কালীগঞ্জে আবারও স্থানীয়ভাবে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন মেয়র আশরাফুল আলম আশরাফ
বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার প্রার্থী বাছাইয়ে পৌর আলীগের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীনের সভাপতিত্বে সংগঠনটির ভূষন রোডস্থ কার্যালয়ে দলটির নীতি নির্ধারনী ফোরামের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ ও কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার। আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, সাংগাঠনিক সম্পাদক এ্যাড- মতিয়ার রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যা শিবলী নোমানীসহ উপজেলা ও পৌর আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ, আ’লীগ নেতা এ্যাড- মতিয়ার রহমান মতি,জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন সোহেল,রেজ্উাল ইসলাম রেজা কাউন্সিলর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষযক সম্পাদক প্রশান্ত খাঁ দলীয় মনোনয়ন চেয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। এরপর সিনিয়র নেতৃবৃন্দের দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে স্থানীয়ভাবে বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফের নাম পুনরায় ঘোষনা করেন। সভায় দলীয় এ সিদ্ধান্ত রেজুলেশনের মাধ্যমে তার নাম জেলা আ’লীগ ও কেন্দ্রিয় কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
গিলাতলায় পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি মেম্বারের হামলার শিকার যুবক
নিজস্ব প্রতিবেদক
পাওনা টাকা চাইতে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার হুমায়ুন কবিরের অফিসের সামনে গেলে তার সন্ত্রাসী বাহিনী পাওনাদার মোঃ হিরন শেখ এর উপর হামলা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর ইউপি মেম্বার হুমায়ুন কবির পাওনাদার মোঃ হিরণকে পাওনা টাকা দেবে বলে অফিসে ডেকে নিয়ে যায়। যাওয়ার সাথে সাথে আগে থেকে অবস্থান করা ইউপি মেম্বার হুমায়ুন কবিরের সন্ত্রাসীরা লাঠি এবং দেশী অস্ত্র দিয়ে পাওনাদার মো. হিরন শেখকে পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার গলায় স্বর্ণের চেইন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১ ডিসেম্বর খানজাহান আলী থানায় বাদী হয়ে মোঃ হিরন শেখ এর স্ত্রী সাবিনা খাতুন, ইউপি মেম্বার হুমায়ুন কবিরকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলা নং-১।
এদিকে, ৪নং ওয়ার্ডের কয়েকজন অভিযোগ করেন, ইউপি সদস্য হুমায়ুন কবির ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা ও সরকারি ঘর দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। কেএলপি নামে সরকারী একটি প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ইউপি মেম্বার হুমায়ুন কবির। এলাাকার কেউ ভয়ে তার বিরুদ্ধে কোন কথা বলে না। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এসব ব্যাপারে সংরক্ষিত মহিলা মেম্বার (১, ২, ও ৩) শিরিন আক্তার প্রতিবাদ করলে তাকে জীবননাশের হুমিক দেয়া হয় বলে একাধিক সূত্র জানিয়েছে। তিনি খানজাহান আলী থানায় এঘটনায় মামলা করেন।
এদিকে, মোঃ হিরন শেখ এর উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গতকাল ৩ ডিসেম্বর আদালতে জামিন চাইলে হুমায়ুন কবীর ও তার সহযোগী মাসুদ রানা’র জামিনের আবেদন মঞ্জুর না করে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।
নগরীতে উচ্ছেদ অভিযানের পর ফের অবৈধ দখলে সরকারী খাল ও ড্রেন
নিজস্ব প্রতিবেদক
খুলনা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে যৌথভাবে অবৈধ খাল দখল ও ড্রেন দখলের উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে। যাতে শহরের পয়ঃবর্জ্য নিষ্কাশন হয় ও বর্ষাকালে শহরের বৃষ্টির পানি না জমে সরাসরি খালে চলে যায় সে জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে।
এলাকাবাসী জানায় নগরীর শের-এ-বাংলা রোডে নির্জন আবাসিক এলাকার কল্যাণ সমিতি সৌন্দর্যের জন্য সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন ড্রেনের পাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে। তবে উচ্ছেদ অভিযান শেষ হতে না হতে জেলা প্রশাসনের কিছু অসৎ কর্মচারীদের সহযোগিতায় নির্জন আবাসিক এলাকায় গিয়াস উদ্দিন নামে একজন ভূমিদস্যু জেলা প্রশাসন হতে বরাদ্দ নিয়ে ড্রেনের পাশের জায়গা দখল করে অবৈধভাবে তিনটি পাকা রুম নির্মাণ করে। এলাকাবাসী বাধা দিলে সে তাদের বলে ‘জেলা প্রশাসন থেকে আমি বরাদ্দ নিয়ে এসেছি’। সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন হাজার হাজার টাকা খরচ করে উচ্ছেদ অভিযান চালানোর পরও আরো কয়েকজন ভূমিদস্যু ও অবৈধ দখলদার ড্রেনের পাশে সরকারী জায়গা ছাড়েনি। এ ব্যাপারে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
খুলনার পরিবহন জগতে সংযুক্ত হলো দেশ ট্রাভেলস
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবসের মাস ডিসেম্বর, বহু আকাক্সিক্ষত একটি স্বাপ্নিক স্বপ্ন। ডিসেম্বর এলেই মানুষ হারিয়ে যায় মহান মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনের স্মৃতিচারণে। একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠতম অর্জন। মুক্তিপাগল বাঙালী জাতি এক সাগর রক্তের বিনিময়ে এই ডিসেম্বরেই ছিনিয়ে আনে হাজারও বছরের লালিত স্বপ্ন প্রিয় স্বাধীনতা যুদ্ধের মহান বিজয়। বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল-সবুজের রক্তস্নাত স্বাধীন পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই লাল সবুজের পতাকার ছোয়া নিয়ে খুলনার পরিবহন জগতে সংযুক্ত হলো দেশ ট্রাভেলস পরিবহন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে নগরী খুলনার সাতরাস্তার মোড়ে ফিতা কেটে ট্রাভেলস এর উদ্বোধন করেন খুলনা চেম্বার অব কমার্স এর সভাপতি কাজী আমিনুল হক। একঝাঁক এসি ও নন এসি গাড়ির বহর নিয়ে দেশ ট্রাভেলস্ যাত্রার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ও ট্যুর অপরেটর এসোসিয়েশন অব সুন্দরবন’র সভাপতি মঈন জমাদ্দার, দেশ ট্রাভেলস এর দক্ষিনবঙ্গ ইনচার্জ একেএম আতিকুজ্জামান সনি, প্রধান হিসাব রক্ষক মফিকুল ইসলাম, সেলস্ ইনচার্জ মাসুদ রানা, খুলনা ইনচার্জ মো. আব্দুল জলিলসহ অনেকে।
মোড়েলগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে কোভিট ১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জে জনস্বাস্থ্য, স্বাস্থ্য সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা এবং করোনা ভাইরাস প্রতিরোধে কোভিট ১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ১৫নং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলজিএসপি-৩, ২০১৯-২০২০ অর্থ বছরে প্রকল্পের উদ্যোগে এ সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, সম্মানিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. দোলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মাহমুদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এলজিএসপি বাগেরহাট জেলা সহায়ক পার্থ প্রতিম সেন, ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সহকারি কমিশনার (ভূমি) এসএম মিকাইল ইসলাম প্রমুখ। এ সময় মাক্স, স্যানিটাইজার, সাবান ও বিলিসিন পাউডার সহ বিভিন্ন সামগ্রী ২শ’ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
মোড়েলগঞ্জে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবসে সহায়ক উপকরন বিতরণ
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জে ২৯তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরন ও ঔষধের ভাউচার বই বিতরণীসভা উপজেলা প্রতিবন্ধী কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপকরণের মধ্য রয়েছে হুইল চেয়ার, হিয়ারিং এইড, স্মাট ক্যান, স্টাডিং ফ্রেম, কর্ণার চেয়ার, ওয়াকার, ট্রাই সাইকেল, ক্র্যাচ। বিতরণের শুরুতে স্বাগত বক্তাব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো.কায়কোবাদ আকঞ্জী। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মিকাইল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে মুজিব কর্ণারের শুভ উদ্ধোধন করা হয়। ##
খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট
স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় খুলনা জেলা প্রশাসন আজ (বৃহস্পতিবার) খুলনা মহানগরের আটটি মেট্রোপলিটন থানায় এবং খুলনা জেলার নয়টি উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬টি টিমের মাধ্যমে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত খুলনা মহানগর ও উপজেলাগুলোতে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানার দায়ে মোট ২৫৯টি মামলায় ২৭১ জনকে ১,১৮,২০০/- (এক লক্ষ আঠারো হাজার দুইশত) টাকা জরিমানা করা হয় এবং ১৫৫ জনকে আটক করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত নভেম্বর মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ৯ নভেম্বর থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে। গত ৯ নভেম্বর থেকে এ পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে মোট ৭৭০টি মামলায় ৩ লাখ ৮৮ হাজার ৮৭০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৩৮২ জনকে আটক করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন মহানগর মেট্রোপলিটন থানা পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা এবং উপজেলাসমূহে স্ব-স্ব থানা পুলিশের সদস্যরা। করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
পাহাড়-সমতলে অব্যাহত ধর্ষণ-নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে বিভাগীয় সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
সারা দেশে অব্যাহত ধর্ষণ-নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদসহ ৯ দফা দাবীতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, খুলনা জেলা শাখার উদ্যোগে আজ ০৪ ডিসেম্বর শুক্রবার, বিকেল ৩টায় শিববাড়ী মোড়ে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রগতিশীল শিক্ষক, ছাত্র, নারী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে খুলনার সকল শ্রেণিপেশার মানুষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
তালায় একদিনে ৩ জনের আত্মহত্যা
ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরার তালা উপজেলায় বিষপান করে শান্তা খাতুন (১৮) এবং গলায় ফাঁস দিয়ে জ্যোতি মন্ডল (২৪) ও রাইস উদ্দিন সানা (৬০) বিষ পানে আত্মহত্যা করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি গ্রামের ইটভাটা শ্রমিক আসাদুল মোড়লের মেয়ে শান্তা খাতুন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিক তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
শান্তা খাতুন প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।
এদিকে, উপজেলার জালালপুর ইউনিয়নের আটঘরা গ্রামের মৃণাল কান্তির (রাজীব দাস) স্ত্রী জ্যোতি মন্ডল (২৪) পারিবারিক কলহের জের ধরে বসতঘরের আড়ায় পরনের শাড়ি গলায় পেচিয়ে সকাল ৮টার দিকে আত্মহত্যা করেন।
অপরদিকে, উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রামের ঝটু সানার ছেলে রইসউদ্দীন সানা (৬০) আর্থিক অনটনে কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
তালা থানার ওসি মেহেদি রাসেল বলেন, মৃত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশাশুনিতে দু’দিনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে দু’দিন ব্যাপী ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, অবসরপ্রাপ্ত অধ্যাঃ তৃপ্তিরঞ্জন সাহাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও মেলায় অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
মেলায় আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, দরগাহপুর কলেজিয়েট স্কুল, কোদন্ডা হাইস্কুল, বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়, কুঁন্দুড়িয়া পিএন হাইস্কুল এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ও প্রাণি সম্পদ অফিস একটি করে মোট ১০ টি স্টল বসিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। আলোচনা সভা শেষে মেলায় প্রদর্শনীতে অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে শ্রেষ্ট প্রজেক্ট কলেজ হিসেবে প্রথম স্থান গুনাকরকাটি কামিল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ বিশ্বাস, দ্বিতীয় আশাশুনি সরকারি কলেজের ছাত্রী আনিকা তাবাসসুম তোয়া এবং তৃতীয় মহিলা কলেজের ছাত্রী অঙ্কিতা সরদার, শ্রেষ্ট প্রজেক্ট স্কুল হিসেবে প্রথম স্থান আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র গালিব ইকবাল, দ্বিতীয় স্থান কুঁন্দুড়িয়া হাইস্কুলের ছাত্র মুশফিকুর জামিল ও তৃতীয় স্থান অধিকার করে বদরতলা জেসি হাইস্কুলের ছাত্র অমিত মল্লিক এবং স্টল সজ্জায় প্রথম স্থান অধিকার করে কোদন্ডা হাইস্কুল, দ্বিতীয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে আশাশুনি বালিকা বিদ্যালয়। সব শেষে বিজয়ীদের পুরষ্কৃত ও উপস্থিত সকলকে মাস্ক বিতরণ করা হয়।
দেবহাটা উপ-নির্বাচনে প্রচারনায় এগিয়ে মুজিবর, থেমে নেই রফিকুল; পিছিয়ে অজিয়ার
কে এম রেজাউল করিম দেবহাটা :
দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ উপ নির্বাচনকে ঘিরে বর্তমানে উপজেলাব্যাপী বিরাজ করছে নির্বাচনী আমেজ। ইতোমধ্যেই দেবহাটা উপজেলার অলি-গলি ছেঁয়ে গেছে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতায় অংশ নেয়া তিন প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের আলহাজ্ব মুজিবর রহমান, আনারস প্রতিকের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম এবং আম প্রতিকের ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র প্রার্থী অজিয়ার রহমানের নির্বাচনী প্রতিক সম্বলিত পোষ্টার, ব্যানার আর লিফলেটে।
প্রতিদিনই দুপুর থেকে রাত অবধি চলছে প্রার্থীদের নির্বাচনী মাইকিং। প্রতিক বরাদ্দের পর থেকেই দলীয় নেতাকর্মী আর সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন প্রার্থীরা। দিনভর করছেন পথসভা, গনসংযোগ ও মতবিনিময়ে। বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। শুধু তাই নয়, জনসাধারণ ও ভোটারদের মন কাড়তে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে লিফলেট হাতে ভোটারদের বাড়ি বাড়িতেও যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা।
উপজেলার চায়ের দোকান থেকে হাট-বাজার, অফিস পাড়া থেকে মাঠে ঘাটে কর্মরত শ্রমিক ও সাধারন মানুষের মধ্যে আসন্ন উপ নির্বাচন এবং প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা, আলোচনা সমালোচনা।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের সর্বমোট প্রায় এক লক্ষ তের হাজার ভোটার আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। যাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন সাতান্ন হাজার একশ পাঁচ জন এবং মহিলা ভোটার রয়েছেন পঞ্চান্ন হাজার তিনশ সাত জন। এসকল ভোটাররা উপ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন।
এদিকে প্রতিক বরাদ্দের পর থেকে উপজেলাতে প্রার্থীদের প্রচার-প্রচারনা শুরু হলেও, নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুজিবর রহমান। প্রতিনিয়ত নেতাকর্মীদের সাথে নিয়ে নিজের নির্বাচনী লিফলেট হাতে তিনি ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন ধারাবাহিক উন্নয়নের আগাম নানা প্রতিশ্রুতি। শুধু তিনি নন, তার পক্ষে দিনরাত নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের তৃনমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।
অপরদিকে নির্বাচনের দৌড়ে থেমে নেই দলীয় মনোনয়ন বঞ্চিত আনারস প্রতিকের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম। ভোটারদের আকর্ষন করতে মাইকিং ও মতবিনিময়ের পাশাপাশি তিনি ও তার কর্মী সমর্থকরাও ছুটছেন মানুষের বাড়ি বাড়ি।
তবে মাঝে মধ্যে গাছে পোষ্টার ঝুলতে এবং মাইকিং হতে দেখা গেলেও বস্তুত চোখে দেখা যাচ্ছেনা ন্যাশনাল পিপলস পাটি মনোনীত আম প্রতিকের প্রার্থী অজিয়ার রহমানকে। তার পক্ষে দৃশ্যত কোন মতবিনিময় সভা কিংবা নেতাকর্মীদের নির্বাচনী প্রচারনা অদ্যবধি চোখে পড়েনি। তাছাড়া ভোট চাইতে তিনি কোনো ভোটারের বাড়ীতে গেছেন এমন তথ্য অদ্যবধি পাওয়া যায়নি। এতে করে নির্বাচনের দৌড়ে অজিয়ার রহমান অনেকটাই পিছিয়ে রয়েছেন বলে অভিমত ভোটারদের।
তেরখাদায় ভ্রাম্যমান আদালতে মাক্স না থাকায় জরিমানা
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল তেরখাদায় সকাল ১১টায় উপজেলার তেরখাদা ও কাটেংগা বাজারে করোনা মোকাবেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনসাধারণ, বিভিন্ন দোকানদার ও গাড়ির যাত্রীদের কে মাক্স না থাকার দায়ে ১১ জনকে মাথাপিছু ১ শত টাকা করে জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জনসাধারণের মাঝে লিফলেট ও মাক্স বিতরণ করা হয়। এসময় মাক্সবিহীন এক ছদœবেশী পাখি শিকারী ইয়াছিন মুন্সি ৪৫ কে জিজ্ঞাসাবাদ করার সময় তার হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে অতিথি পাখি লাফালাফি করলে তার ব্যাগ তল্লাশী করে বেশ কয়েকটি অতিথি পাখি পাওয়া যায়। জানা যায় তিনি একজন পাখি শিকারী। অবৈধভাবে পাখি শিকার করে গোপনে বিক্রি করেন তিনি। ইয়াছিন মুন্সীকে পাখি শিকারের দায়ে ৫শত টাকা আর্থিক জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহারিয়ার হক ও পাখি ভুতিয়ার বিলে উন্মুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন তেরখাদা থানার এসআই নাজমুল ও তার সঙ্গীয় ফোর্স এবং সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ।
শেখ হাসিনা সরকারের আমলে উন্নয়ন মূলক কাজে কোন অনিয়ম মেনে নেওয়া হবে না
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য অ্যা. আামিরুল আলম মিলন বলেছেন, বিভিন্ন এলাকায় সরকারের উন্নয়ন দৃশ্যমান না হওয়ার অভিযোগ আছে।
মোড়েলগঞ্জ শরণখোলায় হতে হবে তার বিপরীত। সকল ধরণের উন্নয়ন দৃশ্যমান হতে হবে। কোন কাজে অনিয়ম, দুর্ণীতির গন্ধ থাকতে পারবেনা। শতভাগ স্বচ্ছতার সাথে সকলে কাজ করবেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় মোরেলগঞ্জের চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন এর উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি মিলন এ সময় স্থানীয়দের উদ্দেশে আরো বলেন, ২০২১ সালের প্রথম দিকে মোরেলগঞ্জবাসির কাঙ্খিত খাউলিয়া থেকে ঘষিয়াখালী পর্যন্ত বেরিবাধের কাজ শুরু হবে। ১৩টি জনগুরুত্বপূর্ণ সড়ক নির্মান ও সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ঠিকাদারদের উদ্দেশে বলেন, কেউই জবাবদিহিতার বাইরে নয়। উন্নয়নমূলক কাজে অনিয়ম হলে একদিকে জনগন ভূগবে অপরদিকে সরকারের দুর্ণাম হবে। এমন ঘটনা হাসিনা সরকার মেনে নিবেনা।
বিদ্যালয়ের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, আওয়ামী লীগ নেতা শেখ নজরুল ইসলাম, মাষ্টার সাইদুর রহমান ইসাহাক আলী ও মো. আবুল কাশেম শেখ।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার কমিটি অনুমোদন
খবর বিজ্ঞপ্তি
গণপরিবহনে যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, বিশৃঙ্খলা-অরাজকতার প্রতিবাদে এবং সড়ক. রেল. নৌ ও আকাশ পথে যাত্রী সাধারণের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার দেশের একমাত্র রেজিস্টার্ড সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, খুলনা জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এবং সমন্বয়ক জিয়াউল হক চৌধুরী প্রেরিত কমিটিতে প্রকৌশলী রফিকুল আলম সরদারকে সভাপতি এবং জি. এম. ইউনুস আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি যথাক্রমে অধ্যাপক এম. এ. মান্নান বাবলু, ড. মোঃ হারুনর রশিদ, প্রকৌশলী এস এম আমজাদ হোসেন, আলহাজ¦ মোঃ আব্দুর রহমান, আলহাজ¦ মোঃ জাহিদ হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল ও সাবেক সেনা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম নাজমুল হক ও মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান, উপ-প্রচার সম্পাদক ফারহানা আফরোজ, অর্থ সম্পাদক এম ডি আশরাফ হোসেন, উপ-অর্থ সম্পাদক মোঃ মনির হোসেন, দফতর সম্পাদক মোঃ রাশেদ রানা, উপ-দফতর সম্পাদক রাজিয়া সুলতানা সোনিয়া, ক্রীড়া সম্পাদক এ্যাড. মোঃ হাবিবুর রহমান মিজি, উপ-ক্রীড়া সম্পাদক আল মামুন বাদল, সমাজ সেবা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান জিনাত, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক বিমল মল্লিক, উপ-ত্রাণ ও দূর্যোগ সম্পাদক শেখ মাঈনুল ইসলাম জুয়েল, উন্নয়ন সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, তথ্য সম্পাদক কাজী তারিক আহম্মদ, আপ্যায়ন সম্পাদক অসীম কুমার বিশ^াস, উপ- আপ্যায়ন সম্পাদক জাহিদুর রহমান উজ্জ্বল এবং নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ মিসকাত হোসেন, ইঞ্জিনিয়ার দেবপ্রতীম হাওলাদার, বিকাশ চন্দ্র সরকার, মিঠুন কুমার ঘোষ, সুনীল বিশ^াস, উৎপল জোদ্দার ও তানভীর আহমেদ তপন।
কেশবপুরে প্রতিবন্ধী দিবস উপলক্ষে ৪৫ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সমাজসেবা দপ্তরের উদ্যোগে ৪৫ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।উক্ত হুইল চেয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিবন্ধীদের মাঝে নিজে হাতে বিতরণ করেন এবং তিনি করোনা কালীন সময় সবাই মাস্ক পরিধান করতে বলেছেন সবাইকে সচেতন হয়ে চলতে বলেছেন।প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।
ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন ভাবে টেকসই বিশ্ব গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল আলম খান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, মহামারি কোভিড পরিস্থিতিতে টেকসই দেশ তথা বিশ্ব গড়তে সকলকে প্রতিবন্ধীদের পাশে দাড়ানোর আহ্বান জানান।
পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে শারীরিক, বাক ও শ্রবন প্রতিবন্ধীদের মাঝে স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
বাগেরহাটে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
বাগেরহাট প্রতিনিধি
নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ৮ম দিনের মত কর্মবিরতি পালন করেছে বাগেরহাটের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন। এর ফলে গত ৮দিন ধরে জেলায় টিকাদান কর্মসূচিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি মো. আরাফাত হোসেন, রবিউল ইসলাম, মোসা. সাইফুন নাহার, জাকির হোসেন, জাহিদুর রহমান প্রমুখ।
বাগেরহাটে মারিয়া পল্লীর দলিত সম্প্রদায় গোষ্টির ফ্রি মেডিকেল সেবার দাবিতে স্মারক লিপি প্রদান
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার ১নং কাড়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোবরদিয়া মারিয়া পল্লীর দলিত সম্প্রদায় গোষ্টির ফ্রি মেডিকেল সেবার দাবিতে স্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট রংয়ের মেলা ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে সদর উপজেলা স্বাস্থ্যে কম্পপ্লেক্স কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়। পরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদিপ কুমার বকসির হাতে স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় বাগেরহাট রংয়ের মেলা ইয়ুথ গ্রুপের সভাপতি পুষ্পিতা বর্ষা মিস্ত্রী ,সাধারন সম্পাদক সাথী সরকার, পূজা মিস্ত্রী,মেঘলা,নন্দিতাসহ অর্ধ শতাধিক তরুনী এ সময় উপস্থিত ছিলেন।
রংয়ের মেলা ইয়ুথ গ্রুপের সভাপতি পুষ্পিতা বর্ষা মিস্ত্রী জানান,মারিয়া পল্লীতে ৪ থেকে ৫ হাজার লোকের বসবাস তার সকল মানুষই দারিদ্র সিমার মধ্যে বসবাস করে। অর্থনৈতিক অবস্থা ভাল না থাকায় সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অত্র এলাকার সকল মানুষ। অত্র এলাকার নিকটবর্তী কোন কমিউনিটি ক্লিনিকের সু-ব্যবস্থা না থাকায় এলাকার জনগন বিশেষ করে বৃদ্ধ,শিশু ও গর্ভবর্তী মহিলাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে অনেক কষ্টসাধ্যের ব্যাপার হয়ে দাড়িয়েছে। তারা বলেন, সপ্তাহে নূন্যতম একদিন যদি মারিয়া পল্লীতে ফ্রি মেডিকেল সেবার ব্যবস্থা করা হয় তাহলে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষেরা উপকৃত হবে।
সাতক্ষীরায় নিয়োগ পাওয়া দপ্তরির বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনির কুন্দুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে বয়স কম দেখিয়ে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া দপ্তরির বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন এবং তাকে রক্ষায় উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক অশুভ পায়তারার প্রতিবাদ মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। স্থানীয় গ্রামবাসির ব্যানারে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের পাকাপুলের উপর উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বুধহাটা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম, গ্রামবাসীর পক্ষে ময়নুদ্দিন, মিজানুর রহমান, প্রান্ত প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, কুন্দুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে বয়স কম দেখিয়ে জালিয়াতির মাধ্যমে গত ২০১৩ সালের ২৮ মার্চ নিয়োগ প্রাপ্ত হন শিবপ্রসাদ সরকার। চাকুরির পাওয়ার জন্য তিনি বড় ভাই হয়েও ছোট ভাই উত্তম কুমার সরকারের বয়স ব্যবহার করেছন। তারা আরও বলেন, শিবপ্রসাদ ৮ম শ্রেণী পাশ না করেও কুন্দুড়িয়া পি.এন. উচ্চ বিদ্যালয় থেকে ড্রাইভিং লাইন্সের নাম করে ৮ম শ্রেণির একটি ভূয়া সনদ নিয়েছেন যেটি তদন্তে বেরিয়ে এসেছে। অথচ আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রথম দিকে সঠিকভাবে রিপোর্ট দিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও বর্তমানে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এছাড়া অভিযুক্ত শিবপ্রসাদসহ তার স্বজনরা বিভিন্ন মাধ্যমে প্রচার দিচ্ছেন শিক্ষা অফিসারদের ম্যানেজ করা হয়েছে। এতে তার কিছুই হবে না। বক্তারা এ সময় উক্ত বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সাতক্ষীরার চাঞ্চল্যকর জগদীশ গোস্বামী হত্যা মামলা পিবিআই তদন্তের নির্দেশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার চাঞ্চল্যকর জগদীশ গোস্বামী হত্যা মামলা পূণঃতদন্ত করে আগামি ১৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর বৃহষ্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের আদেশ পর্যালোচনা শেষে এ আদেশ দেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বিষ্ণুপদ গোস্বামীর ছেলে জগদীশ গোস্বামীকে ২৬ সেপ্টেম্বর ছয়ঘরিয়া সীমান্তে নির্মম নির্যাতন চালিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায় তারই প্রতিবেশী শুকপদ গাইন, দূঃখীরাম গাইন, ছাতিয়ানতলা গ্রামের জামায়াত কর্মী রবিউল ইসলাম, তার ভাই রফিকুল ইসলাম ও গোবিন্দকাটি গ্রামের চোরাচালানি রানা। পরদিন দুপুর দু’টোর দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জগদীশকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জু গোস্বামী বাদি হয়ে ১৩ অক্টোবর উপরোক্ত পাঁচজনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ ২২ অক্টোবর মামলা রেকর্ড করে। আদালতের আদেশ সংক্রান্ত মামলা নথি থানায় পাঠানোর আগেই বাদি পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাড. শেখ আজহারুল ইসলাম ও মুখ্য বিচারিক হাকিম আদালতের এক কর্মচারির সহায়তায় বিচারকের আদেশ ও নথি কাটা ছেঁড়া করে কালীগঞ্জ থানার নলতা গ্রামের এশার আলী ও টাউ দাসের নাম মামলায় সম্পৃক্ত করেন বলে জেলা আইনজীবী সমিতির সভাপতি বরাবর অভিযোগ করেন মঞ্জু গোস্বামী। মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ ২০১৪ সালের ৩০ নভেম্বর আদালতে সকল আসামীর বিরুদ্ধে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। ৩০ ডিসেম্বর বাদি আদালতে নারাজির আবেদন দাখিল করলে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা মামলার পূণঃতদন্তভার সিআইডিতে ন্যস্ত করেন।
মামলার বিবরনে আরো জানা যায়, ২০১৫ সালের ৭ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র সাতক্ষীরা শাখার পরিদর্শক আমীর হোসেন আসামী শুকপদ গাইন ও রবিউল ইসলামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ১৮ মে শুনানী শেষে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য তিন দিনের রিমন্ড আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত পিপি অ্যাড. শেখ আজহারুল ইসলামের দায়িত্বপালনকালে গত বছরেরর ৮ জুন জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেন শুকপদ ও রবিউল। পরদিন জেলা কারাগারে জামিননামা পৌঁছানোর আগেই মামলার তদন্ত কর্মকর্তা আমির হোসেন ওই দু’ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি’র উপপুলিশ পরিদর্শক সৈয়দ তোকাব আলীর মাধ্যমে তার অফিসে নিয়ে আসেন। তিনি ওই প্রতিবেদনে উল্লেখ করেন যে গ্রেফতারকৃত আসামী রবিউল ইসলাম ও শুকপদ গাইন জগদীশ গোস্বামীকে হত্যার কথা স্বীকার করা ছাড়াও আরো কয়েকজন জড়িতদের নাম জানায়। তাদের জামিনের বিরোধিতা করে আসামীরা ভারতে পালিয়ে যেতে পারে বলে মন্তব্য করেন। এমনকি আসামীরা বাদি ও সাক্ষীদের হুমকি দিতে পারে বলেও উল্লেখ করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আসামীদের দ্বারা প্রভাবিত হয়ে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন মর্মে মঞ্জু গোস্বামী সিআইডি’র খুলনা বিভাগীয় পুলিশ সুপার নীহার রঞ্জন হাওলাদারের কাছে অভিযোগ করেন। আসামীরা বাদির শ্বাশুড়ীকে বাস চাপা দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় বীনা গোস্বামী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে আমির হোসেন আসামীপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে বাদি ও তার মামলা বর্ণিত সাক্ষীদের কাছ থেকে জবানবন্দি না নিয়ে গত বছরের ২৯ জুন চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। যা’ গত ১৫ সেপ্টেম্বর প্রকাশ পায়। ২১ সেপ্টেম্বর বাদি পক্ষের আইনজীবী অ্যাড. বিবেকানন্দ রায় আদালতে নারাজির আবেদন দাখিল করেন। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি নাররাজি শুনানী শেষে বিচারক বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাবিবুল্লাহ মাহমুদ বিচার বিভাগীয় তদন্ত করলেও তার দায়েরকৃত প্রতিবেদন অনুযায়ি মামলাটি খারিজ হয়ে যায়। খারিজ আবেদনের বিরুদ্ধে বাদিপক্ষ আপত্তি দাখিল করেন। আপত্তি খারিজ হওয়ায় বাদি জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন ৯৩/১৮ দাখিল করেন। ২০১৯ সালের ১৩ জানুয়ারি শুনানী শেষে বিচারক অরুনাভ চক্রবর্তী রিভিশন মঞ্জুর করে বাদির উপস্থিতিতে আদেশ পর্যালোচনা করে মামলাটি স্বয়ং মুখ্য বিচারিক হাকিম অথবা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অথবা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। সে অনুযায়ি অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের আদেশের প্রায় দু’ বছর পর মামলাটি পিবিআইকে আগামি বছরের ১৮ জানুয়ারি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হলো।
বাদি পক্ষের আইনজীবী অ্যাড. বিবেকানন্দ রায়, অ্যাড. সেলিনা আক্তার শেলি ও অ্যাড. জিয়াউর রহমান মামলাটি পিবিআই তদন্তে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা যুব মহিলা লীগের মানববন্ধন পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুব মহিলা লীগের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে ভাস্কর্য বিরোধী ও ধর্মীয় ইন্মদনা সৃষ্টিকারী একাত্তরের পরাজিত শক্তি তথা জঙ্গীবাদ, মৌলবাদ ও উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ ও কঠোর হস্তে দমনের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক সেলিনা আক্তার পিয়া। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আইনজীবী সুজিত অধিকারী। বক্তৃতা করেন যুগ্ম আহবায়ক আইনজীবী জেসমিন পারভীন জলি, আইনজীবী মাহমুদা ফারজানা, রিতা সরকার, বিভা বিশ্বাস, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, আইনজীবী অঞ্জলী রানী রায়, রোজলিন সরকার, রিপা আক্তার, আইরিন সুলতানা, রিমা আক্তার, পারভীন খাতুন, ডালিয়া, রিজি, খোদেজা, হিরা, চাঁদনী, খুশি, মিনার, রুমা, পাথি, জোছনা, যাহেদা, রোজিনা, কাজল, রোকেয়া, সেলিনা, ছালেয়া, চম্পা, শিরিনা ও শিউলী । প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,ভাস্কার্য বিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াবার জন্য জনগণের প্রতি আহবান জানান এবং এদের কঠোর হস্তে দমন করার জন্য আইনের আওতায় আনা হবে।
নগর পূজা কমিটির সভাপতির পিতার মৃত্যু বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, বিশিষ্ট ব্যবসায়ী দেবব্রত হালদার তোতন ও ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপার পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল শৈলেন্দ্রনাথ হালদারের ৪১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় পরিবারের পক্ষ থেকে বাজার কালিবাড়ি মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। স্বাস্থ্য বিধি মেনে পরিবারের সদস্য ও ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ১৯৭৯ সালের এই দিনে ইহলোক ত্যাগ করেন। প্রয়াত শৈলেন্দ্র নাথ হালদারের পিতা বসন্ত হালদার ছিলেন ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের জমিদার ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি।এ সময় প্রয়াতর আত্মার শান্তি কামনা করা হয়।
ফুলতলা মসজিদ চত্ত্বরে মটরসাইকেল চুরি কালে স্মার্ট চোর আটক
ফুলতলা (খুলনা) প্রতিনিধি
দিনে দুপুরে ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বর থেকে জোহর এর নামাজ চলাকালে এক মুসল্লির মটর সাইকেল চুরি করে নেয়ার সময় চোরকে এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলতলার দামোদর রেলষ্টেশন এলাকার এনায়েত হোসেন ছোটন তার ব্যবহৃত অ্যাপাসি মটরসাইকেলটি মসজিদ চত্বরে লক করে রেখে জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করেন। এ সময় ভদ্রবেশী স্মার্ট চোর বাগেরহাটের খাঁরদুয়ার গ্রামের মৃত শামসুর শেখের পুত্র লিটন শেখ (৩৭) মাষ্টার কি দিয়ে আনলক করে মটরসাইকেল স্টার্ড করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে ধরে ফেলে। তাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করলে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি মাহাতাব উদ্দিন জানিয়েছেন।
ডুমুরিয়ায় মাক্স না পরার অপরাধে ২৫জনকে অর্থদন্ড
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে করোনা সংক্রমন রোধে মাক্স না পরার অপরাধে ২৫জনের নিকট থেকে ১৪ হাজার ৭‘শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর ও চুকনগর বাজারে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ ও সহকারী কমিশনার (ভূমি) ডা. সঞ্জীব দাশ । আদালত সূত্রে জানা যায়,ঘটনার দিন দুপুরে ডুমুরিয়া ও চুকনগর বাজারে অভিযান চালিয়ে পিন্টু ব্রক্ষè,কিশোর কুমার দে,জামশেদ শেখ,গোবিন্দ তরফদার,ফারুক হোসেন,তরিকুল ইসলাম,গোবিন্দ মন্ডল,ইলিয়াজ হোসেন,সাদ্দাম হোসেন,মনিরুল ইসলাম,লিটন সরদার সহ ২৫ জনকে আটক করা হয়। এরপর মাক্স না পরা ও স্বাাস্থ্যবিধি না মানার অপরাধে আদালতে বিভিন্ন হারে তাদের নিকট থেকে মোট ১৪ হাজার টাকা ৭‘শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর মোঃ মনির হোসেন ও থানা পুলিশের এ্এসআই ইমদাদুল ইসলাম।
ডুমুরিয়ায় সেচ্ছাসেবক দলের কর্মী সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাকারিয়া সুপার মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে শেখ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এফএম রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শেখ হুমায়ুন কবির। শেখ ফয়সাল আহমেদ’র সঞ্চালনায় বক্তব্যদেন শাম্মী হোসেন মোল্যা,রমজান আলী গাজী,মোঃ শফিকুল ইসলাম,তৌহিদুল ইসলাম,মোঃ জাফর খাঁ,ইনতাজ আলী,জয়নাল হাজারী,বিপুল শেখ,গৌর চন্দ্র বিশ্বাস,জিয়াউর রহমান জীবন,লাচ্ছু শেখ,শাহিনুর রহমান,আব্দুল মজিদ,উবাইদুর রহমান,খাজা হোসেন,কারিমুল ইসলাম প্রমূখ।
পাইকগাছায় দু’গাঁজা ব্যবসায়ী আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দু’গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে থানাপুলিশ। বুধবার রাতে লতার কাঠামারী গ্রামের মৃত অনিল সরকারের ছেলে প্রসাদ কুমার সরকারকে শামুকপোতা বাজার ও রাড়ুলির ভাটপাড়ার আহম্মদ আলী সরদারের ছেলে কামরুল সরদার (৪০) কে কাটিপাড়া বাজার থেকে আটক করা হয়। তাদেরকে গাঁজা বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়। ওসি এজাজ শফী জানান, ধৃতদের নামে থানায় মামলা হয়েছে এবং আদালত মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পাইকগাছায় যুবক ও যুবতী আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় নোয়াকাটি থেকে অপ্রীতিকর অবস্থায় দু যুবক ও যুবতীকে এলাকাবাসি আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি উপজেলার হরিটালী ইউপির নোয়াকাটি গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জানাযায়, কপিলমুনির কাসিমনগরের শহিদুল সরদারের মেয়ে হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি গ্রামের সরদার বাড়ীর একটি ভাড়া বাসায় বসবাস করে। সে সুবাদে রাড়–লী ইউনিয়নের বাঁকা ভবানীপরের নজরুল শেখের ছেলে জাফর শেখ মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। পরবর্তীতে বুধবার রাতে জাফর শেখ মেয়ের বাসায় গেলে এলাকাবাসী অপ্রীতিকর অবস্থায় তাদেরকে আটক করে থানাপুলিশে দেয়। ওসি এজাজ শফী জানান, তাদের নামে থানায় মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও কৃত্রিম পা সহ বিভিন্ন সামগ্রী প্রদান
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বিশ্ব প্রতিবন্ধি দিবস উপলক্ষে শারীরিক প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও কৃত্রিম পা সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফ্জ্জুামান তুহিন নিজ উদ্যোগ ও অর্থায়নে এসব সামগ্রী প্রদান করেন। নিজ বাস ভবনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন। প্রধান অতিথি ছিলেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান লিপিকা ঢালী, শিয়াবুদ্দিন ফিরোজ বুলু ওসি তদন্ত মোঃ আশরাফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। উপস্থিত ছিলেন প্রজিৎ কুমার রায়, বিভুতি ভুষন সানা ও স্থানী সুধীবৃন্দ। এ সময় তাদেরকে সাবলম্বী করতে নগদ অর্থ, ইয়ারফোন ও কম্বল বিতরণ করা হয়।
পাইকগাছায় মাস্ক ব্যবহারে ভ্রাম্যমান আদালতে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা পৌরসভার বিভিন্ন স্থানে বাধ্যতামুলক মাস্ক ব্যবহারে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ও কয়েকজনকে কয়েক ঘন্টা করে সাজা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী ও সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ আরাফাতুল আলম।
কয়রায় আন্তজার্তিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২৯ তম আন্তজার্তিক এবং ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । “কোভিড ১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যাক্তিকে সম্পৃক্ত করি,নতুন ভাবে টেকসই বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ৩ ডিসেম্বর বেলা ১১ টায় এ উপলক্ষ্যে র্যালীটি কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় থেকে বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস। আরও বক্তব্য রাখেন কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক এসএম বাহারুল ইসলাম,কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ শেখ রাসেল প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন। অপরদিকে শেখ রাসেল প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ে নানা আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বাহারুল ইসলামের সভাপতিত্বে জাতীয় প্রতিবন্ধী দিবসটি পালিত হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
কয়রায় কৃষকদের মাঝে ধানের বীজ বিতরন
কয়রা প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট সরেজমিন গবেষনা বিভাগ খুলনার সার্বিক সহযোগিতায় কয়রা সদর ইউনিয়নের ১ শ জন কৃষকের মাঝে ১ হাজার কেজি ব্রি-৬৭ ও ব্রি-৫৮ ধানের বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ সকল বীজ বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস,উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ,সরেজমিন গবেষনা বিভাগ এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান প্রমুখ।
ফকিরহাটের বেতাগায় প্রতিবন্ধী সমাবেশে কম্বল বিতরন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে আন্তজাতির প্রতিবন্ধী দিবস-২০২০ উপলক্ষে প্রতিবন্ধী সমাবেশ ও কম্বল বিতরন অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। তিনি তাঁর বক্তৃতায় বলেন দেশে প্রায় ২% মানুষ প্রতিবন্ধী রয়েছে, তাদেরকে বাদ দিয়ে সমাজ ও দেশের উন্নতি করা সম্বব নয়, আমরা তাদেরকে বুঝা মনে না করে নানা প্রকার সহযোগীতা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। কারণ তারা স্বাবলম্বি হলে সরকারের যে ভিশন তা বাস্তবায়ন করা সম্বব হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রতিবন্ধী সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোঃ আলফাজ মেহেবুব ও মোঃ তৌফিকুল ইসলাম প্রমুখ। সভায় শেষে ২৫০জন প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরন করা হয়। সমাবেশে বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ তাঁর নিজেস্ব তহবিল থেকে নগত অর্থ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ তাঁর সম্মানীর ১মাসের অর্থ প্রতিবন্ধী সংক্রান্ত স্থায়ী কমিটির উন্নয়ন ফান্ডে জমা প্রদান করেন।
ফকিরহাটের লখপুরে ৩৩০জন প্রতিবন্ধীকে কম্বল প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আন্তজাতিক প্রতিবন্ধী দিবস-২০২০ উপলক্ষে ৩৩০জন প্রতিবন্ধীর মাঝে কম্বল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্তরে এক অনুষ্ঠানে এই কম্বল বিতরন করা হয়েছে। ইউপি সচিব প্রসুন কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমডি সেলিম রেজা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ, ইউপি সদস্য হুমায়ুন কবির, ফিরোজ খান, হারুনার রশিদ, বিল্লাল হোসেন মিলন ও সংরক্ষিত মহিলা সদস্যা শিল্পি বেগম শিলু প্রমুখ। সভা শেষে ৩৩০জন প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র স্বরুপ কম্বল বিতরন করা হয়।
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বেনাপোল পেট্রাপোল বন্দর ও চেকপোস্ট এলাকা পরিদর্শন
বেনাপোল প্রতিনিধি
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বেনাপোল- পেট্রাপোল বন্দর ও চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধা-অসুবিধা সরেজমিনে দেখতেই বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকালে তিনি বেনাপোল কাস্টমস হাউজ, বন্দরের বিভিন্ন শেড, চেকপোস্ট ইমিগ্রেশন ও বেনাপোল-পেট্রাপোল নো-ম্যানসল্যান্ড এলাকা পরিদর্শনে আসেন।
বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে বছরে ৩০ হাজার কোটি টাকার বানিজ্য সম্পন্ন হয়ে থাকে। হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান কাস্টমস, বন্দর, প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ব্যবসায়িক নেতারা। এ সময় হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সফরসঙ্গী ছিলেন সহকারী হাই কমিশনার রায়না রাজেস কুমার এপি ডব্লিউ ঢাকা এবং অমিত কুমার খুলনা বিভাগীয় সহকারী হাইকমিশনার। হাইকমিশনার বেনাপোল পৌছালে সফরের সাথে যুক্ত হন বেনাপোল কাস্টমসের কমিশনার আজিজুর রহমান, সহকারী কমিশনার নেয়ামুল ইসলাম, বন্দরের সহকারী পরিচালক আব্দুল জলিল, উপসহকারী পরিচালক মামুন কবির তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার ম-ল,সার্কেল এসপি জুয়েল ইমরান,ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট, এক্সপোর্টের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল পোর্টথানার ওসি মামুন খান ও ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব প্রমুখ। তিনি ভারত-বাংলাদেশ গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় দক্ষিণ ডুমুরিয়ার জোয়াদ্দার পাড়া জামে মসজিদ মাঠে মহিলা কলেজের সাবেক করনিক আনোয়ার হোসেন জোয়াদ্দারের স্ত্রীর নামাজে জানাজায় অংশ গ্রহন করেন। বেলা ১২ টায় ডুমুরিয়া কলেজ মাঠে যুব ঐক্য পরিষদ আয়োজিত ৮ দলীয় দড়াটানা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। সন্ধ্যায় ওই খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অংশ নেন। সন্ধ্যা ৭ টায় আরাজি ডুমুরিয়া ও সাজিয়াড়া গ্রামের সুধী সমাজের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। রাতে মির্জাপুর পায়েলদের বাড়িতে ত্রিনাথ ঠাকুরের মেলায় আগতদের উদ্দেশ্যে ধর্মীয় আলোচনায় অংশ গ্রহন করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুলাল বসাক, কিশোর মন্ডল, প্রদীপ মন্ডল, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশীদ বাবু, বাধন মন্ডল প্রমুখ।
খুলনা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত নবনির্বাচিত সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাড. কে এম ইকবাল হোসেন সহ একই প্যানেলের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ গতপরশু খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এর সাথে জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। খুলনা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত পরিষদ জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং জেলা পরিষদ চেয়ারম্যানও নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টি মুখ করান। এসময়ে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবীদরে ন্যায় সঙ্গত সকল দাবী আদায়ে সর্বদা অগ্রণী ভুমিকা পালন ও সমিতির সার্বিক উন্নয়নে জোরালো পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনে আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের সকল ধরণেন কার্যক্রমে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সিপিবি সভাপতি কমঃ মুজাহিদুল ইসলামের রোগমুক্তি কামনা
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধের সংগঠক, ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাঁর রোগমুক্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। বিবৃতিতে তিনি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের আশু রোগমুক্তি কামনা করেন।
কারাগারে কয়েদির মৃত্যু
নড়াইল প্রতিনিধি
মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ফরিদ বিশ্বাস (৫০) নড়াইল জেলা কারাগারে মারা গেছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বুকে ব্যথা অনুভব করলে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকালে তার মৃত্যু হয়। পুলিশ ও জেলা কারাগার সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার রামনগর গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে ফরিদ বিশ্বাস গত ১৪ আগস্ট ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। বৃহস্পতিবার ভোরে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে তিনি মারা যান।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘ফরিদ বিশ্বাসের মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
চাকরি হারাতে চান না ২১১ জন আউটসোর্সিং কর্মচারী
স্টাফ রিপোর্টার
দেড় বছর ধরে চাকরি করে এখন তা হারানোর শঙ্কায় পড়েছেন খুলনার ২১১জন আউটসোর্সিং কর্মচারী। তাদের অভিযোগ, নতুন ঠিকাদারের আওতায় চাকরি করতে গেলে ঘুষ দিতে হবে, নাহলে চাকরি থাকবে না বলে জানানো হয়েছে। তবে ঠিকাদার জানান, ঘুষের কোনও সুযোগ নেই। চাকরি বিধি মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। খুলনা জেনারেল হাসপাতালসহ সিভিল সার্জনের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ে কর্মরত ২১১ জন কর্মচারী বুধবার (২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আউটসোর্সিং কর্মচারী মো. হাসিবুল ইসলাম। বলা হয়, ২০১৯ সালের মে মাসে ২১১ জন কর্মচারী নিয়োগ পায়। মেসার্স তাকবীর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা চাকরিতে যোগদান করেন। ১৩ মাস পরে ২০১০ সালের জুলাই মাসে এসে তারা বেতন পান। কিন্তু এরপর থেকে আবারও বেতন বন্ধ হয়। সম্প্রতি মেসার্স তাকবীর এন্টারপ্রাইজকে বাদ দিয়ে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়। নতুন ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করতে গেলে তাদের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। এর আগে সকাল থেকে আউটসোর্সিং করমচারীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। পরে তারা সিভিল সার্জনের অফিস ঘেরাও করেন।