মেসির ব্যক্তিগত ঝামেলার দাম দিচ্ছে বার্সা?

10
Spread the love


খেলা ডেস্ক

বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি সর্বশেষ ৪৮টি ফ্রি-কিকে গোল করতে পারেননি। সর্বশেষ ফ্রি-কিকে গোল করেছেন গত জুলাইয়ে ওসাসুনার বিপক্ষে।

লিগে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ১৫টি ম্যাচে মাত্র ৩ গোল করেছেন মেসি। এর মধ্যে একটি মায়োর্কার বিপক্ষে, যে গোলে বার্সেলোনা ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল, অন্য দুটি আলাভেসের বিপক্ষে অগুরুত্বপূর্ণ ম্যাচে।

আতলেতিকো মাদ্রিদের মাঠে গতকাল লিগে মেসি গোল বা অ্যাসিস্ট তো পানইনি, বার্সার ১-০ গোলে হারের ম্যাচে বল হারিয়েছেন ২৩ বার। সব মিলিয়ে পাস দিয়েছেন মাত্র ৩৬টি।

মেসি গত কয়েক মাসে আর ‘মেসি’ হয়ে দেখা দিতে পারছেন না। ৩৩ বছর বয়সে এসে কি ধার হারিয়ে ফেলছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড? কিন্তু আর্জেন্টিনার হয়ে তো বেশ খেটেখুটেই খেলছেন! তাহলে কি সমস্যাটা বার্সেলোনায়? স্প্যানিশ দৈনিক এএস লিখছে, বার্সেলোনার সঙ্গে মেসির ব্যক্তিগত ঝামেলার প্রভাবই পড়ছে তাঁর মাঠের পারফরম্যান্সে। যেটি বার্সেলোনার মৌসুম এরই মধ্যে ছন্নছাড়া হয়ে যাওয়ার একটা বড় কারণ। এমনকি গতকাল আতলেতিকোর মাঠে মেসিকে দেখে হারের আগেই হার মেনে নেওয়া এক খেলোয়াড় মনে হয়েছে বলেও লিখেছে এএস!
বিজ্ঞাপন

নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে এই মৌসুমে বার্সা এখনো গুছিয়ে উঠতে পারেনি। কোমানের ৪-২-৩-১ ছকে মেসি-গ্রিজমানরা আলো ছড়াতে পারছেন কদাচিৎ, বার্সার মাঝমাঠও এখনো অচেনা। কোমানের ম্যাচ পরিচালনা, ম্যাচ পড়ার ক্ষমতাও প্রশ্নবিদ্ধ। এখন পর্যন্ত লিগে ৮ ম্যাচের যে ৫টিতে বার্সা আগে গোল খেয়েছে, কোনোটিতেই জিততে পারেনি। দুটি ড্র, তিনটিতে হেরেছে!