বেনাপোল প্রতিনিধি
ভারতে ৩ বছর কারাভোগের পর ৩০ বাংলাদেশী যুবক, যুবতী ও শিশুদের বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ শুক্রুবার বিকেলে বাংলাদেশে হ¯তাšতর করেছে ভারতীয় পুলিশ । বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহন করে ভারতীয় পুলিশের কাছ থেকে।
হ¯তাšতরের সময় ভারতীয় বিএসএফ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ফেরত আসা যুবক, যুবতী ও শিশুদের বাড়ি খুলনা, বরিশাল ও নড়াইল জেলার বিভিণœ এলাকায় ।
ফেরত আসাদের মধ্যে ১৮ জন যুবতী, ৩ শিশু ও ৯ জন যুবক রয়েছে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান, ভালো চাকরির আশায় সাড়ে ৩ বছর আগে বাংলাদেশী এসব যুবক ,যুবতীরা দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে যায়। বিভিন্ন বাসাবাড়ীতে তারা কাজ করার সময় কোলাকাতা পুলিশ তাদের শহরের বিভ্ন্নি স্থান থেকে আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের ৩ বছর সাজা প্রদান করেন। সাজার মেয়াদ শেষে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।
পররাষ্ট্রমন্ত্রনালয়ের উপ-সহকারী সচিব মোঃ আব্দুল ওয়াদুদ ফেরত আসাদের গ্রহন করে বলেন, ট্রাভেল পারমিটের মাধ্যমে যারা এসেছেন তাদেরকে বাংলাদেশের মানবাধিকার সংস্থা, মহিলা আইনজীবি সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে ৩ টি এনজিওর মাধ্যমে তাদের পরিবারের কাছে হ¯তাšতর করা হয়েছে ।
যশোর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, আজ যারা ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল তারা সংসারে অভাবের তাড়নায় ৩ বছর আগে দালালের মাধ্যমে ভারতের কোলকাতা সহ বিভিন্ন জেলা শহরে যায় কাজের সন্ধানে। সেখানকার পুলিশ তাদের আটক করে ভারতের ১১ টি এনজিও সংস্থার কাছে হ¯তাšতর করে। দু-দেশের আইনী প্রক্রিয়া শেষে তারা আজ দেশে ফিরছেন
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, ভারত বিকেলের দিকে ৩০ জনকে বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশনের কাছে হস্থান্তর করেছে। ইমিগ্রেশন পুলিশ তাদের বাড়িতে ফেরত পাঠাতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।