ফ্যাসিবাদীর পতন ঘন্টা বাজছে, বিচারের হাত থেকে কেউ রেহাই পাবেনা

12
Spread the love

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, আপনাদের পতন ঘন্টা বেজে গেছে। অন্যায়, অত্যাচার, জুলুম, লুটপাট, সীমাহীন অব্যবস্থাপনায় সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নিজেরা বাসে আগুণ লাগিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গণগ্রেফতার চালিয়ে মরণ কামড় দিতে চান। কিন্ত এতে শেষ রক্ষা হবেনা। শিগগিরই দেশে গণতন্ত্র ফিরবে, ভোটের অধিকার ফিরবে। জনগনের ভোটের অধিকার হরণকারী এবং সম্পদ লুন্ঠনকারীদের বিচার বাংলার মাটিতেই অনুষ্ঠিত হবে।

সোমবার ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এসব কথা বলেন। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ নির্বাচনে নজিরবিহীন সন্ত্রাস, ভোট ডাকাতি, বাসে আগুণ লাগিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকার গাড়ি পোড়ানো মামলায় খুলনার যুবদল নেতা মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং শামীম কবিরকে আসামী করার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, এহতেশামুল হক শাওন, মতিয়ার রহমান বাচ্চু, মোল্লা সাইফুর রহমান, একরামুল হক হেলাল, আতাউর রহমান রুনু, খান ইসমাইল হোসেন, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল মান্নান মিস্ত্রি এবং হেলাল আহমেদ সুমন। মাসুদ পারভেজ বাবুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজুর রহমান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল জামাল ভুইয়া, মিরাজুর রহমান, রফিকুল ইসলাম বাবু, মোল্লা আলতাফ হোসেন, বিকাশ মিত্র, আজিজা খানম এলিজা, জাভেদ মল্লিক, সরদার আব্দুল মালেক, শরিফুল ইসলাম বকুল, খান আনোয়ার হোসেন, তরিকুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, গোলাম মোস্তফা তুহিন, শেখ আজিজুল ইসলাম, নিঘাত সীমা, ময়েজউদ্দিন চুন্নু, আকিব ইকবাল বাপ্পী, নাদিমুজ্জামান জনি, আসাদুজ্জামান আসাদ, মাহমুদ হাসান বিপ্লব, মাসুম, মনিরুজ্জামা মনি, মাশকুর হাসান ফ্রান্স, মঞ্জুর রশিদ, শফিকুল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান বাবু, জাকির হোসেন, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, মোল্লা সোলায়মান, সোহেল মোল্লা, সামাদ বিশ^াস, আনোয়ার হোসেন আনো, ইশতিয়াক আহমেদ ইস্তি, গাজী শহিদুল ইসলাম, নাজমুল হোসেন বাবু, এস এম জসিম, বজলুর রহমান রাজা, জোবের আলম তুয়াজ, ডেভিড, সোহেল রানা, রিয়াজ মোল্লা, শেখ ফারুক, আবু জাফর, আলহাজ আলামিন হোসেন, শহিদুল ইসলাম, মিজান সরদার, আবুল কালাম, লাবু বিশ^াস, এস এম শফি, আলাউদ্দিন তালুকদার, ইয়াসির শেখ, জাহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।