ছবিতে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি

28

খুলনাঞ্চল রিপোর্ট

ট্টগ্রামের শস্যভান্ডারখ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিল। প্রায় তিন হাজার হেক্টর আয়তনের এ

বিলের ‘চারদিকে মৃদু বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে পাকা ধানের মৌ মৌ গন্ধ। পাকা

ধানের সুগন্ধের টানে বিলে আগমন শত শত টিয়া পাখির। পাকা ধান খাওয়ার জন্য বিলের

উপর ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে। আর তাদের কিচিরমিচির শব্দ এবং সারি বেঁধে উড়ে

বেড়ানো এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। গুমাই বিলের নিদারুণ সুন্দর

দৃশ্যে নজর কাড়ছে এলাকাবাসীর।

ছবি : পিবিএ