সারা খুলনা অঞ্চলের খবর

17
Spread the love

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনতার মহান স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ভাস্কর্য নির্মাণের বিরোধীতার নামে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বি এন পি, জামাতের মদদপুষ্ঠ ধর্মীয় লেবাসধারী কতিপয় ব্যাক্তি জনমনে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীত বিনষ্টের লক্ষ্যে ষড়যন্ত্রকারী উগ্র ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দেশবব্যাপী প্রতিবাদ মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে গতকাল (২৯ নভেম্বর) রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত খুুলনা প্রেস ক্লাব’র বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে মৌলবাদী জঙ্গি ধর্মব্যবসায়ী  ও অপব্যখ্যাকারী ফতোয়াবাজদের চিহ্নিত করে আইনের আওত্বায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সংগঠনের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলী’র সভাপতিত্বে ও সদস্য সচিব এম.এ. নাসিম’র পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সী মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড.এ মাহামুদ ডন, মফিদুল ইসলাম টুটল, এস এম আসাদুজ্জামান রাসেল, কাজী কামাল, মিজানুর রহমান জিয়া, মোঃ ইদ্রিস আলী, মোঃ মাসুম বিল্লাহ, মোঃজিলহজ্জ হাওলাদার, আহম্মেদ ইব্রাহীম ফিরোজ তন্ময়, কাজী রিয়াদ সুমন, মামুনুর রশীদ মাসুম, মোঃ কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কামাল, গাজী মোফাজ্জেল হোসেন, আশরাফুল আলম বাবু, এইচ এম হোসেনুজ্জামান হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, ইসমাইল হোসেন ইমন, শফিকুল ইসলাম অভি, শেখ রুম্মান, শেখ রায়হান উদ্দীন, লিমন মোর্শেদ, মোঃ আমিরুল ইসলাম বাবু, সোহেল মিয়া, শেখ জাহিদুল ইসলাম টুলু, শেখ রাসেদ, হাফেজ আশিকুর রহলান, সুমন দত্ত, মোঃ মিলন, মোস্তফা কামাল, ইকবাল হোসেন, শেখ সাহিদ, ইমরান হোসেন, মোঃ টুটুল, ময়না গাজী, নাসির হোসেন, মুন্সী শামিম, মনিরুল ইসলাম, মোঃ আঃ গফ্ফার, মোঃ রফিক’সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীর অথনৈতিক উপদেষ্টা ডঃ মসিউর রহমান ও তার সহধর্মিনী রওশন রহমান ইভা এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত) সাবেক সংসদ সদস্য বি.এম মোজাম্মেল হকের সহধর্মিনী শিক্ষাবিদ মাহফুজা হুসাইন এর দ্রুত সুস্থ্যতা কামনায় খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, আওয়ামীলীগ নেতা মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, জোবায়ের আহম্মেদ খান জবা, এ্যাড. নবকুমার চক্রবর্তী, রফিকুর রহমান রিপন, অধ্যাপক মিজানুর রহমান, এ্যাড. শাহ আলম, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, এ্যাড. তারিক হাসান মিন্টু, মালিক সরোয়ার উদ্দিন, জয়ন্তি রানী মন্ডল, অসিত বরণ বিশ্বাস, খালেদীন রশিদী সুকর্ন, জি,এম মহসিন রেজা, ফ,ম অহিদুল ইসলাম, সরদার আবুল কাশেম ডাবলু, কে,এম আলমগীর হোসেন, মানিকুজ্জামান অশোক, হাজী খান সাইফুল ইসলাম, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, জামিল খান, মৃনাল বিশ্বাস, মোঃ খায়রুল আলম, মোজাফ্ফার মোল্লা, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, রেজাউল করিম রেজা, অমিয় অধিকারী, মোঃ ইমরান হোসেন, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, বাধন হালদার, সাবিনা ইয়াসমিন, শাহিদা ইয়াসমিন, রাফেল হোসেন বাবু, আবু আহাদ হাফিজ বাবু, মোঃ খায়রুল বাশার, সাইফুল ইসলাম সাইফ, মামুন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওঃ শাহেদ হোসাইন।

বিঃদ্রঃ- আগামীকাল ৩০ শে নভেম্বর, রোজ- সোমবার বাদ মাগরিব খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের যথাসময়ে দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

খুলনা মহানগর যুব ইউনিয়নের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

রবিবার সন্ধ্যা ৬টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা মহানগর যুব ইউনিয়নের উদ্যোগে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি পালনে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জামসেদ হাসান জিকু, উজ্জ্বল বিশ্বাস, রামপ্রসাদ রায় প্রমুখ। সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপের লক্ষণ দেখা দিচ্ছে বিধায় এখনই সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে জনগণকে সচেতন করা যাবে না। আইন প্রয়োগের আগে শহরের পাড়া-মহল্লা, গ্রামে-গঞ্জে ব্যাপক প্রচার-প্রচারণাসহ করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজারসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করতে হবে।

রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় সোনাডাঙ্গা থানা আ’লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের সহধর্মিনী, শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি, শেখ সোহেল উদ্দিন, শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু’র মা, শেখ সারহান নাসের তন্ময় এমপি’র দাদি শেখ রাজিয়া নাসের স্মরণে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, আবুল কালাম আজাদ কামাল, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যা. আলমগীর কবির, জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, শেখ সৈয়দ আলী, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর শেখ মো. গাউসুল আযম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর মো. আনিসুর রহমান বিশ^াষ, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আকিল উদ্দিন, মো. আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, আব্দুল কাইয়ুম গোরা, মোর্শেদ আহমেদ রিপন, এস এম রাজুল হাসান রাজু, কবির উদ্দিন বাবলু, টিএম আরিফ, শরীফ এনামুল কবীর, মো. মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, মো. কামরুজ্জামান, আলী আকবর মাতুব্বর, মো. রুহুল আমিন খান, মেহজামিন খান, তোতা মিয়া ব্যাপারি, খান হুমায়ূন কবীর, শিপন চৌধুরী, শাহাদাৎ হোসেন, মঈন খান সেলিম, খাজা মঈন উ্িদ্দন, ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, নাসরিন ইসলাম, মো. রাজ্জাক হোসেন, মোস্তাক আহমেদ টুটুল, মামুন উকিল, এস এম আসাদুজ্জামান রাসেল, মাহমুদুর রহমান রাজেস, আশফাকুর রহমান পলাশ, এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, রোজী ইসলাম নদী, সোহেল চৌধুরী, সবুর হোসেন, এ্যাড. জসিম উদ্দিন লিটন, নুরজাহান রুমি, সাবিয়া ইসলাম আঙ্গুর, সৈয়দা হেনা বেগম ওয়ার্ড সভাপতি মুন্সি আইয়ুব আলী, শেখ আব্দুল আজিজ, চ. ম. মুজিবর রহামন, শেখ মো; আবিদ উল্লাহ, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, মো. জাকির হোসেন, মীর মো. লিটন, সরদার আব্দুল হালিম, শেখ রুহুল আমিন।

স্মরণ সভা শেষে মরহুমা শেখ রিজিয়া নাসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয়ে কোরাআন খতম হয়।

সোনাডাঙ্গা থানা আ’লীগ নেতার স্ত্রী’র মৃত্যুতে আ’লীগের শোক

খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা মো. সুলতান আহমেদ খানের সহধর্মিনী রাজিয়া বেগম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……….. রাজেউন)। তিনি দীর্ঘদিন কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা রবিবার বাদ আসর সবুজবাগ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সুলতান আহমেদ খানের সহধমিনীর মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহত পরিবারের পাশে যান নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন। এবং ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। পরে নেতৃবৃন্দ সকল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অধ্যা. আলমগীর কবির, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, তসলিম আহমেদ আশা, টিএম আরিফ, পলাশ আহমেদ, শেখ জাহিদ হোসেন, মো. জাকির হাওলাদার, মো. মোক্তার হোসেন, রাজ্জাক হোসেন, আকবর আলী মাতুব্বর, এজাজ আহমেদ বাপ্পি, পারভেজ আহমেদ পলাশ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে মো. সুলতান আহমেদ খানের সহধর্মিনী রাজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

দিঘলিয়ায় অস্ত্রসহ আটক দুই

আসাদ, দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরি জানান গত শনিবার রাত আনুমানিক ১০ টায় গোপন সংবাদের ভিক্তিতে মাঝিরগাতী ফাড়ির ইনচার্জ এস আই মুজাহিদুল ইসলাম ও এ এস আই সোহেল রানার নেতৃত্বে মাঝিরগাতী সুইস গেট এলাকায়  অভিযান চালিয়ে সন্দেহ ভাজন দুইজনকে দেহ তল্লাসি করে দেশীয় তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেন। গ্রেফতার কৃতরা হল রবিউল ইসলাম(৩৫), পিতা-মৃত মোতালেব শেখ, সাং-দূর্জনীমহল(রুপসা) ও আরমান মোল্যা(৪০), পিতা-মৃত জাফর উদ্দিন মোল্যা, সাং-জুগীরহাটী(রুপসা)। এবিষয়ে দিঘলিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা হয়েছে। দিঘলিয়া থানা মামলা নং-১০, তাং-২৯/১১/২০২০ইং। উল্লেখ্য আসামী আরমানের নামে রুপসা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল দুপুরে তাদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

সাতক্ষীরায় খুন, ধর্ষন, আত্মহত্যা, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি, সংবাদ সম্মেলনে প্রকাশ : গত ১১ মাসে ২২৪ মানবাধিকার লঙ্ঘন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা জুড়ে চলতি বছর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অসহনীয় পর্যায়ে চলে গেছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন, ধর্ষন, হত্যা, আত্মহত্যা ঘটেছে অনেকগুলি। এসব বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে যেমন সচেতন হতে হবে তেমনি সুশীল সমাজকেও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রোববার সাতক্ষীরা শহরে একটি বেসরকারী সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। এসময় সদর উপজেলার পাথরঘাটা গ্রামের ধর্ষনের শিকার দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, এনজিও কর্মী মাধব দত্ত। এসময় তিনি চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরেন। এতে বলা হয়, জেলাব্যাপী নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৯৫টি, ধর্ষনের ঘটনা ঘটেছে ৯৭টি, ধর্ষন প্রচেষ্টার ঘটনা ঘটেছে ১১টি। এছাড়া হত্যার শিকার হয়েছেন নারী,পুরুষ ও শিশু মিলে ৩৮ জন। আত্মহত্যার হিসাব পাওয়া গেছে ৩৩টি। এসিড নিক্ষেপের ঘটনা ছিল ১টি, শিশু নির্যাতনের ঘটনা ছিল ৯টি, গুম ও অপহরনের ঘটনা ঘটে ৬টি। জোরপূর্বক সম্পদ দখলের ৩টি ঘটনা ঘটে এবং পাচারের ঘটনা ঘটে ১টি। সব মিলিয়ে সাতক্ষীরায় কমপক্ষে ২২৪টি মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা ঘটেছে। পুলিশ অবশ্য এসব বিষয়ে আইন প্রয়োগ করেছে। বহু আসামী ধরা পড়েছে। অনেক ঘটনার নেপথ্য রহস্য উদঘাটিত হয়েছে। এসবের পরও এ ধরনের ঘটনা কিছুতেই হ্রাস পাচ্ছে না। সংবাদ সম্মেলনে সাম্প্রতিককালে কলারোয়ায় একই পরিবারের দুই শিশুসহ ৪টি হত্যা, সাতক্ষীরা সদরে শিশু হৃদয় হত্যা, আশাশুনি ও ঝাউডাঙায় শিশু ও প্রতিবন্ধী ধর্ষন, শ্যামনগরে সাব্বিরকে বস্তায় ভরে হত্যার চেষ্টা, তালার বিউটির আত্মহত্যা, পাটকেলঘাটায় টুম্পার আত্মহত্যা, কলারোয়ার মোসলেম হত্যা, রাজনগরের পারভিন হত্যা এবং সর্বশেষ হাওয়ালখালির নৃশংস বাবা ও মা কর্তৃক তাদের ১৫ দিনের শিশু সোহান হত্যার ঘটনা সাতক্ষীরাবাসীকে নাড়া দিয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করা হয়। এসব তথ্য তুলে ধরে তিনি আরো বলেন, সাতক্ষীরায় এ বছরের করোনাকালে বাল্যবিবাহ অধিকমাত্রায় বৃদ্ধি পেয়েছে। আইনের তোয়াক্কা না করেই এক শ্রেনীর মানুষ সুযোগ বুঝে তাদের অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের বিয়ে দিচ্ছেন এমন বেশ কিছু ঘটনার সন্ধান পাওয়া গেছে। তিনি জানান, খুলনা বিভাগে বাল্যবিবাহের প্রবনতা বেশী। তার মধ্যে সাতক্ষীরা জেলার আলিপুরে এই সংখ্যা আরও বেশী বলে তথ্য পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে আগামী ৩০ নভেম্বর জেলা শহরে সাইকেল র‌্যালী, ১ ডিসেম্বর এইডস দিবস, ৩ ডিসেম্বর প্রতিবন্ধী দিবস এবং ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পালনের ঘোষনা দেওয়া হয়।

কপিলমুনিতে মোবাইল কোর্টে জরিমানা আদায়

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

মাস্ক ব্যবহার না করায় কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম রবিবার দুুপরে এ জরিমানা আদায় করেন। মাস্ক না পরে বাজারে আসা, মাস্ক না পরে দোকানে বসে কেনাবেচা করা ও যানবাহন চালানোর অপরাধে সর্বমোট ১ হাজার ১ ‘শ টাকা জরিমানা আদায় করেন আদালত। এসময় আদালতের পক্ষ থেকে জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘করোনাকালে মানুষকে সুস্থ্য রাখতে জেলা প্রশাসকের নির্দেশে মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্বারোপ ও  জরিমানা করা হয়।’

ইউনিয়ন পরিষদ অপারেশন এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালার সমাপনী

তথ্য বিবরণী

খুলনা জেলা প্রশাসনের ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্পের আওতায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের দুই দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অপারেশন এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। খুলনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে  রবিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ইউনিয়ন পরিষদে কর্মরত নবীন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের উদ্দেশ্যে বলেন, পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে জনসেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে নতুন যোগদানকৃত  কর্মচারীদের তিনি সংকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

ইএএলজি প্রকল্পের আর্থিক ও কারিগরি সহযোগিতায় খুলনা জেলার প্রকল্পভূক্ত ৩০টি ইউনিয়ন পরিষদের  হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। অনুুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএএলজি প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ ও আলোচনা সভা

তথ্য বিবরণী

কোভিড-১৯ দ্বিতীয় ধাক্কা মোকাবেলা এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা ও নিয়মিত ১০১৩তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদপত্র বিতরণ রবিবার দুপুরে খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস এর গভর্নর আল্লামা মুফতি রুহুল আমিন।

ইসলামিক ফাউন্ডেশেনর খুলনার বিভাগীয় পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সমাজসেবা কার্যালয়ের পরিচালক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন কাসেমী এবং জেলা জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা রফিকুল ইসলাম। স্বাগত জানান ইমাম প্রশিক্ষণ একাডেমির স্বাস্থ্য প্রশিক্ষক- কাম-মেডিকেল অফিসার ডাঃ আবুল কাশেম মুহম্মদ মুজতবা।

অতিথিরা বলেন, প্রশিক্ষণ মানুষকে উন্নত করে। সকল ক্ষেত্রে প্রশিক্ষণ থাকা প্রয়োজন। এই প্রশিক্ষণ নিয়ে নিজের ও সমাজের কল্যাণে লাগাতে  হবে। তাঁরা আরও বলেন, একটি মহৎ উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। এখান থেকে জাতি উপকৃত হচ্ছে। ইসলামে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক ব্যবহারে কঠোর নিদের্শনা দিয়েছেন। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। প্রতি ওয়াক্ত নামাজের আগে এবং শুক্রবার খুদবার সময়ে মাস্ক ব্যবহার সম্পর্কে মুসল্লীদের অবগত করানোর জন্য ইমামদের প্রতি অতিথিরা আহবান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে বিভিন্ন মসজিদের এক লাখের অধিক ইমাম প্রশিক্ষণ নিয়েছেন।

পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিভাগের আটটি জেলা এবং ঢাকা বিভাগের দুইটি জেলার মোট ৫০ ইমাম অংশগ্রহণ করেন।

বাগেরহাটে তিনমাস বয়সী শিশু অপহরণ ও হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মা-বাবার কোল থেকে তিনমাস বয়সী শিশু আব্দুলল্লাহ অপহরণ ও হত্যা মামলায় তিন আসামীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আাদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ৪৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম আসামীদের উপস্থিতিতে এই আদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার নিশান বাড়িয়া এলাকার মোয়াজ্জেম হোসেন হাওলাদারের ছেলে মোঃ হৃদয় ওরফে রাহাত হাওলাদার (২১), জসিম হাওলাদারের ছেলে মোঃ মহিউদ্দিন হাওলাদার (২২)  এবং মোঃ আব্দুর রশিদ হাওলাদারের ছেলে মোঃ ফয়জুল ইসলাম (২৯)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ মার্চ ভোর রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামে পিতা-মাতার শোবার ঘর থেকে তিন মাস বয়সী শিশু আব্দুল্লাহকে চুরি করে দুর্বৃত্তরা।ওই দিনই শিশুটির পিতা মোঃ সিরাজুল ইসলাম সোহাগ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে চুরিরসময় নেয়া আব্দুল্লাহর-র পিতা সোহাগ হাওলাদেরর মুঠোফোন থেকে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে দুর্বৃত্তরা।পরে আসামীদের চাওয়া অনুযায়ী সোহাগ ১০ লক্ষ টাকা দিলেও তারা শিশুটিকে ফেরত দেয়নি। ১৩ মার্চ মোঃ হৃদয় ওরফে রাহাত হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। পরে হৃদয়ের কথিত মতে ১৭ মার্চ দুপুরে মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা এলাকার একটি রাস্তার পাশে থাকা টয়েলেটের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে হৃদয়ের স্বীকারোক্তি অনুযায়ী আরও দুই আসামীকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে ২০২০ সালের ৯ মার্চ আদালতে চার্জ গঠন করা হয়। ২৫ জন সাক্ষির মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহন ও যুক্তি তর্ক শেষে আদালত এই রায় প্রদান করেন।

এই মামলার রাষ্ট্রীয় কৌসুলী রণজিৎ কুমার মন্ডল বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭ ধারায় আসামীদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তিন আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। এছাড়া দন্ডবিধি ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তিন আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। আমরা এই রায়ে খুশি হয়েছি। এদিকে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা ও মামলার বাদী মোঃ সিরাজুল ইসলাম সোহাগ। রায় শোনার পরে তিনি আইনজীবী, বিচারক, পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রায় ঘোষনার পরে মোঃ সিরাজুল ইসলাম সোহাগ সাংবাদিকদের বলেন, শুধু টাকার জন্য ওরা আমার সন্তানকে হত্যা করে। আমার সন্তানকে ফেরত পাওয়ার জন্য ওদের চাহিদা মত টাকাও দিয়েছিলাম তারপরও ওদের মন গলেনি। শেষ পর্যন্ত আমার কলিজার টুকরো সন্তানকে নির্দয়ভাবে মেরে ফেলল ওরা।আজকে আদালত যে রায় দিয়েছে তা এ ধরণের অপরাধীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি এই রায়ে খুব খুশি হয়েছি।

এই মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন শেখ মোঃ সাহিবুর রহমান সাহেব ও মোঃ এনামুল হোসেন।

বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা,ভাংচুর ও মালামাল লুট

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা,ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার চরকাঠি সাহাপাড়া গ্রামে। প্রতিপক্ষের হামলায় গুরুত্বর জখম হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন চরকাঠি সাহাপাড়া গ্রামের মৃত শৈশব লাল সাহার ছেলে বিপান্ত সাহা (৫০)। এতে আরো গুরুত্বর জখম হয়ে বাগেরহাট ও কচুয়া হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে চরকাঠি সাহাপাড়া গ্রামের আনন্দ কুমার সাহা (৭৫),রুপালী রানী সাহা (৪০) ও জ্যোসনা রানী সাহা (৩৫)।

অভিযোগে জানা যায়, চরকাঠি সাহাপাড়া গ্রামের নরোত্তম সাহার ছেলে সুদেব কুমার সাহা(৫০)সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে আদালতের নির্দেশনা না মেনে চরকাঠি সাহাপাড়া নরোত্তম সাহার ছেলে সুদেব কুমার সাহার নেতৃত্বে স্থানীয় মৃত সুচিত্র কুমার সাহার ছেলে সুবির কুমার সাহা (৩৮), সুদেব কুমার সাহার ছেলে সুমন কুমার সাহা (২৫),নিলকন্ঠ সাহার ছেলে সুদেব সাহা (২০)সহ আরোও ৪/৫ জনকে সাথে নিয়ে  বিরোধপূর্ন জায়গায় ঘর বাড়ি উচ্ছেদ করতে আসে। এতে সুদেব কুমার সাহা(৫০) ও তার পরিবারের লোকজন বাধা প্রদান করলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বিপান্ত সাহা (৫০)সহ আনন্দ কুমার সাহা (৭৫),রুপালী রানী সাহা (৪০) ও জ্যোসনা রানী সাহা (৩৫)গুরুত্ব জখম হয়। হামলাকারীরা ঘর-বাড়ি ভাংচুর, ঘরের মালামাল লুট ও মুরগীর ফার্মের প্রায় দুই শতাধিক মুর্গি লুট করে নিয়ে যায়। এতে আহত সুদেব কুমার সাহাসহ পরিবারের লোকজনকে উদ্ধার করে স্থানীয়রা কচুয়া সদর হাসপাতাল পাঠায় এতে বিপান্ত সাহার অবস্থার বেশি অবনতি হলে তাকে বাগেরহাট সদর পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

যশোর সদর উপজেলার ১৮ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হচ্ছে

বেনাপোল প্রতিনিধি

যশোর সদর উপজেলার ১৮ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হচ্ছে। এ কাজে ব্যয় হচ্ছে দেড় কোটি টাকা। উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম এ সব তথ্য জানান।

শিক্ষা অফিস সূত্র জানায়, যশোর সদরের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শ্রেণিকক্ষ সংকট দুর করতে  চলতি বছরের  ফেব্রুয়ারি ও মার্চ মাস থেকে নতুন ভবন নির্মাণ শুরু হয়েছে। কোন বিদ্যালয়ে তিন কক্ষ আবার কোনটি ছয় কক্ষ বিশিষ্ট ভবন নির্মিত হচ্ছে। ইতোমধ্যে নিমতলি ও এসএমবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষে প্রধান শিক্ষকের কাছে ভবন বুঝে দেয়া হয়েছে।

নির্মাণ কাজ চলমান আছে হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামালপুর খরিচা ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসএমবি সরকারি প্রাথমিক বিদ্যালয়,নাজির শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নারাঙ্গালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম জানান, আগে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের চাহিদা ও সমস্যার তথ্য সঠিকভাবে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠানো হয়নি। এ কারণে বিদ্যালয়গুলো উন্নয়নমূলক কর্মকা- থেকে বঞ্চিত ছিল। বর্তমানে এসব তথ্য সঠিকভাবে অধিদফতরে পাঠানো হচ্ছে। এ কারণে বেশি বেশি উন্নয়ন হচ্ছে।

মোংলায় কোভিড-১৯ ভাইরাসের সচেতনতা ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় কোভিড-১৯ ভাইরাসের সচেতনতা ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কারিতাস আয়োজিত এ প্রশিক্ষণে সেন্ট পলস হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন ডা: শেখ সিরাজুল ইসলাম। পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট পলস হাসপাতালের চেয়ারম্যান ফাদার দানিয়েল মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট পলস হাসপাতাল ইনচার্জ সিস্টার অনিসা, ব্রাদার বিকাশ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: আলাউদ্দিন, কারিতাস’র খুলনা অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা (স্বাস্থ্য বিভাগ) রশিদা বেগম ও মাঠ কর্মকর্তা রেবেকা ¯িœগ্ধা বাড়ৈ।

দেড় বছর পর দেশে ফিরল ৪ বাংলাদেশি যুবতি

বেনাপোল প্রতিনিধি

দেড় বছর আগে ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশি যুবতীকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পু্লশি।

রবিবার (২৯ নভেম্বর ) দুপুরে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন আনুষ্ঠানিক ভাবে। ফেরত আসারা হলেন,আসমা আক্তার (২০),সোনিয়া আক্তার (১৯),লিজা শেখ (১৮) ও জেসমিন আক্তার ২০)। এদের বাড়ি দেশের নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায়। জানা গেছে, অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে দেড় বছর আগে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। ভারতের গোয়ায় বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। পরে সেখান থেকে এ আর জেড নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ের আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ৪ জন বাংলাদেশি যুবতী ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দিয়েছি।সেখান থেকে যশোর জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহন করে পরিবারের কাছে হস্তান্তর করবেন ।

যবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলন

এ বিশ্ববিদ্যালয় ল্যাব গবেষণায় অনেক এগিয়ে গেছে : ইউসিজি চেয়ারম্যান

কেএম রফিক,যশোর

দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগ। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাটেরিয়ালস, এনার্জি, এনভায়রনমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং-২০২০’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউসিজি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। রোববার সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে বিশ^বিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের আয়োজনে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈশি^ক মহামারীর কারণে অনেকে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালি এবং অনেকে স্বশরীরে অংশ নেন। দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ৩০ নভেম্বর।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইউসিজির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, শিক্ষা এবং গবেষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ল্যাব গবেষণায় এ বিশ^বিদ্যালয় অনেক এগিয়ে গেছে। তিনি বলেন, সৌরশক্তি বিষয়ক গবেষণা ভবিষ্যত প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এ বিষয়ে গবেষণার মাধ্যমে আরও উন্নয়ন ত্বরান্বিত করবেন বলে বিশ^াস করি।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণায় এগিয়ে যাচ্ছে। সর্বোচ্চ ইম্প্যাক্ট ফ্যাক্টর অর্জনের মাধ্যমে ইতোমধ্যে তাঁরা এর প্রমাণও রেখেছে। করোনা মহামারীর মধ্যেও এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করায় কেমিকৌশল বিভাগ এবং অন্যন্যা সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

যবিপ্রবির কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনেও মূল বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাঙ্গের অধ্যাপক ড. মাকসুদুর রহমান খান, মালয়েশিয়ার ইউনিভার্সিটি তেনেগা ন্যাশনাল শিলানগড়ের অধ্যাপক ড. নওশাদ আমিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, যবিপ্রবির অধ্যাপক ড. আমিনুর রহমান প্রমুখ। সম্মেলনে ডিনস কমিটির আহ্বায়ক ড. মোঃ নাসিম রেজা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. এ এস এম মুজাজিদুল হক, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ^াস, ড. এস এম নূর আলম মনি, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অছিকুর রহমান। সম্মেলন পরিচালনা করেন কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া আক্তার সুমি।

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। রোববার সকালে হরিনাকুন্ডু উপজেলার পারমথুরাপুর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাক্টর চালক টুলু হোসেন ও মোটর সাইকেল চালক শাকিল হোসেন।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, রোববার সকালে ঝিনাইদহ-হরিনাকুন্ডু সড়কের মথুরাপুর ব্রীজ এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক্টরটি উল্টে চালক টুলু হোসেন ঘটনাস্থলে চাপা পড়ে মারা যায়। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক শাকিল হোসেন ট্রাক্টরের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। হাসপাতালে নেওয়ার পথে পতিমধ্যেই শাকিল হোসেন মারা যায়। নিহতরা হলেন, হরিনাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের হুমায়ুন আলীর ছেলে ট্রাক্টর চালক টুলু হোসেন ও পাশ্ববর্তী চাদপুর গ্রামের আজিজুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক শাকিল হোসেন ।

ধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় দেড় যুগ আগে ধর্ষণের শিকার হওয়া বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর খোঁজ নিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। শনিবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে যান তিনি। সেসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধর্ষণের শিকার ওই নারীর হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। ঘোষণা দেন পাশে থাকার, ধর্ষণের সেই মামলার সুষ্ঠু বিচার প্রক্রিয়া শুরু করারও আশ্বাস দেন তিনি। এসময় নির্যাতনের শিকার নারী, স্বামী ও তার পুত্রসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

২০০২ সালে ২৮ আগস্ট সোমবার রাত ২টার দিকে ধর্ষণের শিকার হন ওই নারী। অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে ভর্তি হন সাতক্ষীরা সদর হাসপাতালে। দেশব্যাপী সমালোচিত ওই ঘটনায় ধর্ষণের শিকার নারীকে দেখতে ও খোঁজ নিতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা আসেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ঢাকা ফেরার পথে সেদিন কলারোয়া তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খোঁজখবর ও শুভেচ্ছা উপহার দিতে এসেছি’ উল্লেখ করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, ‘২০০২ সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা উনাকে দেখতে এসেছিলেন। তখন বিএনপি এবং এখানকার সন্ত্রাসী বাহিনী দ্বারা আক্রান্ত হন তিনি। তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। এখানকার জনগণই তাকে বাঁচিয়েছিলেন। আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে বাঁচিয়েছিলেন। সেজন্য আজকে আমরা আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। তিনি নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীর খোঁজ নিতে বলেছেন। পাশাপাশি সে কী অবস্থায় আছে, তার মামলা কী অবস্থায় আছে এই সব কিছুর খোঁজ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেড় যুগ আগে ঘটে যাওয়া ধর্ষণ মামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে আমরা খবর পেয়েছি এটা হাইকোর্টে পেন্ডিং আছে এবং হাইকোর্টে আমরা যাওয়ার পরে মামলাটি তুলে যাতে ধর্ষকদের কঠোর বিচার হয় সেই চেষ্টা চালাবো। আর আপনারা জানেন যে, তৎকালীন বিএনপি সরকারের ইন্ধনে এই মামলটি নষ্ট হয়ে গিয়েছিল এবং সেই মামলটি যাতে সঠিক পথে আবার চালু হয় সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ।’ এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মোহাম্মাদ হোসেন, সাতক্ষীরা জর্জ কোটের পিপি আব্দুল লতিফ প্রমুখ।

খুনের দুই দিনের মধ্যেই রহস্য উদঘাটন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়ায় বৃদ্ধ কৃষক মোসলেম উদ্দীন (৬৫)-কে গলাকেটে হত্যা ও সদর উপজেলার হাওয়ালখালিতে ১৫দিন বয়সী শিশু সোহান হোসেনকে হত্যার পর মরদেহ সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়ার ঘটনার রহস্য উন্মোচন হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তার দফতরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এই তথ্য জানান তিনি। পুলিশ সুপার বলেন, ‘দুটি পৃথক হত্যাকা-ের রহস্য উন্মোচন করতে ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের সময় লেগেছে ৪০-৪৮ ঘণ্টা। তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে অতি দ্রুততম সময়ের মধ্যে পুলিশ ঘাতকদের শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।’ পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘২৪ নভেম্বর রাতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শ্বশুর মোসলেম উদ্দীন (৬৫)-কে গলাকেটে হত্যা করে জামাই মাদ্রাসা শিক্ষক আবুল কালাম আজাদ (৩৯)। হত্যার পর ঘাতক জামাই আবুল কালাম ও তার সহযোগী হাবিব ইসলাম (১৯) চোরাই পথে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় ২৭ নভেম্বর বিকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে খুনের রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেফতা ও হত্যায় ব্যবহৃত ছুরি, হ্যান্ডগ্লাভস, জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করে। হত্যাকারী আবুল কালাম নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা। সে দেয়াড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে। তার দেওয়া তথ্য মতে, শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে নিহত মোসলেম উদ্দিনের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকা-ে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড-গ্লাভস উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ২৬ নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের সোহাগ হোসেন ও তার স্ত্রী ফতেমা খাতুন পরিকল্পিতভাবে ১৫ দিন আগে জন্ম নেওয়া তাদেরই সন্তান শিশু সোহানকে হত্যা করে। জন্মের পর শিশুটি হার্ট, ব্রেন ও অ্যাজমা সমস্যায় ভুগতে থাকায় তাকে পরিকল্পিতভাবে স্বামী-স্ত্রী মিলে হত্যা করে লাশ বাড়ির সামনে সেফটি ট্যাঙ্কে ফেলে মায়ের পাশ থেকে শিশু চুরি হয়েছে বলে প্রচার দেয়। শিশু সোহান চুরি হয়েছে বলে শুক্রবার দুপুরে সোহাগ হোসেন সাতক্ষীরা সদর থানায় ডায়েরি করেন। পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীনের নেতৃত্বে সদর থানার পুলিশ যৌথভাবে অনুসন্ধান চালিয়ে ৪০ ঘণ্টার মধ্যে শিশু হত্যার রহস্য উন্মোচন করে ঘাতকদের গ্রেফতার করতে সক্ষম হয়। দারিদ্র্য ও শিশুটির অসুস্থতাকে হত্যার কারণ বলে আটক সোহাগ ও ফতেমার উদ্ধৃতি দিয়ে জানান পুলিশ সুপার।

রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল   

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ভ্রাতা শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও  শেখ হেলাল উদ্দিন এমপি’র মাতা মহীয়সী নারী শেখ রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় শিরোমণি বাজার ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে ২৯ নভেম্বর রবিবার এশা বাদ শিরোমণি বাজার কেডিএ মার্কেট চত্ত্বরে স্মরণসভা ও দোয়াা মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল ওহাব এর সভাপতিত্বে কমিটির আহবায়ক মোঃ আজাদ সরদার ও সদস্য সচিব শেখ সামসুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আকতার হোসেন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, কাজী আজাদুর রহমান হিরোক, মুফতি আব্দুল জব্বার, মোল্যা আব্দুস সাত্তার,ইউপি সদস্য হুমায়ুন কবির, শেখ রুহুল আমিন,এনামুল হক লিটন, শেখ শাহিন রহমান, খন্দকার মুক্ত আহম্মেদ,  শেখ আব্দুল হামিদ, শেখ হাবিবুর রহমান,কাজী মঈনূল কবির, কাজী মনিরুল ইসলাম প্রিন্স, মোঃ শাহিনুর রহমান, শেখ নুর ইসলাম, মোঃ জালাল হোসেন, আনিসুর রহমান, মীর আঃ রউফ, মোঃ আরিফ হোসেন,শেখ শাহিদ হোসেন, মিয়া খলিলুর রহমান, মোঃ বিপ্লব হোসেন, হাবিবুর রহমান মিন্টু,শেখ শহিদুল্লাহ,শেখ ফরিদ হোসেন,শেখ লাভলু, গাজী জাকির হোসেন সানি, শেখ আব্দুল ওহাব, সরদার খোরশেদ, আঃ রাজ্জাক, আঃ হামিদ, শেখ জলিল, শেখ মঈন, মান্দার মল্লিক, শেখ আসাদুজ্জামানসহ খানজাহান আলী থানা এলাকার সকল সাংবাদিকবৃন্দ। স্মরণসভা  শেষে রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওঃ আতাউর রহমান।

ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা গতকাল রবিবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী খুলনা-৫ আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ। আলহাজ্ব খান নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। আছফার হোসেন জোয়াদ্দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার আবু সাঈদ, শেখ নাজিবুর রহমান, দপ্তর সম্পাদক খান আবু বক্কার, সাবেক চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা সোহেল রানা, উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, আব্দুস সালাম মাঝি, মাসুদ রানা নান্টু, জামিল আক্তার লেলিন, খান নজরুল ইসলাম, আসলাম খান, গফ্ফার জোয়াদ্দার, শিমু আক্তার, শেখ ইকবাল হোসেন, খান আবুল বাসার প্রমুখ। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় নারায়ণ চন্দ বলেন, সকলকে ঐক্যবদ্ধভাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজ করতে হবে। তিনি প্রতিটি ওয়ার্ডে বর্ধিত সভার মাধ্যমে দলকে গতিশীল করারও তাগিদ দেন।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গতকাল রবিবার সকাল ১১ টায় আরাজি ডুমুরিয়া মোড়লপাড়া মসজিদে রহমান মোড়লের মায়ের জানাজায় অংশ গ্রহন করেন। বিকেলে সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তৃতা করেন। ঈশাবাদ দক্ষিণ ডুমুরিয়া বিশ্বাসবাড়ি জামে মসজিদে ওলামাদের সংগঠন তাবলিগ জামায়াতের মাসিক জোড়ের ইউনিয়ন মাশোয়ারায় আগত মুছাল্লেিদর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাত ৮ টায় মির্জাপুরে সত্য ধর্মের মাসিক উৎসবের শেষ দিনে ধর্মীয় আলোচনায় অংশ গ্রহন করেন। রাতে রাশ পূর্ণিমা উপলক্ষে মির্জাপুর মঠে অধিবাসে অংশ গ্রহন করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লুৎফর রহমান মোড়ল, মোজাম্মেল হক মোহন, জাহাঙ্গীর মোড়ল, আব্দুল্লাহ মোড়ল, বাধন মন্ডল প্রমুখ। এছাড়া তিনি সকালে দক্ষিন ডুমুরিয়ার ঢালী বাড়ি, শেখবাড়ি, মোড়লবাড়ি, গাছীবাড়ির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

দেবহাটায় মুজিববর্ষ উপলক্ষ্যে “ক” শ্রেনীর পরিবারকে বাসগৃহ নির্মানে কাজ চলমান

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে “ক” শ্রেনীর পরিবারকে পূর্নবাসনে “দূর্যোগ সহনীয় গৃহ নির্মান” এর লক্ষ্যে কাজ চলমান রয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাছলিমা আক্তার দেবহাটা উপজেলায় যোগদান পরবর্তী গৃহ নির্মানের লক্ষ্যে সকল কাজ শুরু করে দিয়েছেন। গত কয়েকদিন ধরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাছলিমা আক্তার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশারসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও তহশীলদারকে নিয়ে সরেজমিনে পরিদর্শন করে সরকারের খাস জমি উদ্ধার ও সঠিক ভূমিহীন পরিবারকে নির্বাচনের জন্য কাজ করছেন। সংশ্লিষ্ট সূত্র মতে জানা গেছে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে গত ১০ অক্টোবর ২০২০ ইং তারিখে  ৫১.০১.০০০০.০১১.১৪.১৭৩.২০.২৮৯ নং স্মারকে মুজিব শতবর্ষে ভূমিহীন “ক” শ্রেনীর ২০,৩৭৩ টি পরিবার পূর্নবাসনে দূর্যোগ সহনীয় গৃহ নির্মানে চলতি ২০২০-২১ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংষ্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় নগদ অর্থ বরাদ্দ প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রেরন করে। সেই পত্রের সূত্র ধরে সাতক্ষীরা জেলা প্রশাসকের ত্রান ও পূর্নবাসন শাখা থেকে গত ৩১ অক্টোবর ২০২০ ইং তারিখে ০৫.৪৪.৮৭০০.০২০.১৪.০১৪.২০.২০ নং স্মারকে মুজিব শতবর্ষে ভূমিহীন “ক” শ্রেনীর ৭৯৮ পরিবার পূর্নবাসনে দূর্যোগ সহনীয় গৃহ নির্মানে চলতি ২০২০-২১ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় নগদ অর্থ বরাদ্দের বিপরীতে উপকারভোগীগনের নামের তালিকা দাখিলের জন্য উপজেলাভিত্তিক সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রেরন করে। পরে গত ১৭ অক্টোবর ২০২০ ইং তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের ত্রান শাখা থেকে ০৫.৪৪.৮৭০০.০২০.১৪.০১৪.২০.২০.৭৯৬ নং স্মারকে মুজিব শতবর্ষে ভূমিহীন “ক” শ্রেনীর ৭৯৮ পরিবার পূর্নবাসনে দূর্যোগ সহনীয় গৃহ নির্মানে চলতি ২০২০-২১ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় নগদ অর্থ বরাদ্দ প্রদান করে দেবহাটা উপজেলার জন্য ১৯টি পরিবারকে উপকারভোগী নির্ধারন করে ৩২ লক্ষ ৪৯ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার দেয়া উপহার ভূমিহীন ও গৃহহীনদেরকে দূর্যোগ সহনীয় গৃহ নির্মানের লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে উল্লেখ করে জানান, উপজেলার সকল জায়গায় খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের জন্য গৃহ নির্মান করে দেবহাটাবাসীর কাছে পৌছানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে। প্রকৃত ভূমিহীনরা যাতে প্রধানমন্ত্রীর দেয়া এই উপহারটুকু পেতে পারে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে উল্লেখ করে ইউএনও জানান প্রতিটি ঘরের জন্য ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট দপ্তর খাস জমি উদ্ধারে কাজ করছে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী সঠিক নিয়মে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ভূমিহীনদেরকে গৃহ নির্মানে কাজ করা হচ্ছে।

আশাশুনির শীতলপুর কুলসুমিয়া এতিমখানা পরিদর্শনে ওসি গোলাম কবির

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শীতলপুর কুলসুমিয়া এতিমখানা পরিদর্শন ও মতবিনিময় করেছেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির। রবিবার দুপুর ১২ টার দিকে তিনি এতিমখানায় গমন করেন।

অসহায় গরীব ও মাতা-পিতা হারা এতিম ছেলেদের উন্নতমানের ভরণপোষণের মাধ্যমে এতিমখানা পরিচালনা করে আসছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আকরাম হোসেন। মাদরাসাটিতে ছেলেরা পবিত্র কোরআনের হেফজ (মুখস্ত) সহ ঈমান, আমল, সুশৃংখল ও দ্বীনি আকীদা সম্পন্ন মানুষ তৈরিতে দায়িত্ব আনজাম করা হচ্ছে। প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন, ওসি গোলাম কবির। এসময় তিনি মাদরাসা শিক্ষার্থীদের সাথে একান্তে কথা বলেন। তাদের মুখে পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাত শ্রবন বরেন। তিনি এতিমখানার সার্বিক অবস্থা সম্পর্কে খোজখবর নেন। একই সাথে ইসলাম ও পবিত্র কোরআন নাজিল হওয়ার পূর্বসূত্র, সানে নুজুল, সালাতসহ দ্বীনি আমল এবং সামাজিক ও নৈতিক শিক্ষার ব্যাপাওে কথা বলেন। এসময় এতিমখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ আকরাম হোসেন, সেক্রেটারী মনিরুজ্জামান মনি, প্রধান হাফেজ আছাদুল হক, হাফেজ আঃ গফুর, প্রতিষ্ঠাতার পুত্র তায়হান হোসেন তোহা প্রমুখ উপস্থিত ছিলেন।

হাড়ীভাঙ্গা বাজারে জমি ক্রয়ের দু’বছর পরও দখল না দেওয়ার অভিযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা সদরের হাড়ীভাঙ্গা নাটানা বাজারে রেজিঃ কোবলামূলে জমি ক্রয়ের পর প্রায় দু’বছর হতে চললেও ক্রেতাকে জমির দখল বুঝিয়ে না দেওয়ায় হয়রানী ও ক্ষতির মুখে পড়েছেন ক্রেতা। অনেক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে থানার স্মরণাপন্ন হয়েছে ক্রেতা রবীন্দ্র নাথ সরকার।

হাড়িভাঙ্গা গ্রামের সুশীল সরকারের পুত্র রবীন্দ্র নাথ সরকার নাটানা গ্রামের হাজারী লাল বিশ্বাসের পুত্র কিনু চরন বিশ্বাস এর নিকট থেকে হাড়ীভাঙ্গা মৌজায় আরএস ৩২ নং খতিয়ানে, আরএস ২১১৭ দাগে ৩২ শতক জমির মধ্যে ২ দশমিক ৩ এর ২ শতক জমি রেজিঃ কোবালা মূলে ক্রয় করেন। জমির মূল্য ৯ লক্ষ টাকা। জমি ক্রয়ের পর থেকে তিনি বিক্রেতার কাছে জমির দখল বুঝিয়ে দিতে যোগাযোগ কওে আসলেও তালবাহনা কওে আসছেন। সাথে সাথে তার (ক্রেতা) প্রাপ্য অংশে বিক্রেতার দু’পুত্র সন্তোষ ও তুলশী দোকান ঘর নির্মান কওে ভাড়া দিয়ে ভাড়ার টাকা ভোগ করছেন। এবং ক্রয়সূত্রে মালিককে হুমকী ও আস্ফালন করে যাচ্ছেন। গত ১৮ নভেম্বও রবীন্দ্র নাথ কয়েকজন আত্মীয়কে নিয়ে বিবাদীর বাড়িতে গেলে জমি দেবেনা বলে হাকিয়ে বের কওে দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। 

আশাশুনিতে জন প্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে প্রতিবন্ধীদর জন্য একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্প ফেজ-২ এর আওতায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের ষান্মাষিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় সদর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিআরআর’র সহযোগিতায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং সিবিএম এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। জেলা সমন্বয়কারী আবুল হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সমীর রায়, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজ, শাহীনুর ইসলাম, আনারুল, পারুল আক্তার, ইন্দ্রানী মন্ডল, মনিরুল, সিরাজুল, তারক প্রমুখ আলোচনা রাখেন।

শোভনালীতে কৃষকদের মাঝে ধানবীজ বিতরণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে কৃষকদেও মাঝে ধানবীজ বিতরণ করা হয়েছে। শনিবার ইউনিয়নের খলিসানীতে এ ধানবীজ বিতরণ করা হয়।

লবণ ও খরা সহনশীল ধানবীজ (ব্রিধান-৬৭) বিতরন অনুষ্ঠানে সভাপতিত ¡করেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মেনায়েম হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট ফোরাম সভাপতি মোহন্ত কুমার হালদার, খলিসানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হরিদাস বিশ্বাস ও লিডার্স সমন্বয়কারী রণজিৎ কুমার মন্ডল।

ডুমুরিয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন’র আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি অব্যাহত রয়েছে। এদিকে কর্মবিরতি থাকায় দারুন ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ।এছাড়া এটি অব্যাহত থাকলে স্বাস্থ্য খাতে ব্যাপক ধ্বস নামবে বলে মন্তব্য সুশীল সমাজের। কর্মসূচীর ৩য় দিনে গতকাল রবিবার দিনব্যাপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সামনে মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করে তারা। মানববন্ধনে স্বাস্থ্য পরিদর্শক এসকেএ রউফ তার বক্তব্যে বলেন,১৯৯৮ সালে তৎকালিন প্রধানমন্ত্রীর ঘোষনা,২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষনা ও ২০২০ সালের ২০ ফেব্রুয়ারী স্বাস্থ্যমন্ত্রী লিখিত প্রতিশ্রুতি-স্বাস্থ্য পরিদর্শক-১১,সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসনসহ টেকনেশিয়ন পদমর্যাদা না দেওয়া পর্যন্ত আমাদের কর্মবিরাতি অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন তাহেরুন্নাহার বেগম,মিথুন মন্ডল,শংকর সরকার,উত্তম কুমার সাহা,সরদার নুরুল ইসলাম,লুৎফুন্নেছা বেগম,সঞ্জয় বৈরাগী,প্রমিলা দাস,আবুল বাসার,আকতারুজ্জামান,শংকর কুমার মন্ডল।

ডুমুরিয়ায় ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে শোভনা ইউনিয়নে উত্তর চিংড়া নতুন মাঠ কমিটির আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৮লীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে আগত নামীদামী ৮টি হা-ডু-ডু দল অংশ গ্রহন করে। খেলায় ৩-০ গোলে কাঁঠালতলা দলে তৈয়বুর-আজিজ দল নওয়াপাড়ার কোটাপায়রা দলে উজির আলী লাটভাইকে পরাজিত করে শিরোপা অর্জন করে। বটিয়াঘাটা কাতিয়া নাংলা এলাকার মফিজুর হালদার ও চিংড়ার জিল্লুর রহমানের পরিচালনায় প্রতিযোগিতা শেষে পরিচালনা কমিটির আহবায়ক স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সভাপত্বিতে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। বক্তব্যদেন প্রধান অতিথি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার। স্বাগত বক্তব্যদেন ইউপি সদস্য শেখ আব্দুল কাদের। সভা শেষে বিজয়ীদের মাঝে ১ম পুরস্কার একটি এঁড়ে গরু ও ২য় পুরস্কার একটি ফ্রিজ বিতরন করা হয়।

ফুলতলায় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা

ফুলতলা প্রতিনিধি

পণ্যে পাটজাত মোড়কের ব্যাপক ব্যবহার আইন-২০১০ এর প্রয়োগ ও বাস্তবায়নে এক মতবিনিময় ও উদ্ভুদ্ধকরণ সভা রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক রাধেশ্যাম নাথ, খুলনা জেলার মুখ্য পরিদর্শক সরজীৎ সরকার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৌলতপুরের মুখ্য পরিদর্শক এম আক্তার হোসেন ও মুজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

নওয়াপাড়া সম্পাদক আসলাম হোসেনের সুস্থতা কামনায় ফুলতলা সাংবাদিকবৃন্দের বিবৃতি

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আসলাম হোসেন এর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব ফুলতলার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী রাজু, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন, রুমোন হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, শেখ শামীম হোসেন, ইমরানুর রহমান বিপ্লব, জসিম ফারাজি, অনুপ বিশ্বাস, বিল্লাল হোসেন প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সেক্রেটারী প্রভাষক মাজহারুল ইসলাম, শেখ ওসমান কবির, মোঃ কামরুজ্জামান, রমজান মাহমুদ অরণ্য, কবি সহিদুল ইসলাম প্রমুখ।

ফুলতলায় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

পণ্যে পাটজাত মোড়কের ব্যাপক ব্যবহার আইন-২০১০ এর প্রয়োগ ও বাস্তবায়নে এক মতবিনিময় ও উদ্ভুদ্ধকরণ সভা রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক রাধেশ্যাম নাথ, খুলনা জেলার মুখ্য পরিদর্শক সরজীৎ সরকার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৌলতপুরের মুখ্য পরিদর্শক এম আক্তার হোসেন ও মুজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

কেশবপুরে নিজ জমিতে বাড়ি নির্মাণে প্রতিপক্ষের বাধা ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে টিপু সুলতান নামে এক ব্যক্তি তার ক্রয়কৃত জমির উপর বাড়ি তৈরির কাজ শুরু করলে ওই জমি প্রতিপক্ষরা দাবি করে আসার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। রোববার সকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে টিপু সুলতান বলেন, উপজেলার বায়সা গ্রামের মৃত নওয়ার আলীর ছেলে মোহাম্মদ আলী গাজী, মো: ইব্রাহিম গাজী, মো: শামসুর রহমান গাজী, মো: রফিকুল ইসলাম গাজী ও মেয়ে মোছা: আমেনা বেগম এলাকার ও বহিরাগত কিছু সন্ত্রাসী এবং কুচক্রী মহলের সহায়তায় দীর্ঘদিন ধরে ২৯ নম্বর বায়সা মৌজার সি.এস খতিয়ান ৮৪৮, সি.এস দাগ- ৯৪৯, ৯৫০, ৯৫২, এস.এ খতিয়ান ৭১০, এস.এ দাগ- ৯৪৯, ৯৫০, ৯৫২, আর.এস খতিয়ান ২৭৩, আর.এস দাগ-১০২৫ মোট ৪৪ শতক জমি নিজেদের দাবি করে আসছে। প্রকৃতপক্ষে উক্ত দাগ ও খতিয়ানের ৪৪ শতক জমির মধ্যে কবিরুল ইসলামের ৯ শতক এবং তার ও স্ত্রী শিউলী খাতুনের ৫ শতক, ইউনুচ আলী মোড়লের ৭ দশমিক ৩৪ শতক, মমতা রানী গং’র ৭ শতক, মতলেব গাজীর ৫ শতক, আব্দুল করিম খাঁর ৪ শতক, শহিদুল ইসলামের ৬ শতক এবং রাস্তা শূন্য দশমিক ৬৬ শতক জমি ক্রয় সূত্রে মালিক হওয়ায় সকলে যে যার অংশ দখলে নিয়ে নামপত্তনও করে নিয়েছে। এই জমির মধ্যে পাকা বাড়ি তৈরি, ফসল উৎপাদনসহ অন্যান্য কার্যক্রম চলছে। বিপত্তি ঘটে তাদের অংশে বাড়ি নির্মাণের সময়। মোহাম্মদ আলী গাজীর হুকুমে তার ছেলে শাহিন গাজী স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে তাদের অংশে বাড়ি নির্মাণের বাঁধা প্রদান করে আসছে। এছাড়া জমি ক্রয়ের পর থেকে তার ও কবিরুল ইসলামের উপর মোহাম্মদ আলী গাজী গং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো অব্যাহত রেখেছে। সঙ্গে সঙ্গে উক্ত জমির জালজালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ তৈরি করে ওই জমি নিজেদের দাবি করছে। এ সংক্রান্ত বিষয়ে ঘটনা উল্লেখ করে কেশবপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তারা। মোহাম্মদ আলী গাজী গংদের বিরুদ্ধে প্রতিবাদ করলে হয়রাণীমূলক মামলায় জড়িয়ে ক্ষতি করার চেষ্টায় লিপ্ত হওয়ায় ভুক্তভোগীরা তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আব্দুল করিম খাঁ, আয়ুব হোসেন, আব্দুল মাজিদ, আব্দুল করিম, ইউনূচ আলী, আব্দুল মজিদ খান, ও কবিরুল ইসলাম।

পূজা কমিটির নেতার মায়ের মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও মাদারীপুর জেলা দায়রা জজ নিতাই চন্দ্র সাহার মা কামনা বালা সাহা (৭৮)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হচ্ছেন বাজার কালিবাড়ি মন্দিরের সেবয়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জামান মিয়া স্বপন, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, সুব্রত হালদার তপা, বাজার পূজা কমিটির সভাপতি প্রদীপ সাহা মদন, সাধারণ সম্পাদক তরুন রায় শিবু, কোষাধ্যক্ষ প্রসিত সাহা, আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি বিকাশ সাহা মদন , সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, স্বপন সাহা, গোপাল সাহা, স্বপন সরকার, তপন সাহা, মনোরঞ্জন সাহা, অরবিন্দু সাহা, শরৎ মুন্ধাড়া, মুখেশ রাম, তোতন হালদার, আকাশ ব্যানার্জী, ইন্দ্রুিজৎ কুন্ডু গোপাল, রতন দেবনাথ, দিলীপ সাহনী, দিপ্রো দাস, শংকর ঘোষ, চিত্ত দাস, নারায়ন চন্দ্র সাহা, সুরেশ রাম, রুপন দে, ভবেশ সাহা, সৌরভ হাজরা, দিপ্ত সাহা ও  দিপু সাহা।

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন-২০২১ অনুষ্ঠিত: এরশাদ সভাপতি ও রুহুল সাধারণ সম্পাদক নির্বাচিত

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাহী প্রকৌশলী (তড়িৎ)হুসাইন মুহাম্মদ এরশাদ এবং সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মোঃ রুহুল আমিন নির্বাচিত হয়েছেন। ২৯ নভেম্বর রবিবার সকাল ০৯টা থেকে দুপুর ০১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনে স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে হীরামনি শাহীতাজ, সাংগঠনিক সম্পাদক পদে শেখ ওমর ফারুক, ট্রেজারার পদে শাহ্্ মোঃ শহীদুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ শিহাব উদ্দীন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে মনোজ কুমার মজুমদার, সদস্য পদে মোঃ মাহবুবুর রহমান, মোঃ আসাদুজ্জামান ও মোঃ জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী প্রদীপ কুমার দাস এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদা সুলতানা ও দিলীপ কুমার ভদ্র।

স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে তেরখাদা উপজেলা শাখার অবস্থান কর্মবিরতি পালন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্রান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্যা বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশনের অনির্দিষ্ট কালের কর্মবিরতি কর্মসুচি অনুযায়ী খুলনার তেরখাদা উপজেলা শাখা হেলথ্ এ্যাসিস্ট্যান্ট ও হেলথ্ ইন্সপেক্টর এসোসিয়েশন গতকাল রবিবার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন। স্বাস্ব্য পরিদর্শক মোঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন, সহকারী স্বাস্ব্য পরিদর্শক সুদিপ্ত কুমার বিশ^াস, মোস্তফা কামাল হোসেন, নজরুল ইসলাম, এ এ হাসিব টিটো, মোহায় মিনুল, মাজহারুল ইসলাম, মনোয়ারা বেগম, মধুমিতা বৈদ্য, মিরা রানী বিশ^াস. ডরপা মোনালিসা, রাখী বালা, বিনয় কুমার বিশ^াস, শান্তি লতা, নিলিমা রানী দাস, মোঃ জুয়েল রানা, নার্গিস আক্তার, নার্গিস খাতুন। উল্লেখ্য কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী গত ২৬ নভেম্বর থেকে অনিদিষ্ট কালের কর্মবিরতি পালন করে আসছে সংগঠনটি।

সাংবাদিক খলিলুর রহমান সুমনের মাতার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

সাংবাদিক খলিলুর রহমান সুমনের মাতা আয়শা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী গতকাল রবিবার আড়ংঘাটা থানাধীন তেলিগাতী দক্ষিণপাড়া নিজ বাসভবনে দিনব্যাপী কোরআনখানি,  দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে পালিত হয়।  জোহরবাদ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যোগিপোল ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর মাহফুজা বেগম, সাবেক মেম্বর শেখ ইকরাম হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটের সভাপতি শেখ বদর উদ্দিন, সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন, দৈনিক প্রবাহের সাইফুল্লাহ তারেক, প্রবাহের ৪নং ওয়ার্ড প্রতিনিধি আশিকুর রহমান, তেলিগাতী দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটির সাবেক সভাাপতি বাকিউল্লাহ ঢালী, মাওলানা ওলিউর রহমান, হাকিম মুন্সি, হাসিবুর রহমান উজ্জল, আরিফুর রহমান মন্টু, আওয়ামীলীগ নেত্রী সুফিয়া বেগম, বেবী ইউনিয়ন নেতা মোঃ খোকন মিয়া, মুকিম ঢালীসহ স্থানীয় গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মেীলভী সাইদুর রহমান শুকুর। উল্লেখ্য সাংবাদিক খলিলুর রহমান সুমনের মাতা আয়শা বেগম ২০১৫ সালের ১৯ নভেম্বর দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

নিজের পরিবার থেকেই নারী নির্যাতন বন্ধের সুসংস্কৃতি চালু করতে হবে

খবর বিজ্ঞপ্তি

দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরীন ময়না বলেছেন, নারী নির্যাতনমুক্ত সমাজ ও দেশ গড়ে তুলতে সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবারকে নির্যাতনের অপসংস্কৃতি থেকে মুক্ত করতে পারলে সমাজ থেকে নারী নির্যাতন দূর করা যাবে। নিজের পরিবার থেকেই আমরা নারী নির্যাতন বন্ধের সুসংস্কৃতি চালু করতে পারি। তিনি রোববার সকালে দিঘলিয়ার পথের বাজারস্থ এস এম মোস্তফা রশিদী সুজা মহিলা মহাবিদ্যালয়ে রূপান্তর-এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএইড, ইউকেএইড-এর সহায়তায় এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের টেকনিক্যাল সহায়তায় অনুষ্ঠিত এ সভায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম, দিঘলিয়া’র সদস্যবৃন্দসহ এ সভায় অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সভায় আরো বক্তৃতা করেন প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক নাজনীন আক্তারী, সদস্য সচিব শেখ মনিরুল ইসলাম, ইউপি সদস্য জ্যোৎ¯œা আহমেদ, ইউপি সদস্য রওশন আরা, হাফিজা খাতুন প্রমূখ। আলোচনা সভা শেষে পথের বাজারে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধন চলাকালে বক্তৃতা করেন প্লাটফর্মের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরীন ময়না, ইউপি সদস্য জ্যোৎ¯œা আহমেদ, ইউপি সদস্য রওশন আরা, হাফিজা খাতুন প্রমূখ।

পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। এ ছাড়া নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের জরুরী হটলাইন-এর তথ্য সম্বলিত দু’টি প্রচার বোর্ড স্থাপন করা হয় পথের বাজারের গুরুত্বপূর্ণ স্থানে।

ঝিনাইদহে প্রয়াত ভাষা সৈনিক মুসা মিয়া স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়া স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পৌর এলাকার বেড় গোপিনাথপুর গ্রামে বায়তুল লতিফ জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করে জাহেদী ফাউন্ডেশন। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন হযরত মাওলানা হাফেজ মুফতি আমির হামজা, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবুসহ অন্যান্যরা। পরে জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ প্রয়াত ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ ১১ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ ১১ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে শহরের পায়রা চত্ত্বরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্যপরিষদ ঝিনাইদহ জেলা শাখা এ আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্যপরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ শফি, সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, ফারহানা মুর্শিদা, সহ-সাধারন সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, অর্থ-সম্পাদক নার্গিস আক্তার, প্রচার সম্পাদক সালমা খাতুন, সদস্য কবির উদ্দিন, তোফাজ্জেল হোসেন, রেশমা রহমান, রিজভী আহমেদ ও আব্দুল হান্নান।

বক্তারা, প্রতিবন্ধীতা সম্পর্কিত সম্মিলিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান, স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধা প্রদান নিশ্চিত, সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান, সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ি বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ নিশ্চিত করা সহ ১১ দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেন। মানববন্ধনে জেলার ৬ উপজেলার সকল শিক্ষক কর্মচারীরা অংশ নেয়।

মোড়েলগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উপলক্ষ্যে রোববার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী লাকি বিশ^াস, প্রেগ্রাম অফিসার মো. নিজাম উদ্দিন, প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলশ শরীফ প্রমুখ। 

‘কমলা রঙের বিশে^ নারী, বাধার পথ দেবেই পাড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে উদ্ধোধনী দিনে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ‘আমি কোনদিন নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা করবনা’ বিষয়ে গণ স্বাক্ষর কর্মসূচি পালন করে।

মোড়েলগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

মোড়েলগঞ্জে রোববার আওয়ামী মৎস্যজীবী লীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্যজীবী লীগের অফিসে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগকে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী হিসাবে সম্মেলনের এক বছর পুর্তি উপলক্ষে দোয়া অনুষ্ঠানে উপজেলা সভাপতি মোঃ মুনসুর আলী শেখের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন শেখ, পৌর সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মল্লিক, উপজেলা সহ-সভাপতি মোঃ ইউনুস আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব শেখসহ ইউনিয়ন ও পৌর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা আওয়ামী মৎস্যজীবী লীগকে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের মর্যাদা প্রদান পূর্বক জাতীয় সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি উপহার দেওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।