নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

5
Spread the love

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩ লিটার  দেশীয়  তৈরি চোলাই মদ, ৪২৫ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবাসহ ১০মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ী বড় খালপাড়ের মৃত. সিদ্দিক মোল্যার ছেলে আমির আলী (৩২), নতুন বাজার লঞ্চ ঘাট এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে মো. সোহান (২১), কৃষ্ণনগর সিকদার তেলের পাম্পের পাশের গলির নুর ইসলাম এর ছেলে মো. মাসুদ (২০),

পিঁপড়া মারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনের নবাসিন্দা মো. মকবুল শেখের ছেলে

মো. ইব্রাহিম শেখ (৩৪), সোনাডাঙ্গা সিদ্দিকীয়া মহল্লার সোনার বাংলা ১ম গলির

ইমান হোসেন হাওলাদারের ছেলে রাকিব হোসেন বিপ্লব (২২), খালিশপুর রোড নং-২১৩, বাড়ি নং- এন/এইচ-৬০ এর মনোয়ার হোসেনের ছেলে মো. নাসিম (৩০) ও মৃত. হারুন অর রশিদ এর মেয়ে নাজমা বেগম পাখি (২৮),  দৌলতপুর

দেয়ানা পূর্বপাড়ার লুৎফর শেখের ছেলে  মো. জামাল শেখ (৩০), মহেশ্বরপাশা সাহাপাড়ার মৃত. আব্দুর রশিদ খার ছেলে আনোয়ার হোসেন (৬০) ও  রূপসা থানার রাজাপুর বেলফুলিয়া গ্রামের মৃত. আইয়ুব আলী খানের ছেলে বাদশা খাঁন (৬০)।  কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১৩ লিটার  দেশীয়  তৈরি চোলাই মদ, ৪২৫ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবাসহ ১০মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৯টি মাদক মামলা রুজু করা হয়েছে।