কালীগঞ্জ পৌর মেয়রের পিতার ইন্তেকাল

3
Spread the love

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফের পিতা অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আকবর আলী বিশ^াস (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজেউন)। শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারনে তিনি মধুগঞ্জ কাঠাল বাগান এলাকার নিজ বাস ভবনে মৃত্যুবরন করেন। তিনি চাকুরী থেকে ২০০১ সালে অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার পবিত্র আছর নামাজের পর সরকারী ভূষন হাইস্কুল ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, সাবেক মেয়র উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, ইউপি চেয়ারম্যান,পৌর সভার কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী. গনমাধ্যমকর্মীসহ স্থানীয় সুধীজনেরা অংশগ্রহন করেন।