সৈয়দ রিপন, অভয়নগর (যশোর) প্রতিনিধি
নানা ধরনের প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার মধ্য দিয়েও সক্রিয় রয়েছে অভয়নগরের সুড়িরডাঙ্গা বিলের সেচ প্রকল্প।
যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের সুড়িরডাঙ্গা বিলের পার্শবর্তী গ্রামগুলোর বিশিষ্টজন মিলে নিজেদের উদ্দ্যোগে সেচ প্রকল্প হাতে নেয়। প্রায় ১মাস আগে বিলের চারিধারের জনগণ স্বেচ্ছাশ্রমে কালভার্টের নিচেয় বাঁধ তৈরী করে সেচ প্রক্রিয়া শুরু করে এখনও পর্যন্ত সক্রিয় রেখেছে এই প্রকল্পের কাজ।
শুরুতে পাম্প কম থাকলেও বোরো ধানের মৌসুম কাছাকাছি থাকায় দ্রুত বীজতলা তৈরী করে বীজ বপন ও চারা তৈরী করতে ভবদহের কারনে সৃষ্ট জলাবদ্ধতা থেকে কৃত্রিমভাবে সেচ প্রক্রিয়া আরও জোরদার করেছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। সুন্দলী-আলীপুর রোডের ফুলেরগাতীতে কালভার্টের নিচে বসিয়েছে ৭টি সেচপাম্প চলছে বিরামহীন সেচ কার্য।
জমির পরিমান হিসেবে টাকা নিয়ে প্রথম দিকে সেচ কার্য শুরু করলেও আজ এই প্রক্রিয়া সচল রাখতে হৃদয়বানদের আর্থিক সহায়তা কামনা করেছেন সেচ প্রকল্প কমিটি। প্রকল্প কমিটির সাথে কথা বলে জানা যায় ভবদহের কারনে সৃষ্ট জলাবদ্ধতা থেকে নির্দিষ্ট এই এলাকার লোকদের ধান চাষের ব্যবস্থা করাই সেচ প্রকল্পের একমাত্র উদ্দেশ্য।