স্টাফ রিপোর্টার
খুলনায় জাকির হোসেন (৫০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছর খুলনায় এটিই প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা। মৃত জাকির হোসেনের বাড়ি পিরোজপুর জেলার জিয়া নগর এলাকায়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, জাকির হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৬ নভেম্বর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চলতি বছর খুমেক হাসপাতালে এটিই প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা।