রাজস্ব কর্মকর্তা হয়রানির প্রতিবাদে: বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি

13
Spread the love

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল কাস্টমস হাউজে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কলম বিরতি পালন করছেন রাজস্ব কর্মকর্তা ও সহকারি রাজস্ব কর্মকর্তারা।

ঢাকা কেরানীগঞ্জের পানগাও কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার কর্তৃক রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গতকাল সোমবারও বেনাপোল কাস্টমস হাউজের খুকাএভ এর কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কর্মকর্তারা কলম বিরতি পালন করায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সহ মালামাল ডেলিভারি সহ কাস্টমস হাউজে শুল্কায়ন কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধ থাকে ,রাজস্ব আহরণও ব্যাহত হচ্ছে।

খুকাএভ এর সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান, গত বুধবার পানগাও কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার লুৎফুল কবির রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্র কে ডেকে অনিয়ম থাকা ফাইলে স্বাক্ষর করাতে চেষ্টা করেন। তিনি স্বাক্ষর করতে অনিহা প্রকাশ করলে তাকে কিল-ঘুষি চড় থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে রুম থেকে বের করে দেন। এ ঘটনার প্রতিবাদে সারাদেশের কাস্টমস হাউজের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজেও আমরা আজ মঙ্গলবার কলম বিরতি পালন করছি এই কলম বিরতি সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত থাকবে । তাদের একটাই দাবি যুগ্ম-কমিশনার লুৎফুল কবিরের অপসারণ । অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।