কেশবপুরে ডাক্তারসহ ৩ জন হামলার শিকার

3
Spread the love

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরের প্রতাপপুর গ্রামে ১ শতক জমির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। আহতরা কেশবপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসলে স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে উগ্র গন্ধযুক্ত তরল পদার্থ দিয়ে আর এক দফা হামলা করে দুবৃর্ত্তরা। এ সময় জরুরি বিভাগের ডাক্তারসহ তিনজন হামলার শিকার হয়েছেন।

স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আহসানুল মিজান রুমি জানান, সকাল সাড়ে ১০টায় জরুরি বিভাগের ডাক্তার প্রদীপ্ত চৌধুরী, স্বাস্থ্যকর্মী আখতার উজ জামান ও আমিনুর রহমানের শরীরে উক্ত তরল পদার্থ লাগে। ডাক্তর প্রদীপ্ত চৌধুরী জানান, তরল পদার্থ শরীরে লাগার সাথে সাথে শরীরে তীব্র যন্ত্রনা শুরু হয়। প্রচুর পানি ঢেলে তারা কিছুটা সুস্থ হন।

সংঘর্ষের ঘটনায় কেশবপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন জোহরা বেগম (৫০), ওবায়দুল হোসেন (৫৫), ছাবিনা ইয়াসমিন ও রোমেছা বেগম (৫০)। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। স্বাস্থ্য কেন্দ্র থেকে পুলিশ সংঘর্ষে জড়িত শাহিনুর রহমান (২৩) ও জাহাঙ্গীর হোসেনকে (৪২) গ্রেফতার করেছে বলে থানার ডিউটি অফিসার এ এস আই মোক্তার আলি জানান। এ ঘটনায় স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে কেশবপুর থানায় সাধাণ ডাইরি করা হয়েছে।