মোঃ শরিফুল ইসলাম টিপু
আজ (০১ ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ০৪-০০টায় স্থানীয় গোলকমনি শিশু পার্ক থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিন করে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সম্মূখে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মোঃশরিফুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম মল্লিক, মুনতাসির আল মামুন, আলহাজ্ব আলামিন হোসেন, মহিদুল ইসলাম, হেলাল ফরাজী, মিজান সরদার, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, এম এম শফি, ইয়াসির সেখ, নুর হোসেন বাদল,জাহিদুল ইসলাম বাচ্চু, সাইফুর রহমান জাহিদ, শামসুজ্জামান হীরা, তৈয়বুর রহমান তপু, পলাশ মোল্লা, ওহিদুজ্জামান রনি, কামরুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, কবির গাজী, ইদ্রিস হোসেন সোহান, আলাউদ্দিন জমাদ্দার, রিপন শেখ, নুর আলম নুরু, কালু সেখ প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন,বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক, তিনি জেড ফোর্স গঠন করে পাক হানাদারের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু করেণ, তিনি ৭৫ সালে এক দলীয় বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেণ, তিনি আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে বাস করেণ!
কোন প্রতিষ্ঠানের নামফলক থেকে নাম মুছে তাঁকে বাংলার মানুষের হৃদয় থেকে বিস্মৃত করা যাবে না।
আর শাসক দলের এহেন অপচেষ্টাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সারাদেশে প্রতিহত করবে বলে সভা থেকে নেতৃবৃন্দ অঙ্গীকার করেন।