বিশেষ প্রতিনিধি
সম্মেলন হলেও করোনার কারণে বন্ধ থাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সর্ববৃহৎ যুব সংগঠন আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি আজ শনিবার ঘোষণা করা হবে। বিতর্কিতদের বাদ দিয়ে অপেক্ষাকৃত ক্লিন ইমেজের সাবেক ছাত্র নেতাদের প্রাধান্য দিয়ে গঠন করা হয়েছে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, আজ শনিবার বিকেলে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের সহযোগী সংগঠনের কমিটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। শুধুমাত্র বাকি ছিল যুবলীগ। আগামীকাল (শনিবার) বিকেলে আমরা যুবলীগের কমিটি দিয়ে দেব এবং আগামী সপ্তাহে আমরা কেন্দ্রীয় সাব-কমিটিগুলো দিয়ে দেব, নেত্রী (শেখ হাসিনা) আমাদের নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ঘোষণার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাব-কমিটির চেয়ারম্যান কয়েকজন বাকি ছিল, চারজন ইতোমধ্যে হয়ে গেছে। কমিটিগুলোর বেশিরভাগ জমা হয়েছে।
দুই-তিনটা বাকি আছে। এগুলো আমরা আগামী সপ্তাহে দিয়ে দেব। তিনি বলেন, আমাদের জেলা ও উপজেলা পর্যায়ের যেসব স্থানে সম্মেলন হয়নি, সেসব জেলা-উপজেলায় সম্মেলন করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, যেসব সম্মেলন হয়ে গেছে, কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছে- আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা সেসব বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বাকি আছে, এগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শীঘ্রই আমরা সব কমিটি দিয়ে দেব। সংবাদ সম্মেলনে দলের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৩ নবেম্বর যুবলীগের সপ্তম কেন্দ্রীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। কংগ্রেস থেকে তিন বছরের জন্য শেখ ফজলে শামস পরশকে সংগঠনের চেয়ারম্যান ও মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এরপর করোনা প্রাদুর্ভাবের কারণে এক বছর পেরিয়ে গেলেও সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি যুবলীগ। যা আজ শনিবার ঘোষণা করা হবে।