দেবহাটা উপজেলা উপ-নির্বাচনে বাকি একদিন : নিরাপত্তা জোরদার

4
Spread the love

কে এম রেজাউল করিম দেবহাটা

 সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচন। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। বৃহষ্পতিবার ভোটকে কেন্দ্র করে পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ ও বিজিবির অতিরিক্ত ফোর্স দেবহাটা এসেছে। তাদের টহলসহ র‌্যাব সদস্যরা অবিরাম টহল দিচ্ছেন। এছাড়া নির্বাচন কমিশন থেকে ভোটকে শান্তিপূর্ন ও উৎসবমুখর করাসহ প্রার্থীদের সকল নির্বাচনী আচরবিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ পর্যন্ত কোন প্রার্থীর আচরনবিধি লঙ্ঘনের কোন অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনে ৩জন প্রার্থীর মধ্যে রয়েছেন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। তিনি নৌকা প্রতিক নিয়ে লড়ছেন। অপর দিকে আনারস প্রতিক নিয়ে লড়ছেন জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সদস্য আলহাজ¦ রফিকুল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী হিসেবে আম প্রতিক নিয়ে মাঠে আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ অজিয়ার রহমান। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দেবহাটা উপজেলার সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ১২ হাজার ৪ শত ১২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ১ শত ৫ জন ও মহিলা ভোটার ৫৫ হাজার ৩ শত ৭ জন। ৫টি ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী কুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৬ শত ৮৬ জন। তার মধ্যে পুরুষ ১৩ হাজার ১ শত ১২ ও মহিলা ১২ হাজার ৫ শত ৭৪ জন।

পারুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৭ হাজার ৮ শত ৪৫ জন। তার মধ্যে পুরুষ ১৪ হাজার ১ শত ৩৬ ও মহিলা ১৩ হাজার ৭ শত ৮ জন। সখিপুর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৪ শত ৩২ জন। তার মধ্যে পুরুষ ৯ হাজার ৩ শত ৬৬ ও মহিলা ৯ হাজার ৬৬ জন। নওয়াপাড়া ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৩ শত ৭৫ জন। তার মধ্যে পুরুষ ১২ হাজার ৯ শত ৭১ ও মহিলা ১২ হাজার ৪ শত ৪ জন। এছাড়া দেবহাটা সদর ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৭৪ জন। তার মধ্যে পুরুষ ৭ হাজার ৫ শত ২০ ও মহিলা ৭ হাজার ৫ শত ৫৪ জন। ইতিমধ্যে এই উপ-নির্বাচনকে ঘিরে প্রাার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। উপনির্বাচন নিয়ে নানা মুখী বিতর্কের মধ্যেও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনেকেই মনে করেন। আর সে ক্ষেত্রে নির্ভয়ে ভোট প্রদানের নিশ্চয়তাও আশা করেন তারা। সকল প্রার্থীরা ইতিমধ্যে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নৌকা প্রতিকের পক্ষে উপজেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মোটর সাইকেল র‌্যালী, মাইকিং ও লিফলেট বিতরনসহ বিভিন্ন প্রচার প্রচারনা চালানো হয়েছে। এছাড়া আনারস প্রতিকের পক্ষে আলহাজ¦ রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন পথে প্রান্তরে, দোকানপাটসহ বিভিন্ন এলাকায় প্রচারনা চালানোর পাশাপাশি মাইকিং, মোটর শোভাযাত্রাসহ আনারস প্রতিকে ভোট চেয়ে সকল স্থানে যাচ্ছেন।

 তবে আম প্রতিকের পক্ষে তেমন কোন প্রচার প্রচারনা লক্ষ্য করা যাচ্ছেনা। এখন ভোটাররা কাকে তাদের উপজেলার অভিভাবক হিসেবে বেছে নেন সেটা দেখতে অপেক্ষা করতে হবে আগামী বৃহষ্পতিবার সন্ধ্যা পর্যন্ত। উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০১৯ তারিখে উপজেলা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। কিন্তু গত ৬ আগস্ট ২০২০ তারিখে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি মহামারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম জানান, ৩জন প্রার্থী দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে ভোটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করি প্রার্থীরা নির্বাচনি আচরণ বিধি মেনে ভোটার কার্যক্রম পরিচালনা করবেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন।