসি করেন।এ নিয়ে শ্রমিকদের সাথে তার দ্বন্ধ সৃষ্টি হলে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। ২০১৯ সালে ২২ জুলাই তৎকালিন ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসাইন বিষয়টি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।এরপর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মিল মালিক,ডিলার ও শ্রমিকদের সাথে সৃষ্ট সমস্যা সমাধান করতে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা দায়িত্ব দেয়া হয়। বিষয়টি আমলে নিয়ে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক আদায়ের জন্য মিল মালিক কামরুজ্জামানকে চাপ দিলে তিনি অনুরুপ ভাবে গড়িমসি ও খাদ্য গুদাম কর্মকর্তার প্রতি ক্ষুব্ধ হয়ে পড়েন। এক পর্যায়ে ৯ জানুয়ারী ওই মিল মালিক তাকে চরম বিপদে ফেলে দেয়। চরম ভোগান্তি ও মানবেতর জীবন যাপন করছে শ্রমিকরা এমনটি দাবি করে শ্রমিক সর্দার নিত্য দাস বলেন,আমাদের পারিশ্রমিক দেয়ার নামে একলক্ষ টাকা ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা ইলিয়াস হোসাইনের হাতে দিয়ে তাকে বিপদে ফেলেছে মিল মালিক কামরুজ্জামান। আমরা আজও বাড়তি পারিশ্রমিক হিসেবে একটি টাকাও পায়নি। ফলে আবারও ধর্মঘটে যেতে হবে আমাদের। আপনি শ্রমিকদের বাড়তি পারিশ্রমিক পরিশোধ না করায় উদ্বুদ্ধ সমস্যার সমাধান কল্পে আপনাকে ৩১ নভেম্বর’র মধ্যে বক্তব্য শ্রবন প্রসঙ্গে নোটিশ দেয়া হলেও আজও তার জবাব দেন নাই এমন প্রশ্ন করলে মিল মালিক কামরুজ্জামান বলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কোন নোটিশ আমি পায়নি। যে কারনে জবাব দেয়া হয়নি।এ প্রসঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজিৎ কুমার মুখার্জী বলেন,শ্রমিকরা বকেয়া-বাড়তি পারিশ্রমিক না পাওয়ায় তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। বিষয়টি নিরসনের জন্য গত ১৫ নভেম্বর মিল মালিক কামরুজ্জামান ও তৎকালিন ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা ইলিয়াস হোসাইনকে ৩১ নভেম্বরের মধ্যে বক্তব্য শ্রবন প্রসঙ্গে নোটিশ দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত ভাবে জবাব দাখিল করলেও মিল মালিক কামরুজ্জামান আজও জবাব দাখিল করে নাই।
জাতির জনক বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা মুছে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাস্কর্য ও সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা মুছে ফেলার ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরিষদ খুলনা’র সম্মিলিত উদ্যোগে সোমবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেন। এই মানববন্ধনে সহমত পোষণ করেন খুলনার নগর পিতা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑকামরুল ইসলাম বাবলু, এম এম জাফর ইকবাল, এ্যাড. অসীম কুমার বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান বাবলু, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, শাহীন জামান পন, মোঃ আবু হানিফ, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নিয়ামুল হোসেন কচি, এনামূল হক বাচ্চু, এস এম মাজেদ জাহাঙ্গীর, শারমিন চৌধুরী, সন্তোষ মজুমদার, মোঃ মঞ্জুরুল আলম, মোঃ মিজানুল ইসলাম, নিতীশ চন্দ্র রায়, তাপস জোয়ার্দ্দার, এস এম সুলতান আহমেদ, কাজী আব্দুল ওহাব, অঞ্জনা রানী দে, আসমা আক্তার, মোঃ জহিরুদ্দিন, মিনা কবিরাজ, মোঃ হাবিবুর রহমান, এ্যাড. সাবিনা ইয়াসমিন, মোঃ আসলাম শেখ, তুলসি দাস ম-ল, মোঃ ওয়ালিদ হাসান, মোঃ আতিয়ার রহমান, মুন্সী আব্দুর রাজ্জাক, মাসুম হুদা বাপ্পী, মোঃ ইয়ালিপ চৌধুরী, মোঃ ইমরান হোসেন আউয়াল, মনিরুল ইসলাম, রুমানা চৌধুরী, লিজা আক্তার, মোঃ জায়েদ ইকবাল, শঙ্কর কুমার রায়, সঞ্চিতা রায়, কুমুদ রঞ্জন ফৌজদার, প্রকাশ চন্দ্র বিশ্বাস, কবিতা বৈরাগী, নিরুপমা গোলদার, ঝর্ণা রায়, নিউটন মজুমদার, ইমরুল, জাহিদ, নাসরুল্লাহ হীরা, মিসকত মিনা প্রমুখ।
খুলনা শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে এই প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পর স্বাধীনতার আদর্শকে ধরে রাখার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজী। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুণœ রাখতে বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়ন করার জন্য আমাদের এই সংগ্রাম চলবে। স্বাধীনতা যুদ্ধের সময় এই শিল্পী-সাহিত্যিক সমাজ যে অবদান রেখেছিল, আজও বর্তমান সরকার ও প্রশাসনের সাথে থেকে আমরা ধর্মনিরপেক্ষতা ও কুসংস্কারমুক্ত একটি বাংলাদেশ গঠনে কাজ করে যাব।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ খুলনা শাখার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ খুলনা শাখার উদ্যোগে গতকাল রাত ৮.৩০ মিনিটে খুলনা রেল ষ্টেশন চ¦ত্তরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ খুলনা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন। পরিচালনা করেন সংগঠনের অতিরিক্ত সম্পাদক মোঃ আশরাফ সেলিম। সভায় নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ১৯৭১ সালের পরাজিত রাজাকার, আলবদর এবং ১৯৭৫ সালে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল সেই সব মৌলবাদ, জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি বাংলাদেশে বিশৃংখলা সৃষ্টির লক্ষ্যে অশুভ পায়তারা চালাচ্ছে, যারই ফলশ্রুতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করেছে। তাদের এই অশুভ লক্ষ্য বঙ্গবন্ধুর বাংলায় কখনোই সফল হবে না। এসময় বক্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভেঙ্গেছে তাদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবী জানান। এই ধরণের ঔদ্ধত্যপূর্ণ আচরন শ্রমিক লীগের নেতৃবৃন্দ কোনভাবেই বরদাশ্ত করবে না এবং কাউকেই বঙ্গবন্ধু ও বাংলাদেশ এর ব্যাপারে ছাড় দেওয়া হবে না।
মৌলবাদিদের প্রতিহত করে বাঙালির ভাষা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করা হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, ’৫২-তে বাঙালির মুখে ভাষা কেড়ে নিতে ব্যর্থ হয়েছে, বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র করে মৃত্যুদন্তাদেশ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে, ’৬৯-এর গণঅভ্যত্থান রুখতে ব্যর্থ হয়েছে, ’৭০-এর সাধারণ নির্বাচনে নৈতিকভাবে পরাজয় বরণ করেছে, ৭১-এ বাঙালির অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনতা আন্দোলনের বিজয় ঠেকাতে ব্যর্থ হয়েছে। বাঙালির ন্যায় সঙ্গত আন্দোলনের মুখে সকল অশুভ পরিকল্পনা বন্যার পানির মত ভেসে গিয়েছে। তিনি বলেন, বাঙালিরা বীরের জাতি, এই বীরের জাতিকে কোন ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না। ’৫২-এর চক্রান্ত ’২০ সালে এসে বাংলায় আর বাস্তবায়ন করা যাবে না। বাঙালি জাতি এখন দেশমাতৃকার ভালবাসায় অবিচল ও অটুট। তিনি বলেন, মৌলবাদিরা বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভেঙ্গে মনে করেছিলো এদেশে ধর্মের অপব্যাখা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করবে। কিন্তু ষড়যন্ত্রকারীরা বাঙালির আন্দোলনের মুখে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, কোন উগ্র মৌলবাদি অপশক্তি আর কখনও বঙ্গবন্ধু’র বাংলায় মাথা চাড়া দিতে পারবেনা। যে কোন মূল্যে মৌলবাদিদের প্রতিহত করে বাঙালির ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে রক্ষা করা হবে। তিনি খুলনা বাসি সহ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সর্বদা সজাগ দৃষ্টি রাখবেন, ষড়যন্ত্রকারীরা দলের এবং দলের বাইরে থেকে নানামূখী ষড়যন্ত্র করে বিভেদ সৃষ্টি করার অপকৌশল অবলম্বন করছে। তাদের কে চিহ্নিত করে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সোমবার বিকাল ৪টায় শীববাড়ি মোড়ে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু’র ভাস্কর্য্য ভাংচুর ও গুলিবর্ষণের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আবুল কালাম আজাদ কামাল, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র আলী আকবর টিপু, হাফেজ মো. শামীম, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মোক্তার হোসেন, কামরুল ইসলাম, নুরজাহান রুমি। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা চেম্বার অব কর্মাসের সভাপতি কাজি আমিনুল হক, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, শ্যামল সিংহ রায়, অধ্যা. আলমগীর কবির, শেখ নুর মোহাম্মদ, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, এস এম মনিরুজ্জামান সাগর, মো. আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, আব্দুল কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, শরিফ এনামুল হক, এজাজ পারভেজ বাপ্পি, মো. কামরুজ্জামান, এ্যাড. এনামুল হক, আলী আকবর, মো. রুহুল আমিন খান, এ্যাড. শামীম আহমেদ পলাশ, আইয়ুব আলী, মেহজাবিন খান, তোতা মিয়া ব্যাপারি, ইঞ্জি: আব্দুল জব্বার, খাজা মঈন উদ্দিন, শিপন চৌধুরী, এস এম আসাদুজ্জামান রাসেল, কামরুল ইসলাম, রোজি ইসলাম নদী, মো. শওকাত হোসেন, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, মো. রাজ্জাক হোসেন, মুন্সি আইয়ুব আলী, চ. ম. মুজিবর রহমান, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ আবিদ উল্লাহ মো. জাহিদুল ইসলাম, সরদার আব্দুল হালিম, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজী মোতালেব মিয়া, শেখ রুহুল আমিন, মীর মো. লিটন, জাকির হোসেন, মো. সবুর হোসেন, শেখ কুদ্দুস হোসেন, মোস্তাক আহমেদ টুটুল, মীর মাসুদ আলী, এম এম শিপার হায়দার, মো. মামুন উকিল, জিয়াউর রহমান বাবু, জাকির হোসেন বিপ্লব, মাহমুদুর রহমান রাজেস, রুম্মান আহমেদ, নুরীনা রহমান বিউটি, জাহানারা সিরাজ, মনোয়ারা বেগম, সাহানা বেগম, সাহানা বানু, কোহিনুর রাজ্জাক, লুৎফুন্নাহার লিলি, কবিতা আহমেদ, লাকি আক্তার, আসমা বেগম, রেশমা আক্তার, তামান্না ইসলাম প্রমুখ।
২৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সড়ক দূর্ঘটনায় আহত নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনা
খবর বিজ্ঞপ্তি
২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল আজিজ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল সোমবার তিনি বাগেরহাটে যাওয়ার পথে খানজাহান আলী সেতুর অদুরে এ দুর্ঘটনা ঘটে। তাকে দ্রুত নগরীর ফাতেমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাইনর অপারেশন করা হয়। তিনি এখন বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে শেখ আব্দুল আজিজের আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ হায়দার আলী, মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিন।
খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদকের সুস্থ্যতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর জাতীয় যুব সংহতির ভার-প্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মোঃ মাসুদ রানার সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন জাতীয় পর্টিও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, মহানগর সহ-সভাপতি যথাক্রমে মোঃ দেলোয়ার হোসেন লালু, এম.এ.রব, মোঃ আঃ সালাম, হানিফ শিকদার, মাজহার জোয়ার্দ্দার পান, মোঃ সিদ্দীকুর রহমান, মোঃ এজাজ, মহানগর যুগ্ন-সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ মিলন খান, মোঃ আকতার হোসেন, সজীব আহমেদ রাজু, মাসুদ আকুঞ্জী, গাজী খোকন, জি.এম.মিলন, মোঃ পলাশ, হিমেল রাজা, মোঃ কবির হেসেন, মোঃ জাহিদুল ইসলাম, রাসেল মামুন, সাগর শিকদার, মোঃ মাকসুদ, মোঃ মাসুদ রানা, মোঃ রাজু, গাজী মোশারেফ, মোঃ সোহেল, মোঃ খোকন হাওলাদার, মুন্সি হাবিবুল্লা, নারায়ন চক্রবর্তী, রাজন দাস, সোহগ হাওলাদার, মোঃ ইসলাম সানা, মোঃ রাজীব হাসান, নূর ইসলাম শেখ, মোঃ সেলিম, মাসুম হাওলাদার, মুনির শেখ, রফিকুল ইসলাম, মোঃ সাইদুল, মোঃ জাহিদ, মোঃ রাকিব, মোঃ আকাশ প্রমূখ।
ফুলতলায় দেবর শ্বাশুড়ির নির্যাতনে গৃহবধু হাসপাতালেঃ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামের গৃহবধু শিউলী বেগম (৪০) দেবর ও শ্বাশুড়ির নির্যাতনের শিকার হয়ে গুরুত্বর আহতাবস্থায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনার মাস পার হলেও তার শারিরীক অবস্থার উন্নতি হয়নি। এ ঘটনায় ফুলতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, উপজেলার পিপরাইল গ্রামের নওশের শেখের পুত্র মিজানুর রহমান শেখের সাথে ডুমুরিয়া উপজেলার চেচুড়ী গ্রামের খান খোকনের কন্যা শিউলী বেগমের ২০ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকে সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ হতো। সম্প্রতি গত ৪ নভেম্বর সকাল ৯টায় স্বামীর বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে দেবর শরিফুল ও শ্বাশুড়ি রহিমা বেগম মিলে শিউলী বেগমের উপর লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এতে শিউলী বেগম গুরুত্বর আহত হয়। এলাকার লোকজন তাকে উদ্বার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে শিউলী বেগমের পুত্র হাসিবুর রহমান বিচারের দাবিতে দারে দারে ঘুরছে। সে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে।
কেসিসি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সহোদর শহীদ শেখ আবু নাসের-এর সহধর্মিনী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাহউদ্দিন জুয়েল-এর শ্রদ্বেয় মাতা মরহুমা বেগম রিজিয়া নাসের এবং কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর মরহুমা লুৎফুন নেছা লুৎফার রূহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল সোমবার বাদ জোহর নগর ভবনে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমা বেগম রিজিয়া নাসের ও মরহুমা লুৎফুন নেছা লুৎফা’র রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ কবির হোসেন কবু মোল্লা, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মোঃ সুলতান মাহমুদ, মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, শেখ মোসারাফ হোসেন, শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ হাফিজুর রহমান, আশফাকুর রহমান কাকন, শেখ মোঃ গাউসুল আজম, মো: শামছুজ্জামান মিয়া স্বপন, আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ গোলাম মাওলা শানু, মো: আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুবুল আলম সোহাগ, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কৃষক লীগের সহসভাপতি মোঃ আশরাফ হোসেন, খালিশপুর থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শারমীন রহমান শিখাসহ কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া পারিচালনা করেন মাওলানা মোঃ হাবিবুল্লাহ ও মাওলানা মো: রফিকুল ইসলাম।
নগরীতে প্রায় এক হাজার পাঁচ’শ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে চলছে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরবাসীকে দেয়া স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার অঙ্গীকার যে কোন মূল্যে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে নগরীতে প্রায় এক হাজার পাঁচ’শ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে চলছে এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে প্রায় চার’শ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে খুলনা আধুনিক নগরীতে পরিণত হবে।
সিটি মেয়র সোমবার সকালে নগরীর একটি হোটেলে ‘জেন্ডার ও স্যানিটেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নারী ও পুরুষ কাউন্সিলরদেরকে জেন্ডার ও পয়:নিস্কাশন সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এসএনভি-নেদারল্যান্ডস ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর সহায়তায় ‘সিডাব্লিউআইএসই প্রজেক্ট-খুলনা সিটি কর্পোরেশন’ দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সংস্থার গভর্ন্যান্স এ্যাডভাইজার শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র নগরীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা প্রদানে গৃহীত কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, কেসিসি’র পাশাপাশি খুলনা ওয়াসাও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু করতে যাচ্ছে। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হবে। সিটি মেয়র জনহিতকর এ সকল কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে কেসিসি’র প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুস সালাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মোঃ ডালিম হাওলাদার, মুন্সি আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, এস এম খুরশিদ আহমেদ টোনা, শেখ মোসারাফ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, মাহমুদা বেগম, সচিব মোঃ আজমুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন।
মণিরামপুরে এক ক্লিনিক মালিকের জেল, দুইজনের জরিমানা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
হাসপাতাল হলেও চিকিৎসক এবং ডিপ্লোমা নার্স না থাকায় যশোরের মণিরামপুরে প্রগতি ডিজিটাল ডি-ল্যাব ও রিজু হাসপাতালের মালিক মোহাম্মদ আলী জিন্নাহকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার ও জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরি নামের প্রতিষ্ঠান দুইটিকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সৈয়দ জাকির হাসান অভিযান চালিয়ে এই দ- দেন।
অভিযানে যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.শুভ্রারানী দেবনাথ এবং ডা. অনুপ বসু অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, সরকারি অনুমোদন, বর্জ্য ব্যবস্থাপনা, প্রয়োজনীয় যন্ত্রপাতি, নির্ভুল রিপোর্ট না দেওয়া, সরকার নির্ধারিত দামের সাথে বাউচারের মিল না থাকায় ভোক্তা অধিকার আইনে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরির মালিক মনিরুজ্জামান জনিকে ৫০ হাজার টাকা, ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাকির হোসেনকে ৫০ হাজার টাকা এবং চিকিৎসক ও নার্স না থাকায় প্রগতি ডিজিটাল ডি-ল্যাব ও রিজু হাসপাতালের মালিক মোহাম্মদ আলী জিন্নাহকে ৫০ হাজার টাকা; অনাদায়ে তিন মাসের কারাদ- দেওয়া হয়। পরে জরিমানা দিতে না পারায় মোহাম্মদ আলী জিন্নাহর কারাদ- বহাল রাখা হয়।
যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন বলেন, নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান তিনটিতে অভিযান চালিয়ে দ- দেওয়াসহ তাদের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। একইসাথে ল্যাব স্বাদ নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সৈয়দ জাকির হাসান অভিযান ও দ-ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরকারীদের বিচার ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধের আহ্বান
খবর বিজ্ঞপ্তি
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরকারীদের বিচার ও জাতির জনকের ভাস্কর্য নিয়ে হেফাজতের আস্ফালন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে সোমবার বিকেল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ যুব মৈত্রী, খুলনা জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথায় উদ্বুদ্ধ হয়ে কুষ্টিয়ায় মাদ্রাসার ছাত্ররা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে। তাদেরকে ও যারা উসকানিমূলক বক্তব্য দিয়েছে তাদের বিচারের আওতায় না আনলে দেশের শান্তি-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হবে। সহিংসতা বৃদ্ধি পাবে, সংবিধানের অমর্যাদা হবে। নেতৃবৃন্দ আরও বলেন, উগ্র জঙ্গীবাদ সাম্প্রদায়িক শক্তির সাথে আঁতাত বন্ধ হলেই আর বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার হুমকি আসবে না। নেতৃবৃন্দ এই স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশ ও মানববন্ধনে যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার ও যুবনেতা মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দিপংকর সাহা দিপু ও পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেনÑওয়ার্কার্স পার্টির মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, যুব মৈত্রী সাবেক জেলা সভাপতি আরিফুর রহমান বিপ্লব, বাংলাদেশ গণশিল্পী সংস্থার জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আশিষ কুমার ম-ল, যুব মৈত্রীর জেলা সহ-সভাপতি অজয় দে, প্রভাষক জাহাঙ্গীর আলম, বাবুল আখতার, যুবনেতা মোঃ খায়রুল বাশার, মঈন উদ্দিন ময়না, মোঃ শাহবুদ্দিন, অরূপ নাগ, ছাত্রনেতা সাদ্দাম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
খুলনায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে শীতের উপহার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
জনপ্রিয় অনুষ্ঠান ফেসবুক কুরআন প্রতিযোগিতার পরিচালনায় নিয়জিত সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে শীতের উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের কার্যালয়ে এ অনুষ্ঠান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর, মহাসচিব বিশিষ্ট ক্বারি মাওলানা মোঃ মাহদী হাসান কাওসারী, উপদেষ্টা ডাঃ মাওলানা মোঃ ইউনুস আলী, সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুনতাসীর মামুন প্রমুখ। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম,মুয়াজ্জিন ও খাদেমদের উদ্দেশ্যে বলেন, এ জাতির রাহবার হলেন আপনারাই। আপনাদের হাত ধরেই মানুষ তাদের জান্নাতের ঠিকানা খুজে পায়। আপনাদের শুধুমাত্র ইমামতি কিংবা মুয়াজ্জিন হয়েই জীবিকা নির্বাহ করতে হবে এমন মানসিকতা পরিহার করতে হবে বরং এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে ও আর্ত মানবতার সেবায়ও এগিয়ে আসতে হবে। এ জাতির নৈতিক চরিত্র গঠনের পাশাপাশি সামাজিক কল্যানেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এভাবে উপহার দেওয়া নেওয়ার মাধ্যমে আমাদের মধ্যকার সকল দুরত্ব ঘুচিয়ে একে অপরের কল্যাণে কাছাকাছি আসার পথ তৈরি হতে পারে। আলেমদের মধ্যে ঐক্যের বন্ধন তৈরী হবে ইনশাআল্লাহ ।
তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে ফেসবুক কুরআন প্রতিযোগীতার মধ্যমে কুরআন প্রচারের পাশাপাশি আর্ত মানবতার সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আপনাদের আরো সহযোগিতা পেলে সামনে আমাদের এ কার্যক্রম আরো বেগবান হবে ইনশাআল্লাহ।
বাগেরহাটে র্যাব ৬ এর মাক্স বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
খুলনা বিভাগের ৯টি জেলায় র্যাব ৬ এর মাক্স বিতরণের অংশ হিসাবে বাগেরহাটে মাক্স বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মুহাম্মদ সুরাত আলম এর নেতৃত্বে বাগেরহাট পৌর শহরের বিভিন্ন স্থানে মাক্সবিহীন সহ¯্রাধিক লোকের মধ্যে এ মাক্স বিতরণ করেন। মাক্স বিতরণ কালে কোম্পানি কমান্ডার সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের আপতকালীন বর্তমান পরিস্থিতিতে কোভিড-১৯ বৃদ্ধি পাওয়ায় সাধারন জনগনকে সচেতন করতে র্যাব ৬ এর খুলনা বিভাগের ৯টি জেলায় একযোগে এ মাক্স বিতরণ করা হয়।
মোংলার মানুষের নমুনা সংগ্রহে পাশে রয়েছে ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোংলার সাধারণ মানুষের পাশে রয়েছে ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিক। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব টেকনিশিয়ান না থাকায় করোনার শুরুতেই বেকায়দায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তখনই সেবার হাত বাড়িয়ে দেন ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিক। ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিকের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মো: নাহিদুজ্জামান জীবনের ঝুঁকি নিয়েই শুরু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা সংগ্রহের কাজ। সেই শুরু থেকেই এখন পর্যন্ত নমুনা সংগ্রহের কাজ করে চলেছেন নাহিদুজ্জামান। নাহিদুজ্জামান এ পর্যন্ত মোংলাসহ আশপাশ এলাকা থেকে আসা ৫৩০ জনের নমুনা সংগ্রহ করেছেন।এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তা পাঠিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে। এ পর্যন্ত ৫৩০ জনের নমুনা সংগ্রহের মধ্যে ৯৮ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। তবে সম্প্রতি কমেছে নমুনা সংগ্রহের সংখ্যা। তাই সনাক্তের সংখ্যাও কম। গত দেড় মাসে কোন করোনা পজেটিভ রিপোর্ট আসেনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস বলেন, হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান নেই। তাই নমুনা সংগ্রহের ক্ষেত্রে ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিকের মেডিকেল টেকনোলজিষ্ট মো: নাহিদুজ্জামান আমাদেরকে সহযোগীতা করে যাচ্ছেন। যা এ এলাকার সাধারণ মানুষের জন্য ফ্রেন্ডশীপের অভূতপূর্ব সহায়তা।
ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিকের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মো: নাহিদুজ্জামান বলেন, আমাদের কাজই মানুষকে কোন না কোনভাবেই সেবা দান করা। সেই সেবার কথা চিন্তা করেই করোনার মত মহামারীর মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়েই এ কাজটি আমি করে যাচ্ছি। যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত ফ্রেন্ডশীপের পক্ষ থেকে আমাদের এ নমুনা সংগ্রহ কার্যক্রমের সহযোগীতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
সাতক্ষীরার দহাকুলায় দিনমজুর আজিজ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী ও ভাইপোর স্বীকারোক্তি মূলক জবান বন্দি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দহাকুলায় দিনমজুর আব্দুল আজিজ মোল্যা হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া খাতুন ও ভাইপো নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরকিয়ার জেরে তারা তাকে হত্যা করেছে বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ জানান, দিনমজুর আব্দুল আজিজ মোল্যা হত্যাকান্ডের পর স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে নিহতে স্ত্রী রোকেয়া খাতুন ও ভাইপো নজরুল ইসলামের আচরন সন্দেহ জনক হলে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে পরকিয়ার জেরে তারা গত শনিবার রাতে আব্দুল আজিজকে বাড়ির পিছনে বাঁশ বাগানে নিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। একই সাথে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত দা ও জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত দুই জনকে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য আদারতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য ঃ গত শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়া গ্রামের আব্দুল আজিজ মোল্যাকে বাড়ির পিছনে বাঁশ বাগানে দা দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে পরদিন সদর থানায় একটি মামলা দায়ের করেন
বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালের নাম না দেওয়ায় খুলনা জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি :
কুষ্টিয়া জেলা বিএনপি’র কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের প্রতিবাদে খুলনা বিভাগীয় কেন্দ্রীয় নেতাদের নামে দেওয়া বিবৃতিতে কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালের নাম না দেওয়ায় খুলনা জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। ইহা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ ও ক্ষীন মনের পরিচয় দিয়ে রাজনীতিকে কুলসিত করার বহিঃপ্রকাশ মাত্র। এহেন কর্মকা-ের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি, পাশাপাশি খুলনার সাধারণ নেতাকর্মীরা আশাবাদী, ভবিষ্যতে এই সকল নেতাদের শুভ বুদ্ধি উদয় হবে। প্রকৃত রাজপথের রাজনৈতিক কর্মীরা দলে স্থান পাবে। এবং দলীয় নেতাকর্মী সমর্থকরা সঠিক রাজনৈতিক চর্চা করতে পারবে, দেশ রক্ষার আন্দোলনে তারা রাখবেন সংগ্রামী ভূমিকা। গতকাল কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে সরকার দলের সন্ত্রাসীরা, যা বিভিন্ন সংবাদ মাধ্যম ও টিভি বা সোস্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ও তীব্র নিন্দা জানিয়ে যৌথভাবে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী, সহ সভাপতি খান জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, শেখ আলী আজগর, যুবদল সভাপতি এস এম শামীম কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান, শ্রমিকদল সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, যুবদল সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, জাসাস আহবায়ক সাইদুজ্জামান খান, তেরখাদা বিএনপির সভাপতি চৌধুরী কাওসার আলী, দিঘলিয়া থানা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, ইলিয়াস মল্লিক, মিরাজুর রহমান মিরাজ, দিঘলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রকিব মল্লিক, রুপসা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, শ্রমিকদল সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহিলাদল সাধারন সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা, মৎস্যজীবীদল সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, জাসাস সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ, হাফিজুর রহমান, অধ্যাপক আইয়ুব আলী, মতিউর রহমান বাচ্চু, খান আইয়ুব আলী, রফিকুল ইসলাম বাবু, মাসুদ জমাদ্দার, আরিফুর রহমান, শফিকুল ইসলাম শফিক, আবু মুসা, হাবিবুর রহমান হবি, আব্দুল মালেক, মাসুম বিল্লাহ, খান আনোয়ার হোসেন, শেখ ইউসুফ আলী, শেখ আব্দুর রহমান, হিরাঙ্গীর হোসেন হিরু, হিরু মোড়ল প্রমূখ।
ফলোআপ: ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের
এম.পলাশ শরীফ মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জে আবাসিক হেফজোখানার পিছন থেকে হাসিবুল ইসলাম(১০) নামে এক শিশু ছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মামলাটি রেকর্ড হয়েছে। এর বাদি হয়েছেন নিহেতর মা তাছলিমা বেগম। মামলা নম্বর-৪। আসামি অজ্ঞাত।
ঘটনার ২৪ ঘন্টা পার হলেও হাসিবুল হত্যাকান্ডের কোন কিনারা এখনো হয়নি। তবে শিশু সদনের বাবুর্চি সিদ্দিকুর রহমান(৪৫) ও আবাসিক তত্ত্বাবধায়ক হাফেজ ফারুকহোসেনকে(৬০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। উল্লেখ্য, রবিবার বেলা সাড়ে ৭টা দিকে মোরেলগঞ্জ সদরের রহমাতিয়া শিশু সদন ও হেফজোখানার নজরানা বিভাগের আবাসিক ছাত্র হাসিবুল শেখ(১০) এর মরদেহ হেফজোখানার বাইরে থেকে উদ্ধার করে পুলিশ।
হাসিবুলের গলায় ফাঁস লাগিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রমান পেয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পুলিশের পাশাপাশি পিবিআই, ডিবি, সিআইডি ও র্যাবের পৃথক পৃথক দল মাঠে কাজ করছে। এদিকে শিশুটির লাশের পোষ্টমর্টেম শেষে রবিবার রাত ৯টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা শিশু একাডেমির প্রতিযোগিতা
তথ্য বিবরণী
শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৩ ডিসেম্বর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক-বিভাগ তৃতীয় শ্রেণি পর্যন্ত (ক-বিভাগের বিষয় ও মাধ্যম উন্মুক্ত)। খ-বিভাগ ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি (খ-বিভাগের বিষয়: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)। গ-বিভাগ ৭ম থেকে ১০ম শ্রেণি (গ-বিভাগের বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ)। খ ও গ বিভাগের মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। রচনা প্রতিযোগিতা খ-বিভাগ ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত বিষয়: আমাদের বঙ্গবন্ধু। খ-বিভাগ ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিষয়: মাতৃভাষা ও স্বাধীনতা (১৯৫২-১৯৭১)।
১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় খুলনা শিশু একাডেমিতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খ-বিভাগ ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত কবিতার বিষয়: বিজয়ের কবিতা এবং গ-বিভাগ ৭ম থেকে ১০ম শ্রেণি কবিতার বিষয়: স্বাধীনতা ও বঙ্গবন্ধু। চিত্রাংকন প্রতিযোগিতায় ১১ গুণ ১৬ ইঞ্চি মাপের কার্টিজ পেপারে ছবি আঁকতে হবে। ছবির পিছনে প্রতিযোগীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজের নাম, পিতা ও মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, রোল নম্বর এবং মোবাইল নম্বর লিখতে হবে। রচনা প্রতিযোগিতায় এ-ফোর সাইজের কাগজ ব্যবহার করতে হবে এবং পৃষ্ঠার কেবল একপাশে লিখতে হবে। কভার পেজে প্রতিযোগির এক কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজের নাম, পিতা ও মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, রোল নম্বর এবং মোবাইল নম্বর লিখতে হবে। খ-বিভাগের জন্য রচনা কমপক্ষে ৫০০ শব্দের এবং গ-বিভাগের জন্য কমপক্ষে ৮০০ শব্দে হতে হবে। চিত্রাংকন ও রচনা বাড়ি থেকে এঁকে এবং লিখে আগামী ১৩ ডিসেম্বর বিকাল চারটার মধ্যে খুলনা শিশু একাডেমিতে জমা দিতে হবে। স্বাস্থ্যসুরক্ষা, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে আগামী ১৪ ডিসেম্বর খুলনা শিশু একাডেমি কার্যালয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ঝিনাইদহে র্যাবের মাস্ক বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
মহামারী করোনা প্রতিরোধ ও মোকাবেলায় ঝিনাইদহে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে র্যাব-৬’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এসময় মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামাল উদ্দিন ও ঝিনাইদহ পেসক্লাবের সভাপতি এম রায়হান। এছাড়াও সেসময় গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য সচেতন করা হয়।
মণিরামপুরে ১২ প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ পরিত্যাক্ত ভবন নিলাম না হওয়ায় উন্নয়ন কাজ ব্যাহত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। ব্যবহারের অনুপযোগী হওয়ায় বেশ আগে ভবনগুলো পরিত্যাক্ত ঘোষণা করেছে উপজেলা প্রকৌশলী অফিস। ইতিমধ্যে কয়েকটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ হাতে নিয়েছে ওই অফিস। জরাজীর্ণ ভবনগুলো নিলামের জন্য নোটিশও জারি করেছে উপজেলা শিক্ষা কর্মকর্তা। কিন্তু হঠাৎ করেই নিলাম কাজ বন্ধ করে দেন ইউএনও। ফলে পরিত্যাক্ত ভবন অপসারণ না হওয়ায় ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ।
জানাযায়, উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁধাঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেলাঞ্চি কৃষ্ণবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশী রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাকোশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনগুলো পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে করোনার আগে। পরিত্যাক্ত ভবনগুলো সরিয়ে সেখানে নতুন ভবন নির্মাণের কথা রয়েছে। সেইলক্ষ্যে ভবনগুলো নিলাম ডাকের জন্য চলতি বছরের ১৯ অক্টোবর তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস। ১১ অক্টোবর তিনি বিজ্ঞপ্তি জারি করেন। কিন্তু হঠাৎ করেই সেই নিলাম কাজ বন্ধ ঘোষণা করেন ইউএনও। সেই থেকে বন্ধ রয়েছে ভবনগুলোর নিলাম কাজ।
এদিকে কয়েকটি বিদ্যালয়ে পুরনো ভবনগুলোর জায়গায় নতুন ভবন নির্মাণের জন্য উপজেলা নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে স্ব স্ব বিদ্যালয়ের সামনে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো তালিকাভুক্ত হওয়ার কাজ চলমান রয়েছে। সাইনবোর্ড ঝুলানো স্কুলগুলোর নতুন ভবনের কাজ আগামী বছরের মাঝামাঝি শেষ করার কথা রয়েছে। চলতি বছরের আগষ্টে কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা শুধু সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সরেজমিন উপজেলার বাকোশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির একটি ভবন জরাজীর্ণ। ভবনটি নির্মাণের জন্য স্কুলের সামনে রাস্তার পাশে সাটা রয়েছে সাইনবোর্ড। গত আগষ্টে কাজ শুরু হয়ে আগামী পহেলা মে কাজ শেষ করার কথা রয়েছে। কিন্তু কাজ শুরু হয়নি আজও।
জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক গৌতম কুন্ডু বলেন, পরিত্যাক্ত ভবনটিতে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস নেওয়া হতো। করোনার কারণে স্কুল বন্ধ রয়েছে। নতুন ভবনের টেন্ডার হয়েছে। পুরনোটা না ভাঙায় নতুন ভবনের কাজ শুরু হয়নি।
মণিরামপুর উপজেলা নির্বাহী প্রকৌশলীর পদটি শূন্য থাকায় নতুন ভবনের কাজ শুরু না হওয়ার ব্যাপারে তেমন কোন তথ্য জানা যায়নি। তবে অফিসের কয়েকটি সূত্র জানিয়েছেন, পুরাতন ভবন বা গাছ সরানো না হওয়ায় কাজ বন্ধ রয়েছে।
নিলামের ব্যাপারে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস বলেন, নিলাম কমিটির সভাপতি ইউএনও। আগামী বছরের মার্চে ইউপি নির্বাচন। ভোটকেন্দ্র হওয়ায় নির্বাচনে এই ভবনগুলো ব্যবহৃত হয়। এখন ভবন ভাঙা পড়লে ভোটের আগে নতুন ভবনের কাজ শেষ হবে না। ফলে ইউএনও নিলাম কাজ স্থগিত রেখেছেন।
তবে এই ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে চাননি মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। তিনি বলেন, অনির্দিষ্ট কারণে পুরাতন ভবনের নিলাম কাজ বন্ধ রয়েছে।
দাকোপের ভূমি দস্যু মুকুলের হাত থেকে সম্পত্তি উদ্ধারের দাবি
স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপ চালনার মুকুল চন্দ্র রায়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ করেছেন তার ভাইয়ের মেয়ে লাবনী রায়। সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনিসহ তার পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাবনী রায় বলেন, চিহ্নিত সন্ত্রাসী ভূমি দস্যু মুকুল চন্দ্র রায় আমার আপন জ্যাঠা (চাচা)। সে আমার বাবাকে দাদুর অনেক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, বাকি যে টুকু সম্পত্তি আমার বাবা পেয়েছেন তাও জোর করে লিখে নিতে চায় আমার জ্যাঠা। চালনা পৌরসভার মধ্যে আমাদের ১৫ কাঠা একটি জায়গা আছে, যে জায়গাটির প্রায় ১৩/১৪কাঠা আমার জ্যাঠা ও জ্যাঠার ছেলেরা জোর করে দখল করে রেখেছেন এবং সেখানের মাদকের ব্যবসা ও জুয়ার আসর বসিয়ে রেখেছেন। বাকি যে ১/২ কাঠা জায়গায় আমাদের দোকান ঘর ও বাড়ি আছে সেই জায়গা সে ও তার ছেলেরা তাদের ভাড়াটিয়া মাস্তান আমাদেরকে মারধোর ও হুমকি দেখিয়ে নিতে চান। আমার বাবার অসুস্থ্যতার সুযোগ নিয়ে এবং আমাদের পরিবারের অনুপস্থিতিতে আমাদের জমি আমার বাবা সেজে অনত্র হারি দিয়ে ছলনা করে টাকা হাতিয়ে নেয়। তিনি অভিযোগ করেন, বার বার স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে আমার জাঠ্যা(চাচা) ও তার ছেলে চিন্ময় রায় ও হিরন্ময় রায় আমার পরিবারের উপর অত্যাচার ও নির্যাতন, মিথ্যা মামলা করে আসছেন ও তারা আইনকে বিদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজে চলাচল করছে। আমার বড় ভাইকে হুমকি ও মারধোর করে দেশ ছাড়া করেছেন সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য। এখন আমি সম্পত্তি দেখা শোনা করি ও আমার জ্যাঠা কে সম্পত্তি দখল করে নিতে বাধা দেওয়াতে আমাকে বারবার হামলার শিকার হতে হচ্ছে। আমার জ্যাঠা (চাচা) তার ধর্মন্তরিত বড়মেয়ে মুসলিম জুলেয়া বেগম ডলি ও তাঁর স্বামী ইসুফ আলী, ছোট মেয়ে খ্রিস্টান পলি, বড় ছেলে চিন্ময় রায়, ছোট ছেলে হিরন্ময় রায় সহ ভাড়া করে বখাটে ছেলদের নিয়ে আমার উপর ২ বার হামলা করে। আমার মাথার আঘাত করে ও হাত ভেঙ্গে দেয় হামলার প্রেক্ষিতে ১বার মামলা হয়েছে ২৯-১০-২০ইং তারিখ। তাঁরা ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আমাদের বাড়িতে যেয়ে আমাকে ও আমার পরিবার কে হুমকি দিচ্ছে মামলা ওঠানোর জন্য এবং জায়গা লিখে দিয়ে আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে। দাঙ্গাবাজদের অত্যাচার ও নির্যাতন থেকে আমার পরিবার সহ এলাকায় নিরাপদে যেন বসবাস করতে পারি সেজন্য প্রধানমন্ত্রী ও প্রশাসনের সহযোগীতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাবনী রায়ের পিতা পরিমল কান্তি রায় (অনির্মল রায়) ও মা অর্চনা রায়। এ বিষয়ে মুকুল চন্দ্র রায় বলেন, এমন কিছু হয়নি তাদের সাথে। তারা যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা ও বানোয়াট।
দাকোপে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এবারও খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ‘লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ‘র সহযোগীতায় আ‘লীগনেতা সমাজ সেবক বিনয় কৃষ্ণ সরদারের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় আমতলা নৌ-পুলিশ ক্যাম্প সংলগ্ন ব্রীজের উপর উপজেলা আ‘লীগের অন্যতম সদস্য, বানিশান্তা ইউনিয়ন আ‘লীগের সাংগঠনিক সম্পাদক সমাজ সেবক বিনয় কৃষ্ণ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ‘লীগের সভাপতি জননেতা শেখ হারুনুর রশিদের সহধর্মিনী আ‘লীগনেত্রী মেহেরনীগার স্বপ্না। বিশেষ অতিথির বক্তৃতা করেন জয়ন্তী রানি অধিকারী, মলিনা রানি রায়। অন্যানের মধ্যে বক্তৃতা করেন অবন্তী রশিদী, মালতী রানি সরদার। এসময়ে উপস্থিত ছিলেন নৌ পুলিশের এ.এস.আই মোঃ মোকলেছুর রহমান, শিক্ষক তপন পাইক, সুনিত কুমার রায়, হিল্লোল সরকার, কুমারেশ মন্ডল, মলয় মন্ডল, হৃদয় মন্ডল, পরিতোষ সরদারসহ আরো অনেকে। সভা শেষে প্রধান অতিথি মোট ৭৩৭ জনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন। এসময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এছাড়া মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ৫৫৬ জনের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করেন।
পিকআপের ধাক্কায় সাংবাদিক নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাইগুনি এলাকায় পিকাপের ধাক্কায় মহিদুল ইসলাম (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘মুক্ত স্বাধীন’ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাতক্ষীরা জেলা শাখার সদস্য।
রবিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা থেকে খুলনাগামী পিকআপের সঙ্গে মহিদুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মারা যান। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল গ্রামের মুজিদ বিশ্বাসের ছেলে।
বরিশালে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, তদন্তে কমিটি
খুলনাঞ্চল রিপোর্ট
পুলিশের হেফাজতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে তদন্ত কমিটি গঠন করা হয়ছে। নিহত যুবকের নাম লিটন খাঁ (৩৫)। তার বাড়ি পটুয়াখালীর দশমিনা থানার বাঁশবাড়িয়া গ্রামে। পেশায় তিনি সিএনজি চালক। জীবিকার তাগিদে লিটন খাঁ ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। তার তিন সন্তান রয়েছে। দশমিনা থানা পুলিশ রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে লিটনকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। এরপর অসুস্থ অবস্থায় তাকে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাতে তাকে পুলিশ পাহারায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১টার দিকে তিনি মারা যান। লিটনের স্ত্রী মাজেদা বেগম জানান, বাড়ির পাশের আক্রাম খান সিনিয়র দাখিল মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শনিবার রাতে মাদরাসা-সংলগ্ন বিরোধীয় জমির একটি পুকুরে কে বা কারা বিষ দেয়। এতে ওই পুকুরের মাছ মরে ভেসে ওঠে। পুকুরে বিষ দেয়ার ঘটনায় মাদরাসা সুপার মাওলানা সিহাব উদ্দিন তার স্বামী লিটনকে সন্দেহ করেন। তবে ওই সময় লিটন ঢাকায় ছিলেন। এরপর মাদরাসা সুপার লিটনের নামে দশমিনা থানায় লিখিত অভিযোগ দেন। পরে মাদরাসা কর্তৃপক্ষ জমি নিয়ে বিবদমান সমস্যা সমাধানের কথা বলে ফোনে লিটনকে বাড়িতে আসতে বলেন। তিনি বলেন, ‘রোববার আমার স্বামী বাড়িতে আসেন। ওইদিন বিকেল ৩টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় আমার স্বামী ভীত-সন্ত্রস্ত ছিলেন। রাতে থানা পুলিশ জানায়, আমার স্বামী অনেক অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (সোমবার) সকালে জানতে পারি, আমার স্বামী মারা গেছেন।’
থানায় নেয়ার সময় লিটন সুস্থ ছিলেন বলে দাবি করেন তার স্ত্রী মাজেদা বেগম। তিনি বলেন, ‘তার শরীরে কোনো রোগ ছিল না। হঠাৎ করে কীভাবে মৃত্যু হলো তা পুলিশই ভালো বলতে পারবে। আমার তিন সন্তান এখন এতিম। আল্লাহ এর বিচার করবেন।’
বিশ্বসেরা পদার্থ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়ায় প্রফেসর ড. হারুনকে খুলনা বিএনপির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান ডিসিপি¬নের প্রতিষ্ঠাতা প্রধান প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বিশ্বসেরা পদার্থ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়ায় খুলনা মহানগর বিএনপি তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
প্রদত্ত অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেছেন সৌদি ইউনিভার্সিটিতে শিক্ষকতায় সুনামের স্বাক্ষর রাখা প্রফেসর ড. হারুনর রশীদ খান দেশের সুনাম ও মর্যাদা বাড়িয়েছে এবং আমাদের গর্বিত করেছেন। আমরা তার এই সুখ্যাতিতে আনন্দিত এবং মহান রব্বুল আলামিনের নিকট আমাদের প্রার্থনা তার দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করছি।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে হরিনাকুন্ডু উপজেলার মান্দিয়া বাজারে অরন্য কেয়ার ফাউন্ডেশন নামের একটি বেসরকারি স্বেচ্চাসেবী সংস্থা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন অরন্য কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন রানা, ফিল্ড ম্যানেজার পলক হোসেন, হাসান আলী, সবুর হোসেন, স¤্রাট হোসেন, শাহিদ মাহমুদ, মুস্তাফিজুর রহমান, আরাফাত হোসেন, স্বপ্না খাতুন, সোনিয়া আক্তার, খাদিজা বেগম, নাসরিন নাহার, শাপলা খাতুন, রুবিনা খাতুনসহ অন্যান্যরা। এসময় অরন্য কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজ সেবাই বিশেষ অবদান রেখে চলেছে। হরিনাকুন্ডু, শৈলকুপা ও ইবি থানা এলাকায় সংস্থার পক্ষ থেকে ব্যপক কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে শহীদদের স্বরণে ৩ লাখ মানুষের বাড়িতে ৩০ লাখ গাছের চারা রোপন করা হবে। এরই মধ্যে একটি কুচক্রিমহল সংস্থার ভাবমুর্তি ক্ষুন্ন করতে সংস্থার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি এই ধরণের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। মানববন্ধনে সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারি ও সদস্যরা অংশ নেয়।
ফুলতলায় চেয়ারম্যান প্রার্থীর প্যানা চুরি
ফুলতলা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য শেখ আঃ রশিদ ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া এবং সমর্থন চেয়ে প্যানা ঝুলান। পরবর্তীতে রাতের আধারে কে বা কারা কয়েকটি জায়গা হতে প্যানাগুলি খুলে নিয়ে যায়। এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য শেখ আঃ রশিদ ।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির আয়োজন এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ আইনজীবীরা অংশ নেয়। কর্মসূচী চলাকালে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খান আখতারুজ্জামান, জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জিপি এ্যাড. বিকাশ কুমার ঘোষসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে এর সাথে বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে স্বাশিপ,খুলনার প্রতিবাদ সভা
খবর বিজ্ঞপ্তি
কুষ্টিয়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও দেশদ্রোহীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) খুলনা মহানগরের ডাকে গতকাল ৭ ডিসেম্বর ঐতিহ্যবাহী শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাশিপ খুলনা বিভাগীয় সমন্বয়ক মোঃ দেলোয়র হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে ধর্মান্ধ, সাম্প্রদায়ীকতার কোন স্থান হতে পারে না। তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে যারা হাত দিয়েছে তাদের বাংলাদেশে থাকার কোন অধিকার নেই। অবিলম্বে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। স্বাশিপ কেন্দ্রীয় কমিটির অহবানে সারা দেশের ৬৪ জেলায় একযোগে আয়োজিত মানব বন্ধন ও প্রতিবাদ সভার অংশ হিসেবে উপস্থিত স্বাশিপ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অজয় কুমার চক্রবর্তী, মোঃ ইউনুস আলী, শেখ জাহিদুজ্জামান, মাহাবুব হোসেন, মোঃ শহীদুল ইসলাম, আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ, মোঃ রবিউল ইসলাম, মোঃ আনিছুর রহমান, মোঃ আব্দুল গাফফার, কাওছার আলী, মিতা বাগ”ী, নাসিম উদ্দিন মাহতাব, দাউদ-অর-রশিদ শাওন, প্রীতিশ কুমার রায়, অভিজিৎ কুমার মন্ডল, মোঃ মারুফুল হক, শহিদুল ইসলাম, অহিদুর রহমান মনি প্রমুখ।
আশাশুনিতে আশাশুনি মুক্ত দিবস পালন
আশাশুনি প্রতিনিধি
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে ৭ ডিসেম্বর আশাশুনি উপজেলা হানাদারমুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম থানা হিসাবে স্বাধীন হয়। সেই দিনকে স্মরণ করে আশাশুনিতে আশাশুনি মুক্ত দিবস পালন করা হয়েছে। রবিবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আশাশুনি মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাত্তরের স্বাধীনতাযুদ্ধে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্বর থেকে মিছিল সহকারে আলোচনা সভায় যোগদিতে উপজেলা পরিষদ চত্বরে আসেন। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অংশগ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান। সভায় আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভনালীতে মোবাইল কোর্টে ৫৩৫০ টাকা জরিমানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে দু’টি মামলায় ২ জনকে ৫ হাজার ৩ শত ৫০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন। শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রাম সংলগ্ন মরিচ্চাপ নদীর বেঁড়ী বাঁধ ব্যক্তি মালিকানা দাবী করে বেকু মেশিন ব্যবহার করে বেড়ী বাঁধের মাটি কাটা হচ্ছিল। বাঁকড়া গ্রামের আলহাজ্ব মোহাম্মদ আলি সরদারের পুত্র আঃ রউফ মাটি কাটাচ্ছিলেন। বিজ্ঞ আদালতে অবৈধ ভাবে নদীর মাটি কেটে নেওয়ার অপরাধে একটি মামলায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক পরিধান না করায় ২টি মামলায় ৩৫০ টাকা জরিমানা করা হয়।
খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এবং জঙ্গি-মৌলবাদ ও সম্প্রদায়িকতার বিরুদ্ধে খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার সন্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট-মাইলপোষ্ট এবং মীরেরডাঙ্গা পেট্ট্রোলিয়াম পাম্প সংলগ্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশ খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার মনিরুল ইসলাম, আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, সলেমান মুন্সি, কামাল আহম্মেদ, সেলিম রেজা, জাকারিয়া রিপন, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, মোঃ শাকিল আহম্মদ, মাষ্টার শাহজাহান আলী হাওলাদার, সায়েদুর রহমান,মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, শাহারা ইরানী পিয়া, সুরুজ্জামান হানিফ, খায়রুল ইসলাম, মোড়ল মুজিবর রহমান, তরিকুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান মানিক, ইসমাইল হোসেন ইমন প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিবাদ মিছিলে থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিট আওয়ামীলীগ নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
সাংবাদিক মুক্তি’র খালা জবেদার ইন্তেকাল ঃ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র শোক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক আমার একুশ পত্রিকার সাব এডিটর মুক্তি মাহমুদের বড় খালা জবেদা খাতুন (৭০) রবিবার রাত সাড়ে ৮টায় বাগেরহাটের চিতলমারীর শৈলদাহে কাজীবাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্নালি…….. রাজিউন)। তিনি ৩পুত্র ও ৩কন্যা সন্তান সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। গতকাল সোমবার যোহরবাদ নিজ বাসভবনের সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক মুক্তি মাহমুদের খালার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জানিয়েছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ সরকার, মোঃ শফিউদ্দিন শফি, রবিউল আলম, সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দীন, শংকর কুমার বিষ্ণু, মোঃ হেলাল ফকির, মিহির রঞ্জন বিশ^াসসহ ইউনিটি ও থানা এলাকায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
কুয়েটে “রোল, রেসপন্সিবিলিটি এন্ড ইথিক্যাল প্রিন্সিপালস অফ ইউনিভার্সিটি টিচার্স” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে দিনব্যাপী “রোল, রেসপন্সিবিলিটি এন্ড ইথিক্যাল প্রিন্সিপালস অফ ইউনিভার্সিটি টিচার্স” শীর্ষক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৭ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ০৯ টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত থেকে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান এবং গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম সামদানি ফকির। কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো: আবু জাকির মোর্শেদ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।
ঝিনাইদহে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শৈলকুপা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে হিতামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচাল রিয়াজুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএফ এ এর নির্বাহী সদস্য এ কে এম রেজাউল হাকিম (পিকুল)। অনুষ্ঠান শেষে ক্রীকেট সামগ্রী বিতরণ করা হয়।
অভয়নগরে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের অভয়নগর উপজেলা কমিটির পরিচিতি সভা গতকাল সোমবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট চর্ত্তরে অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি মো আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোরর জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কমিটির সহ-সভাপতি মাষ্টার ওলিয়ার রহমান, আনন্দ ধর, জামাল আকুঞ্জি। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রজন্মলীগের নেতা বাপ্পি, সুজন, সাহেব সানা, সাব্বির আহম্মেদ, আজিম হোসেন, ওয়াজেদ আলী, সভা পরিচালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কচি। উল্লেখ্য গত ১লা ডিসেম্বর ২০২০ যশোর জেলা মুক্তিযুদ্ধা প্রজন্মলীগ সভাপতি ও সাধারণ সম্পাদ;ক স্বাক্ষরিত অভয়নগর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের ৬১ সদস্য বিষিষ্ট কমিটির অনুমোদন দেন। পরিচিতি সভা শেষে উপজেলা কমিটির নেতৃবৃন্দ নওয়াপাড়া মডেল স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুরালে ফুলেল শ্রদ্ধ নিবেদ করেন।
অভয়নগরে জাপা নেতার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
অভয়নগরে ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন জাতিয়পাটির উদ্দ্যেগে জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লে:ক:এম শাব্বির আহম্মেদ এর আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমাবর বিকালে ভৈরব সেতুর পূর্বপাশে জাপা নেতা নাজমুল আরেফিনের সভাপতিত্বে দোয় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন উপজেলা জাপা নেতা শেখ ফরিদ হোসেন, এম এম জহির উদ্দিন, মো. জাকির হোসেন, এস কে অলোক দাস, মো. গিয়াস উদ্দিন, বাবুল আহম্মেদ, আনিছ হোসেন, হাফিজুর রহমান, আশরাফ স্বাধীন, রাজু আহম্মেদ, মন্টু মিয়া, মুস্তাক হোসেন, জাহাঙ্গির হোসেন সহ প্রমুখ। দোয়া অনুষ্ঠিন পরিচালনা করেন, হাফেজ মাওলানা মো. মুন্না মোল্ল্যা।
শেখ হেলাল উদ্দীনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের আম্মা মরহুমা রাজিয়া নাসের এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান লখপুর ইউনিয়ন পরিষদ ও লখপুর আলহাজ¦ আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের যৌথ উদ্যোগে স্কুল চত্তরে সোমবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়েছে। কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ স ম নাসিম উদ্দিন মাহতাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক আনিসুর রহমান ও শিক্ষক গনেশ চন্দ্র দাশ। সহকারী শিক্ষক জিএম হেদায়েত হোসেন এর সঞ্চালনায় এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি নুর হাবিব, প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ, ইউপি সচিব প্রসুন কুমার দাশ, উপ-সহকারী কৃষি অফিসার বিপ্লব কুমার দাশ, ইউপি সদস্য আরিদ হোসেন, হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন সাকু, আলতাব হোসেন, ইকতিয়ার হোসেন, আতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক বিশ^াস, সুধাশু কুমার দাশ, মোঃ নাজিম উদ্দিন ও উপজেলা জাতীয় শ্রমীকলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলা সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ। ##
ফকিরহাটে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধিতে সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সোমবার সকাল সাড়ে ১০টায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধিতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ গ্রুপের উদ্যোগে ও বাধঁন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্যানিটেরী ইন্সপেক্টর দেববরাজ মিত্র, ডিএফও দিপংকর কুমার মল্লিক, প্রকল্প সমন্বযকারী মুসফিকুর রহমান, প্রকল্প সহকারি জয়নাল সরদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ুথ গ্রুপের সদস্য তানজিম আহম্মেদ। এসময় ইয়ুথ গ্রুপের ্আলিমুজ্জামান, সুফিয়া খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ##
ফকিরহাটে ১৬দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত অফিসার্স ক্লাব ১৬দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন রবিবার রাত ৮টায় উপজেলা অডিটরিয়াম চত্ত্বরে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বেলুন, ফেষ্টুন ও ফানুস উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও অফিসার্স ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার তন্ময় দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার শামীম। এসময় ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সংবাদকর্মী, ব্যাডমিন্টনপ্রেমী দর্শক সহ নানা শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলায় বাগেরহাট জেলার ৮টি উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহন করছে। এতে অংশগ্রহন করছেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। ##
কোটচাঁদপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ আশাদুল ইসলাম
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকালে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলীর পরিচালনায় প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃশফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি,সাধারন সম্পাদক শাহাজান আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আঃলীগের যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম প্রমুখ।
এসময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দে। বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। সেই সাথে ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা মুক্ত দিবস পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র্যালি সহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে ৭ই ডিসেম্বর সাতক্ষীরা হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে ।
সোমবার দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মোশারফ হোসেন মশুসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা স্মৃতিচারন করে বলেন, আজ ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সাতক্ষীরার দামাল ছেলেরা থ্রি নট থ্রি আর এস এল আরের ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে সাতক্ষীরা শহরে প্রবেশ করে। ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। সন্তান হারানোর বেদনা ভুলে সেদিন মুক্তিযোদ্ধাদের সাথে রাস্তায় নেমে আসে মুক্তিপাগল আপামর জনতা। দীর্ঘ ৯ মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে সেদিনের সাহসী সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। পাক হানাদার ও তাদের দোসররা মা-বোনের ইজ্জত হরণ করেছিল। ধ্বংস করতে চেয়েছিল বাঙ্গালীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে। শত্রুর বুলেটের এত সব আঘাত সহ্য করেও সাতক্ষীরার সন্তানরা অন্ততঃ ৫০টি যুদ্ধের মোকাবেলা করেছিল। ভারাক্রান্ত মন নিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেন, বিজয়ের ৪৯ বছর পরেও সাতক্ষীরার বধ্যভূমি ও গণহত্যার স্থানগুলো সংরক্ষণে দৃশ্যমান কোন উদ্যোগ নেই। বিশেষ বিশেষ দিবসে বারবার আশার বাণী শোনানো হলেও আজ পর্যন্ত সাতক্ষীরা জেলা শহরের প্রধান বধ্যভূমি ও গণহত্যার স্থান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিটি চিহ্নিত করারই কোন প্রচেষ্টা নেই। আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে বীর মুক্তিযোদ্ধারা সাতক্ষীরার বধ্যভূমি ও গণহত্যার স্থানগুলো সংরক্ষণে দৃশ্যমান করার জোর দাবি জানান। আলোচনা অনুষ্ঠান শেষে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
তেরখাদায় মাক্স না থাকার দায়ে ৭জনের দন্ড
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় তেরখাদা বাজার সদরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে করোনা প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তেরখাদা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাটেংগা বাজারে মাক্স না থাকায় ৭ জন কে ১শত টাকা করে আর্থিক জরিমানা করেন। এ সময় জনগণের মাঝে লিফলেট ও মাক্স বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন এসআই মুস্তাক ও তার সঙ্গীয় ফোর্স এবং সাংবাদিকবৃন্দ।
খুলনা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এর ভাই ফেরদৌসুল হকের পরলোকগমণ
তেরখাদা প্রতিনিধিঃ
খুলনা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এসএম মেজবাউল আলমের বড় ভাই ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাক গাউসুল হকের ছোট ভাই ফেরদৌসুল হক (৬৩) গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় খুলনা সার্জিক্যাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।) তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। গতকাল সোমবার জোহরবাদ ইখড়ি দশভাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ইখড়ি পূর্বপাড়া কবরস্থানে মরহুমকে সমাহিত করা হয়। উল্লেখ্য ফেরদৌসুল হক একজন সমাজসেবক ও জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন।
কয়রায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
কয়রা প্রতিনিধি
কয়রায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কয়রা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। দৈনিক সমাজের কথা পত্রিকার কয়রা প্রতিনিধি সাংবাদিক সুভাষ দত্তকে সন্ত্রাসীরা মারধরের ঘটনায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। গতকাল ৭ ডিসেম্বর সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত কয়রা সদরের তিন রাস্তার মোড়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কয়রা উপজেলার সিনিয়র সাংবাদিক এস এম হারুন অর রশিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ, রিয়াছাদ আলী,মাষ্টার খায়রুল আলম, শেখ সিরাজউদ্দৌলা লিংকন, আব্দুস সালাম, আনিসুজ্জামান, শাহবাজ আলী, জিয়াউর রহমান ঝন্টু, শেখ জাহাঙ্গীর কোবির টুলু, আক্তারুল ইসলাম, শাহজাহান সিরাজ, ওবায়দুল কোবির সম্রাট, আজিজুল ইসলাম, হাবিবুর রহমান কোহিনুর আলম, আশরাফুল ইসলাম, তরিকুল ইসলাম, ইখতিয়ার উদ্দিন হিরো, কামাল হোসেন, নিতিশ সানা, প্রীতিশ মন্ডল, লিটন প্রমুখ। মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, ছাত্রলীগের সাবেক আয়বায়ক ইমদাদুল হক টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ। মানববন্ধনে কয়রায় কর্মরতত জাতীয়, স্থানীয়, বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কয়রায় যৌন হয়রানী প্রতিরোধে কমিটি গঠন ও বক্স বিতরন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসন ও জলবায়ু পরিষদের উদ্যোগে যৌন হয়রানী প্রতিরোধে স্কুল পর্যায় অভিযোগের বক্স বিতরে করা হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সকল বক্স বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিশেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জলবায়ু পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল সহ জলবায়ু পরিষদের সদস্যরা। অপর দিকে উপজেলা জলবায়ু পরিষদের উদ্যোগে মদিনাবাদ সরকারি মডেল বিদ্যালয়ে যৌন হয়রানী প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে বিকাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সিএসআরএল প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার নিরাপদ মুন্ডার পরিচালনায় এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্রভাষক আনিসুজ্জামান, জলবায়ু পরিষদের সদস্য সাংবাদিক রিয়াছাদ আলী, বিশিষ্ঠ সমাজ সেবক রবিউল ইসলাম রবিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, এস এম গোলাম রসুল, ইউপি সদস্য সুলতানা মিলি, বিদ্যালয়ের শিক্ষক সুচিত্র মন্ডল, মেরিনা খাতুন প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডলকে সার্বিক দায়িত্বে ও শিক্ষক মেরিনা খাতুনকে আয়বায়ক করে ৭ সদস্য বিশিষ্ঠ যৌন হয়রানী প্রতিরোধ কমিটি গঠন করা হয়।