ঢাকা অফিস
দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ১০৪টি উপজেলায় উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট এবং ১৬ উপজেলায় মিড-ডে মিল কর্মসূচির চাল, ডাল ও ভোজ্যতেল প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার দেশের সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই নির্দেশনা দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মুহাম্মদ সোহেল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। করোনার কারণে এই কর্মসূচি স্থগিত থাকার পর গত ১২ নভেম্বর অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হলেও সোমবার (১৭ নভেম্বর) তা প্রকাশিত হয়।
করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এর আগেও একবার শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে বিস্কুট এবং চাল, ডাল ও ভোজ্যতেল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
অফিস আদেশে বলা হয়, দেশব্যাপী কোভিড-১৯-এর সংক্রমণ রোধ এবং বিস্তার প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। ফলে দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ১০৪টি উপজেলায় বিস্কুট বিতরণ স্থগিত রয়েছে।
এর আগে গত ১০ জুন দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ৩০তম স্টিয়ারিং কমিটির সভায় প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট এবং মিড-ডে মিলের ১৬টি উপজেলার শিক্ষার্থীদের জন্য সংগৃহীত ও মজুত চাল, ডাল ও ভোজ্যতেল বাড়িতে বাড়িতে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সিদ্ধান্তের আলোকে বিতরণের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, দারিদ্র্যপীড়িত স্কুল ফিডিং প্রকল্পের মেয়াদ ডিসেম্বরে শেষ হবে। সেহেতু প্রকল্পের প্রাথমিক বিদ্যালয়ভুক্ত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এককালীন অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসের উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুটের মজুত থাকা সাপেক্ষে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আগের গাইডলাইন অনুযায়ী বিতরণ করতে হবে।
আদেশে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিস্কুট এবং চাল, ডাল ও ভোজ্যতেল বিতরণে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার পরস্পর সমন্বয় করে এনজিও কর্মীদের মাধ্যমে বিতরণের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়।