যশোরে সাড়ে ৩ কেজি সোনার বার সহ ৩ পাচারকারিকে আটক করেছে বিজিবি

12
Spread the love

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারের সময় যশোরের বাহাদুরপুর বাজার থেকে আজ সোমবার দুপুরে সাড়ে ৩ কেজি ওজনের সোনার বার সহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক সোনার মূল্য ২ কেজি ৪১ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবি জানায়।

আটককৃত আসামীরা হচ্ছেন, রতন কুমার পোদ্দার (৪৫) মুন্সিগঞ্জ জেলার গোলাপরায় গ্রামের বিহারী পোদ্দারের ছেলে, প্রদীপ সাহা (৫০) ব্রাহ্মনবাড়িয়া জেলার মাঝিয়ারা গ্রামের মিন্টু সাহার ছেলে, পংকজ দত্ত (৪৮) ঢাকার গেন্ডারিয়া থানার সোভল দত্তের ছেলে ।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমান সোনারবার ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা যশোরের বাহাদুরপুর বাজারে বেনাপোলগামী ফেম পরিবহনে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি ওজনের ৩২ পিস সোনার বার সহ ৩ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের জিঞাসাবাদ শেষে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। আট

আটককৃতরা বিজিবির কাছে স্বীকার করেছে, তারা ফেম পরিবহনের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে। বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো। তবে বিজিবি সোনার মুল মালিক কে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচেছ।