খুমেকের আয়া নুর নাহার হত্যা মামলায় জামান গ্রেফতার : জেলহাজতে প্রেরণ

9
Spread the love

স্টাফ রিপোর্টার

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আয়া নুর নাহার বেগম (৪০) হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মোহাম্মদ নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শরীফুল আলম তাকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আসামি হলেন হরিণটানা থানাধিন হোগলাডাঙ্গা আসাদের মোড়ের মো. জামাল হাওলাদার ওরফে জামান (৪৪)। সে ঝালকাঠি জেলার নলসিটি থানার ঘরি পয়সা গ্রামের মৃত. হাবিবুর রহমানের ছেলে।  

মামলার বিবরণে জানা যায়, সোনাডাঙ্গা আর ফারুক সোসাইটির অগাস্টনের বাড়ির ভাড়াটিয়া এবং বটিয়াঘাটা থানার গাওঘরা গ্রামের মো. হাবিবুর রহমান শেখের স্ত্রী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আয়া নুর নাহার বেগম ২২নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে মেয়ে বৃষ্টির বাসায় যায় এবং বিকেল ৫টার দিকে বাসায় আসার জন্য রওনা দেয়। কিন্তু বাসায় ফিরে আসেনি। পরের দিন দুপুর সোয়া ১টার দিকে লবণচরা থানাধিন খুলনা-বাগেরহাট মহাসড়কের দক্ষিণ পাশে খোলাবাড়িয়ার ডেসটিনির পরিত্যক্ত জমির ঝোপ-ঝাড়ের মধ্যে তার মৃতদেহ পাওয়া যায়। এঘটনায় নিহতের ছেলে মো. নাঈম শেখ বাদী হয়ে লবণচরা থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন যার নং-১৫।