কলারোয়া উপজেলা প্রতিনিধি, সাতক্ষীরা
কলারোয়ায় রামকৃষ্ণপুর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ব্যবহার হচ্ছে নিন্ম মানের আমা ইট খোয়া।
সরেজমিনে দেখাযায়, কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৭নং রামকৃষ্ণপুর ৯.২০ মিটার রাস্তা নির্মাণে নিন্ম মানের আমা ইট খোয়া ব্যবহৃত হচ্ছে।
এলজিইডি অফিস সুত্রে জানাযায়, রামকৃষ্ণপুর ৯.২০ মিটার রাস্তা নির্মানে ৭৬ লক্ষ টাকা বাজেটে কলারোয়ার মের্সাস শহীদ এন্টারপ্রাইজ কে গত ১১.০৫.২০ ইং কাজ শেষ করার তাগিদ থাকলেও বর্তমানে তা শুরু হয়েছে ।
স্থানীয় সুত্রে জানাযায়, রামকৃষ্ণপুর রেজাউলের বাড়ী হতে রহমানের বাড়ী পর্যন্ত ৯.২০ মিটার রাস্তা নির্মানে এলাকার একাধিক মানুষ ক্ষোভ করে বলেন, দীর্ঘদিন অপেক্ষার অবসন ঘটিয়ে রাস্তার কাজ শুরু হলেও এতে ব্যবহার হচ্ছে নিন্ম মানের আমা ইট খোয়া। আমরা ঠিকাদার শহীদ কে বলেছি কিন্তু সে এর কোন ব্যাবস্থা নেয়নি। পরে আমরা কলারোয়া এলজিইডি অফিসে মৌখিক অভিযোগ করেছি।

এ বিষয় সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সম্পাদক হুমায়ূন কবির মিন্টু বলেন, আমা ইট খোয়া দ্বারা রাস্তা নির্মাণ করলে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়বে। তাই সঠিক মানের ইট খোয়া দ্বারা রাস্তা নির্মাণ কারার দাবি জানাচ্ছি। সাতক্ষীরা কলারোয়ার ঠিকাদার মের্সাস শহীদ এন্টারপ্রাইজ এর প্রোঃ শহীদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তা নির্মাণে সর্বমোট ৩ লক্ষ ইট লাগবে কিন্তু বর্তমানে ২৫ হাজার ইটের ব্যবহার করেছি এতে আমা ইট খোয়া বাদ দিয়ে কাজ করবো।
কলারোয়া এলজিইডি প্রকৌশলী মোঃ নাজিমুল হক বলেন, স্থানীয় অভিযোগ পেয়ে আমার প্রতিনিধি কে দিয়ে তদন্ত করিয়ে এর আংশিক সত্যতা পেয়েছি। ঠিকাদার প্রতিষ্ঠান কে আমা ইট খোয়া বাদ দিয়ে কাজ করার কথা বলা হয়েছে। তবে নিয়মের বাইরে কাজ করলে অফিসিয়াল ভাবে ব্যাবস্থা নেওয়া হবে।