বিদেশী খেলোয়াড় আধিক্যে ছিটকে গেলো কালীগঞ্জ

23
Spread the love

বিশেষ প্রতিনিধি ॥

কালীগঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে বিদেশী খেলোয়াড়দের ওপর ভর করেই রাজশাহী একাদশের কাছে পরাজিত হয়ে ফাইনাল থেকে ছিটকে গেলো অন্যতম শক্তিশালী স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশ। অপরদিকে জয়লাভের সুবাদে আগামী বুধবার ফাইনালে রাজশাহী ফুটবল একাদশ মোকাবেলা করবে শক্তিশালী বাগেরহাট ফুটবল একাদশকে।

বুধবার কালীগঞ্জ সরকারী ভূষন হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশের মুখোমুখী হয় রাজশাহী ফুটবল একাদশ। বেলা গড়ানোর সাথে সাথে মাঠে দর্শকে কানায় কানায় ভরে যায়। রেফরি বাঁশি বাজানোর পর শুরু হয় দু’দলের খেলোয়াড়দের বল দখলের লড়াই। আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্যদিয়ে দিয়ে খেলা এগিয়ে যায়। তবে বিদেশী অধ্যুষিত স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশের বিদেশী খেলোয়াড়েরা শুরু থেকেই শারীরিক শক্তি প্রয়োগ মারমুখী ফুটবল খেলতে শুরু করে। রাজশাহীর একাদশের মোট ৩ জন খেলোয়াড় অবৈধ বাধা ও আঘাতে মাঠ ছাড়েন। অপর দিকে সম্পূর্ণ দেশী খেলোয়াড় দিয়ে সাজানো রাজশাহী একাদশের খেলোয়াড়েরা ছন্দের খেলা খেলে দর্শকদের মন জয় করতে সামর্থ হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে রাজশাহী ফুটবল একাদশ ৪-২ গোলের ব্যবধানে স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এদিকে খেলায় কয়েকটি গোল থেকে নিজ দলকে রক্ষা করায় রাজশাহী দলের গোলরক্ষক রায়হান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার তার হাতে ম্যাচ সেরার পুরষ্কার তুলে দেন।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে আগামী বুধবার ফাইনালে শক্তিশালী বাগেরহাটকে মোকাবেলা করবে রাজশাহী ফুটবল একাদশ।

খেলাটি পরিচালনা করেন রবিউল ইসলাম এবং সহকারী বেলাল হোসেন ও জামাল হোসেন। ধারা বর্ণনায় ছিলেন, খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।

উল্লেখ্য, কালীগঞ্জ ফুটবল একাদশের অনেক তারকা খেলোয়াড়দের রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে অখ্যাত বিদেশী খেলোয়াড়দের মাঠে নামানো হয় বলে দর্শকদের অভিযোগ।