পাইকগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

1
Spread the love

পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছায় চতুর্থ শ্রেণীর মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুপারকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। এ ঘটনায় বুধবার থানায় মামলা হয়েছে। পুলিশ ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, কয়রা উপজেলার খিরোল গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের পুত্র মোঃ হাবিবুর রহমান (৫৫) পাইকগাছা উপজেলাধীন লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার হিসেবে প্রায় দেড় বছর চাকরীরত রয়েছে। গত সোমবার ৬টার দিকে মাদরাসার পার্শ্ববর্তী ছাত্রীর বাড়ীতে যায় এবং তাকে মাদরাসায় এসাইনমেন্ট আনার জন্য বলে চলে আসে। মেয়েটি ৮টার দিকে মাদরাসায় গেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার নিজ শয়ন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ীতে আসলে মেয়ের নানী এলাকাবাসীর সহায়তায় থানায় এসে জানায়। পাইকগাছা থানা ওসির নির্দেশে মাদরাসার সুপার হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে থানায় আনে। এ ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে বুধবার পাইকগাছা থানায় ধর্ষণ মামলা করে, যার নং- ০২, তারিখ- ০২/১২/২০২০ইং। পুলিশ ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সুপার হাবিবুর রহমান জানান, কমিটি নিয়ে দ্বন্দ্বে আমাকে ফাঁসানো হয়েছে। ওসি এজাজ শফী জানান, ধর্ষণের অভিযোগে সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পাইকগাছায় পর্ণগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছায় ফেসবুক আইডিতে দশম শ্রেনীর ছাত্রীর অশ্লীল ছবি প্রদর্শনের দায়ে পর্ণগ্রাফী আইনে এক যুবককে পুলিশ গেপ্তার করেছে। গ্রেপ্তার যুবক ইব্রাহিম ইসলাম ওরপে ছালেক (২৮) উপজেলার খড়িয়া মিনহাজ চকের শাহীনুর রহমানের ছেলে। সে অতি সম্প্রতি “তোমাকে চাই” নামক আইডিতে একই এলাকার আবু বকর সিদ্দিকীর মেয়ের অশ্লীল ছবি প্রদর্শন করে। সে খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। বিষয়টি জানতে  পেরে মেয়ের বাবা ২৭ নভেম্বর সন্ধ্যায় ছালেকের কাছে এব্যাপারে জানতে চাইলে তার সাথে খারাপ আচারন করে বলে জানায়। বুধবার মেয়ের বাবা আবু বকর বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করে। সকালে পুলিশ ছালেককে মিনহাজ বাজার থেকে গ্রেপ্তার করেছে। ওসি এজাজ শফী জানান, ধৃত আসামী ইব্রাহিমের বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় হরিণের মাংস বলে গরুর মাংস বিক্রিকালে আটক ১

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় হরিণের মাংস বলে গরুর মাংস বিক্রিকালে মাংস সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতকে ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের জেল দিয়েছে। জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়েছে।

জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানাপুলিশ ও ওসি (তদন্ত) আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে হরিণের মাংস বলে গরুর মাংস বিক্রিকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের বাবু সরদার নামে একজনকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে বাবু সরদার জানিয়েছেন, পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার শিমুল গাজী পাইকগাছার মাঠাম গেট এলাকায় ফকির আলী গাজীর বাড়ীতে মাংস রেখে চলে যায়। এ সংবাদ পেয়ে বাবু গাজী মাংস আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে এবং ইব্রাহিম পালিয়ে যায়। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অভিযুক্ত বাবুকে বিনাশ্রম ১৫ দিনের কারাদন্ড দিয়েছে। জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়েছে।