মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক অভিযান চালিয়ে ডিবি পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েদা সংস্থার পরিচয় দিয়ে অভিনব কৌশলে ডাকাতি করা আন্তঃদেশীয় ডাকাত দলের মূল হোতাসহ ৩ দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে। তারা হলেন- রাজধানীর সাভার এলাকার জমির খানের ছেলে আরিফুল ইসলাম, নোয়াখালী জেলার কালামিয়ার গ্রামের তোফাজ্জেল হকের ছেলে খোকন মিয়া ওরফে জামাল মিয়া ও রাজবাড়ী সদরের কোলারহাট এলাকার আবদুর রবের ছেলে হারুন ওরফে বাবু মিয়া এসময় তাদের কাছে থাকা ডাকাতি কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ০২টি বিদেশি পিস্তল ও গুলি বার্মিজ টিপ চাকু, ডেগার, মাদকদ্রব্য , বাংলাদেশ সেনাবাহিনীর লোগো যুক্ত টি-শার্ট, স্পেশাল সিকিউরিটি কমান্ডো লোগো যুক্ত টি-শার্ট, ওয়াকি টকি, হ্যান্ড কাপ, নিরাপত্তা বাহিনীর বুট, র্যাব এর ব্যবহৃত ক্যাপ, নগদ টাকা ৯২,১৩৩/-, স্বর্ণালঙ্কার, একাধিক মোবাইল ফোন আটক করা হয়।
পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক দেয়া গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যমতে, বাংলাদেশে ২২ টি জেলায় গত তিন মাসে ডিবি পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার পরিচয় শতাধিক ছিনতাই ও ডাকাতি করেছে তারা। ডাকাত দলের সদস্যরা প্রায় প্রতিদিনই এক বা একাধিক জেলায় ছিনতাই ও ডাকাতির কর্ম করে আসছে। গত ১৫ দিনে ডাকাত দলের সদস্যরা কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ,পাবনা, রাজশাহী , বগুড়া, মানিকগঞ্জ, বরিশাল, ঢাকা জেলা সহ একাধিক জেলায় তাঁদের অপরাধ কর্মকা- পরিচালনা করে আসছেন। সোমবার (৩০ নভেম্বর) সকালে কুষ্টিয়া পুলিশ সুপারে কার্যালয়ের সম্মেলন এক প্রেস বিফ্রিংয়ে এমন তথ্য জানান পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আতিকুল ইসলাম আতিকসহ অন্যরা।
পুলিশ সুপার জানান, তারা কালো গাড়ি নিয়ে শহরে ঘুরত আর সুযোগ বুঝে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মানুষের সব কিছু লুটে নিত। তারা এ জেলার একটি উপজেলার সরকারি বাংলোতে রাত্রিযাপন করে মাদকসেবন করত। তাদের ধরতে কাজ করছিল পুলিশের একাধিক টিম। দীর্ঘদন কাজ করার পর অবশেষে তিন জনকে ধরা হয়েছে। কুষ্টিয়ায় তারা ৬টি ঘটনা ঘটিয়েছে। এ পর্যন্ত বিভিন্ন জেলায় তারা বহু অপকর্ম করেছে। তাদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের নির্দেশনায় ডিবি পুলিশ সকল সদস্যের নির্ঘুম ১৫টি রাতের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অভিযানের সফল সমাপ্তি ডাকাত দলের সদস্যদের আটক করতে সক্ষম হয়।