স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ছোট বয়রা ভাঙ্গাপোল এলাকার ইয়ামিন মোল্যার ছেলে সাইফুল ইসলাম (৪৮), বড় বয়রা মধ্যপাড়া ক্রস রোডের
মো. টুটুল এর ছেলে মো. শান্ত ইসলাম (২২), শেরে বাংলা রোডস্থ আমতলা মোড়ের ইকরাম গাজীর ছেলে মো. তুহিন গাজী (২৬) ও হানিফ হাওলাদার এর ছেলে আব্দুর রাজ্জাক (২৮) এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার দক্ষিণ ধুমঘাট কেওড়াতলীর শওকত গাজির ছেলে মোহাম্মাদুল্লা গাজি (২০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১৬ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।