মুখে মাকস্ না থাকলে সেবা নয়-শাস্তি

1
Spread the love

বিশেষ প্রতিনিধি

মুখে মাকস্ না থাকলে সরকারী বেসরকারী অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ কোন পেশাজীবিরা সেবা দিবেন না। বরং প্রশাসনের পক্ষ খেকে শাস্তির আওতায় আনা হবে। মহামারী করোনার ২য় ঢেউয়ের মোকাবেলায় ঝিনাইদহ কালীগঞ্জের উপজেলা প্রশাসনের এক জরুরী সভায় প্রশাসনের পক্ষ থেকে এমন নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও মসজিদ মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়গুলোতে মানুষের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে দায়িত্বরতদের কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্টিত বিশেষ সভায় জনপ্রতিনিধি, ইমাম. পুরোহিত ও গনমাধ্যম কর্মীসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা অংশ নেন।

সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু,পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সহকারী কমিশনার ভূমি ভুপালী রানী সরকার, থানা অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহানাজ পারভীন, হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন,কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিমা শিরিন লুবনা,প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, আলী হোসেন অপু, রাজু আহম্মেদ রনি লস্কর, কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি মাওঃ মুফতি মাহমুদুল ইসলাম,পূজা পরিষদের শিবুপদ বিশ^াস, খৃষ্টান মিশনের জন তালুকদার ও বাজার ব্যাবসায়ী সমিতির মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তরা বলেন, শীতের মধ্যে করোনা বা কোভিড ১৯ এর প্রকোপ বাড়তে পারে। এটা মাথায় নিয়েই সকলকে আরও সচেতন হতে হবে। সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কোভিড ১৯ মোকাবেলায় কাজ করতে হবে। বাজার মনিটারিং জোরদার করতে হবে। সাথে সাথে জনসচেতনা সৃষ্টিতে মিডিয়াকর্মীসহ জনপ্রতিনিধিদেরকে আরও বেশি আন্তরিক হতে হবে।