শরনখোলা প্রতিনিধি
শরণখোলার রাজাপুরে হরিণের মাংসসহ এক শিকারী আটক হয়েছে। সোমবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন উপজেলার ধানসাগর রতিয়া রাজাপুর গ্রাম থেকে পুলিশ ও বনবিভাগ শিকারী আঃ রব সরদার (৫০) কে আটক করে।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ও ধানসাগর ষ্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে সুন্দরবন থেকে আসার পথে ধানসাগর রতিয়া রাজাপুর গ্রামের মৃত মোসলেম সরদারের পুত্র আঃ রবকে তার বাড়ীর কাছ থেকে আটক করে, এসময় তার সাথে থাকা ব্যাগ হতে দুই কেজি পরিমাণ হরিণের মাংস জব্দ করেন।
এ ব্যপারে ধানসাগর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আজিম উদ্দিন বাদী হয়ে শরণখোলা থানায় বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার বাদী জানান, আটক আঃ রব সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের বনে হরিণ শিকার করে ভাগবাটোয়ারা করে মাংস নিয়ে তার বাড়ীতে ফিরছিলো।