ভোটাধিকার হরণের চিত্র আড়াল করতে ক্ষমতাসীন দলের ক্যাডাররা গণপরিবহনে আগুন দিয়েছে

4
Spread the love

বিবৃতিতে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ

।। খবর বিজ্ঞপ্তি।।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, খুলনা মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক, খুলনা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি শামীম কবির সহ শত শত নেতাকর্মীরকে ঢাকার গাড়িতে অগ্নিসংযোগ মামলায় ষড়যন্ত্রমূলক আসামী করায় নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

শনিবার প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা সরকারি এজেন্টদের নাশকতা। উপনির্বাচনে ভোট ‘ডাকাতি’ আড়াল করতেই রাজধানীতে বাসে আগুন দেয়া হয়েছে। নেতৃবৃন্দ বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ন্যাক্কারজনক ভোট ডাকাতি, জালিয়াতি, অনিয়ম, কারচুপি, সন্ত্রাস, বিরোধীদল তথা বিএনপি প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে না দেয়া ও যারা প্রবেশ করেছিল ভোট শুরু হওয়া মাত্রই মারধর করে বের করে দেয়া, সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা এবং জনগণের ভোটের অধিকার হরণের চিত্র আড়াল করার লক্ষ্যে ক্ষমতাসীন দলের ক্যাডারদের দ্বারা ঢাকার বিভিন্ন স্থানে গণপরিবহনে আগুন দেয়া হয়েছে। সরকার এসব দুষ্কর্মের মাধ্যমে আগের মতোই বিএনপিকে হেয় প্রতিপন্ন করা ও এর দায়-দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলকভাবে চাপিয়ে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করে হয়রানি করতে চায়।

অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাহারুজ্জামান মর্তুজা, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আল জামাল ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, তথ্যপ্রযুক্তি সম্পাদক এহতেশামুল হক শাওন, সহ-প্রচার সম্পাদক কেএম হুমায়ুন কবির, মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জামাল তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেহিবুল হাসান নেহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের মহানগর সভাপতি সজিব তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন প্রমূখ।