কালীগঞ্জ এক ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

159
Spread the love


বিশেষ প্রতিনিধি


ঝিনাইদহ কালীগঞ্জে এক ঘন্টার ব্যবধানে স্বামী -স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাখালগাছি ইউনিয়নের খোশালপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ওই গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান জানান, তাদের গ্রামের বাসিন্দা রইজান বেগম (৫০) দীর্ঘদিন যাবত ব্রেষ্ট ক্যানসারে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে রইজান বেগম অসুস্থতার কারনে মারা যান। এরপর ঠিক আধা ঘন্টা পরে মরহুমার স্বামী ওয়াসেল ধনী (৭০) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে অল্প কিছুক্ষনের মধ্যে তিনিও মুত্যুর কোলে ঢলে পড়েন। বিকালে তাদের নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।


রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু জানান, তার ইউনিয়নের খোশালপুর গ্রামে এক ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বলেন, স্থানীয় চিকিৎসকেরা এটাকে ষ্ট্রোক বলে মনে করছেন। তিনি বলেন, মৃত স্বামী- স্ত্রীর ৩ পুত্র ও ৪ কন্যা সন্তান রয়েছে। ছেলেদের মধ্যে ২ জন প্রবাসে রয়েছেন।