জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মিডনাইটের ভোটে নির্বাচিত অবৈধ সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার অধিকার কেড়ে নিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আওয়ামী লীগ খুন-জখম-সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রেখে শাসনকে দীর্ঘায়িত করার জঘন্য খেলায় মেতে উঠেছে।
![](https://khulnanchal.com/wp-content/uploads/2020/12/AddText_12-01-01.32.05-1024x649.jpg)
ভয়াবহ দুঃশাসনকে আড়াল করার ঘৃণ্য অপকৌশলের অংশ হিসেবে বর্তমান সরকার ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ঘৃণ্য হামলা এবং খুন-জখমের বিভৎসতা চালিয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রান পেয়ে তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর প্রজন্ম দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল মঙ্গলবার তিনি এসব কথা বলেন। বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা ছিলেন। সম্মুখ যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন।
![](https://khulnanchal.com/wp-content/uploads/2020/12/AddText_12-01-01.25.02-1024x641.jpg)
বিজয়ের মাসে আমরা ডাকের অপেক্ষায় আছি; রাজপথে নেমে এই সরকারকে বিদায় করতে হবে। তাহলে এই দেশ ১৯৭১ সালের মতো ফিরে পাবে নিজের মর্যাদা। যদি বেগম জিয়াকে মুক্ত করতে চাই, রাজবন্দিদের মুক্তি চাই, মিথ্যা মামলা ও ষড়যন্ত্র সবকিছুর অবসান চাই, দেশের গণতন্ত্র চাই, সরকারের পদত্যাগ চাই, নতুন নির্বাচন চাই তাহলে আন্দোলন এখন থেকেই ধারাবাহিকভাবে শুরু করতে হবে। জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। যদি কালকে না পারি, তাহলে পরশু পারবো। পরশুদিন না পারলে, তিনদিন পরে পারবো। আমাদের পারতেই হবে। কারণ, আমাদের অস্তিত্বের জন্যই এই লড়াই।’ মহানগর প্রজন্ম দলের সিনিয়র সহ সভাপতি ফরিদ উদ্দিন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম ও বিএনপি নেতা হাসানুর রশীদ মিরাজ। প্রধান অতিথি শান্তির প্রতিক পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠন উদ্ধোধন করেন।
মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ সভাপতি আমির মো. মেহেদী হাসানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন প্রজন্ম দলের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম বাদল, গাজী আফসার উদ্দিন মাস্টার, ইসহাক তালুকদার, এইচ এম আসলাম, তৌহিদুল ইসলাম খোকন, সাইমুন রাজ্জাক, বাবুল রানা, শাহবুদ্দিন, শামীম আশরাফ, ইলিয়াস শরীফ, মাসুদ রুমি, কামরুজ্জামান আরিফ, ফিরোজ আহমেদ, শেখ মুসফিকুর হাসান অভি, সাজ্জাদ হোসেন জিতু, ইবাদুল ইসলাম, হাসিবুর রহমান রনি, রাজু আহমেদ রাজ, শামীম রেজা, শেখ আল মামুন, এজাজ আহমেদ, মাসুম হোসেন, সুমন, সবুজ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মওলানা আব্দুল গফফার।