ফকিরহাট ( বাগেরহাট) প্রতিনিধি
খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে শনিবার রাত ৮টার পর ট্রাকের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে জান্নাতুল মাওয়া (৬) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
গুরুত্বর আহত অবস্থায় অন্য ৩ জনকে চিকিৎসার জন্য ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতরা হলেন আট্টাকী গ্রামের নাজমুল শেখের কন্যা শিরিনা বেগম, এবং সাথি বেগম(১৮)।
গুরুতর আহত অবস্থায় জাকিয়া বেগম (৪৫)কে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত শিশু জান্নাতুল মাওয়া আট্টাকী গ্রামের কবির শেখের কন্যা। স্থানীয়রা জানায়, বিশ্বরোড এলাকায় সকাল সন্ধ্যা হোটেলের সামনে থেকে একটি গরু বহনকারী ট্রাক পেছন দিয়ে বিশ্বরোডে উঠলে কাটাখালী থেকে আসা ট্রাকের সামনে আঘাত লেগে এ দূর্ঘটনা ঘটেছে ।