ভারতীয় নায়িকা শ্রাবন্তীকে কু- প্রস্তাব মামলার আসামি মাহবুব রিমান্ড

130
Spread the love

স্টাফ রিপোর্টার

ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত মুঠোফোনে কু প্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা প্রেরনের মামলার আসামি  মো. মাহাবুবর রহমান (৩৩) এর একদিনের রিমা- মঞ্জুর করেছে আদালত।

গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রিমা-ের আদেশ প্রদান করেছেন। মাহাবুবর রহমান নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধিন ৬/১

বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওসি তদন্ত রাধেশ্যাম সরকার ১৭নভেম্বর আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করেছিলেন। ভারতের চিত্র নায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সুত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রনালয় হয়ে পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি ১৬নভেম্বর দায়ের হয় যার নং- ১৯।

মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত মো. মাহাবুবর রহমান ভারতের নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মুঠোফোন নম্বর ম্যানেজ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতো। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে ম্যাসেজ দিতো মাহাবুব। একপর্যায়ে বিষয়টি প্রতিকার চেয়ে নায়িকা শ্রাবন্তী ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়ে আবেদন করেন। এঘটনায় সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন বাদি হয়েছেন মামলাটি দায়ের করেন। ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর ম্যাসেজ প্রদানে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

এবিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।