সারা খুলনা অঞ্চলের খবর

35
Spread the love

ঝিনাইদহে মোটর সাইকেল কেড়ে নিল মাদ্রাসা ছাত্রের প্রাণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সাব্বির হোসেন (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন ওই গ্রামের মশিয়ার মৃধার ছেলে । সে এ মীনগ্রাম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শনিবার বিকেলে সাব্বির তার মামার মোটর সাইকেল নিয়ে বন্ধুদের সাথে নিয়ে আবাইপুর গ্রামের মাঠের রাস্তায় ঘুরতে যায়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে সাব্বির গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সাংবাদিক এস এম মনিরুজ্জামানের নানীর মৃত্যুতে কেইউজে’র শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য ও আরটিভি’র খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান এর নানী জরিনা বেগম (১০২) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। গতকাল শনিবার দুপুর ১টায় গোপালগঞ্জ জেলার কুঠিবাড়ি শুকতাইল গ্রামের নিজ বাড়ীতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে মেয়েসহ অসখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

বিবৃতিদাতারা হলেন সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।

জেলা ছাত্রদলের শোক

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার সহ-সভাপতি মল্লিক শাহাদাতুজ্জামান বাবু এবং সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সভাপতি মল্লিক তৌহিদুজ্জামান অনিকের পিতা মোঃ কামরুল ইসলাম মল্লিক শুক্রবার আনুমানিক ১১ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নস্থ নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি………….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন সাচ্চা সৈনিক ছিলেন। মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনসহ খুলনা জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ।

মঙ্গলবার মহিলা আ’লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা স্মরনে মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যা. হোসনে আরা রুনু।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

শুক্রবার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার “প্রতিষ্ঠা বার্ষিকী” উপলক্ষে খুলনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে নির্মিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান “চিরঞ্জীব মুজিব” এর মূর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বাচিপ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ এর সঞ্চানালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও কেক কাটা, মিষ্টি মুখের আয়োজন করা হয় “খুলনা মেডিকেল কলেজ” কনফারেন্স রুমে। আলোচনা সভার সভাপত্বি করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাচিপ, খুলনা জেলা শাখার সহ-সভাপতি বৃন্দরা হলেন সহ-সভাপতি ডা. মোল্লা হারুন অর রশিদ ও ডা. মো: সালাহউদ্দিন রহমতুল্ল্যা, যুগ্ম-সাধারণ সম্পাদক বৃন্দরা হলেন ডা. সুমন রায় ও ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, কোষাধ্যক্ষ ডা. বিষ্ণু পদ সাহা, সাংগঠনিক সম্পাদক ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, দপ্তর সম্পাদক ডা. এস. এম. তুষার আলম, প্রচার সম্পাদক ডা. মো: জিল্লুর রহমান তরুন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এস. এম. মাহমুদুর রহমান রিজভী, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. শৈলেন্দ্রনাথ বিশ^াস, সমাজ কল্যাণ সম্পাদক ডা. অনল রায়, সাংস্কৃতিক সম্পাদক ডা. কাজী করিম নেওয়াজ, দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. সুদীপ পাল। স্বাচিপ, খুলনা জেলা শাখার সিনিয়র কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ হলেন প্রফেসর ডা. কাজী হামিদ আসগার, ডা. আনোয়ারুল আজাদ, প্রফেসর ডা. মোহাম্মদ মহসীন, প্রফেসর ডা. পরিতোষ কুমার চৌধুরী, ডা. গোলাম সারোয়ার ফারুক, ডা. মো: তোজাম্মেল হোসেন জোয়ার্দ্দার, ডা. শেখ ফরিদউদ্দিন আহমদে, ডা. এস. এম. দিদারুল আলম শাহীন, ডা. শ. ম. জুলকার নাইম, ডা. মো: কুতুব উদ্দীন মল্লিক, ডা. উৎপল কুমার চন্দ, ডা. এস. এম. খালিদুজ্জমান, ডা. শীতেষ চন্দ্র ব্যানার্জী, ডা. ডলি হালদার, ডা. বিপ্লব বিশ^াস, ডা. পলাশ কুমার দে, ডা. শাহীন আকতার শেখ, ডা. বাপ্পা রাজ দত্ত, ডা. পার্থ প্রতীম দেবনাথ, ডা. উপানন্দ্য রায়, ডা. খালেদ মাহমুদ, ডা. ফিরোজ আহমেদ, ডা. সাইফুল্লাহ মানসুর, ডা. মো: মেহেদী হাসান, ডা. হিমেল সাহা, ডা. ফিরোজ হাসান, ডা. মোহাম্মদ হাসান, ডা. মো: নাজিমুল ইসলাম লিটন। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম. এ. আহাদ, অধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা ও অন্যান্য সম্মানিত চিকিৎসকবৃন্দ।

শেখ হেলাল উদ্দীন এমপি’র সুস্থতা কামনায় দিঘলিয়ায় দোয়া

আসাদ, দিঘলিয়া প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এমপি’র সুস্থতা কামনায় দিঘলিয়া উপজেলা আ’লীগসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আসর নামাজবাদ সেনহাটি ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেনের পরিচালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর হক গাজী, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ মোল্লা, আ’লীগ নেতা রফিকুল ইসলাম, সেলিম মল্লিক, ফরহাদ হোসেন, আফজাল হোসেন, গাজী আজগর আলী, মকবুল হোসেন,  সাহেব আলী, সৈয়দ মিজানুর রহমান, কে এম আসাদুজ্জামান, শাহ আলম খান, শেখ ইকতার হোসেন, মোসাঃ সামসুন নাহার সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রমুখ।

জননেতা শেখ হেলাল এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি

শনিবার সকাল ১০টায় বিএমএ ভবনের ২য় তলা খুলনায়, খুলনায় দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক ও জাতির জনকের ভ্রাতুষ্পুত্র জননেতা শেখ হেলাল এম.পি মহোদয়ের আশু রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি খুলনা মহানগর শাখার উদ্যোগে সংগঠনের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম (শফিক) এর পরিচালনায় অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেপির মহানগর শাখার সভাপতি এস.এম. রাশিদা করিম, বাংলাদেশের সাম্যবাদী দল খুলনা জেলা শাখার সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা এফ.এম. ইকবাল, বাংলাদেশ জাসদের জেলা শাখার সভাপতি কাজী হাসানাত হোসেন কমিট, গণতান্ত্রিক পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, জেপি খুলনা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মাদ মোশারেফ হোসেন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি ডাঃ এস.এম জাকারিয়া, মহানগর সহ-সভাপতি চৌধুরী হাবিবুর রহমান, মোঃ হায়দার আলী হাওলাদার, খুলনা উন্নয়ন ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব  ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন, জাতীয় যুব সংহতি খুলনা জেলাশাখার আহবায়ক মোঃ খলিলুর রহমান, সেচ্ছাসেবক পার্টির রুমা রায়, মোঃ মোক্তার হোসেন খান (মুক্ত), বনি খান, মামুন শেখ, তৃপ্তি শেখ, বাবু মোল্লা, জাতীয় ছাত্র সমাজ মহানগর সাধারণ সম্পাদক আবুল হাসান প্রমুখ। সভা শেষে জনাব শেখ হেলালের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন ডঃ এস.এম জাকারিয়া। অনুষ্ঠানে সদ্য প্রয়ত কাউন্সিলর ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের মহানগর সাধারণ সম্পাদক লুৎফুন্নেছার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ফকিরহাটে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা

ফকিরহাট প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মানসা শাপলা ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত স্বর্গীয় শৈলেন্দ্রনাথ আঁশ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা শনিবার বিকেল ৪টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাহিরদিয়া-মানসা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজি মো: মহসিন, সমাজ সেবক বলরাম আঁশ, সমাজ সেবক আ: কুদ্দুস বড়মিয়া, বাবলু আঁশ, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, মো: সাইফুল ইসলাম, মো: হুমায়ুন কবীর বাচ্চু, মো: লিয়াকত হোসেন, নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন, শিক্ষক শেখ মোহম্মদ আলী, আতিয়ার রহমান মোড়ল, মো: মিজানুর রহমান, মো: রফিকুল ইসলাম প্রমূখ।

প্রথম সেমিফাইনাল খেলায় মৌভোগ অগ্রগামী যুব সংঘ ১-০ গোলে কাজদিয়া শহীদ মুনসুর স্মৃতি সংঘকে পরাজিত করে। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত বিজয়ী দলের এনামুলকে পুরস্কার বিতরণ করেন মানসা ভিশনের পক্ষ থেকে মো: রফিকুল ইসলাম। খেলা পরিচালনা করেন আজিজুর রহমান বাবলু, সহযোগি ছিলেন আলী আকবর ও জসিম উদ্দিন। খেলায় বিপুল সঙখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

মোড়েলগঞ্জে পৌর নির্বাচনে সম্ভব্য মেয়র প্রার্থীর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে পৌর নির্বাচনে সম্ভব্য মেয়র প্রার্থী এ্যাড. তাজিনুর পলাশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাঠালতলা বায়তুন জামে মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবু চাপরাশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভব্য মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ।

বিশেষ অতিথি ছিলেন যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলাল, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফরহাদ শেখ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা মিলন শেখ, কৃষক লীগের  পৌর সাধারণ সম্পাদক রিয়াজ শেখ, ছাত্রলীগ নেতা মো. মহিদুজ্জামানা মহিদ প্রমুখ।

মোড়েলগঞ্জে সিরাজ স্মৃতি দাখিল মাদরাসা সুপারের নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি দাখিল মাদরাসার সুপারেরে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার বেলা ১১টায় পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ সিরাজ স্মৃতি দাখিল মাদরাসা চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারিরা মাদরাসা সুপার মো. আব্দুস সোবাহান এর বিরুদ্ধে মাদরাসা পরিচালনায় নানা অনিয়ম, মাদরাসার নামে পাওয়া পানির ট্যাঙ্কি আত্মসাৎ, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়মিত না দেওয়া, মাদরাসার পক্ষে অবৈধভাবে অন্যের জমি দখল ও টাকার বিনিময়ে কর্মচারি নিয়োগের অভিযোগ তোলেন।

বিক্ষোভ সমাবেশে ওবায়দুর রহমান রিমন তালুকদার, অধ্যাপক মাইনুল শিকদার, শাহীন হাওলাদার, আব্দুস সোবাহান মিয়া, লাভলী বেগম প্রমুখ বক্তৃতা করেন। তারা বলেন, মাদরাসা সুপার আয়া ও নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার কথা বলে একাধিক ব্যাক্তির নিকট থেকে টাকা নিয়েছেন। ইমরান শেখকে নৈশ প্রহরী পদে নিয়োগের কথা বলে দেড় লাখ ও লাভলী বেগমকে আয়া পদে চকুরি দেওয়ার কথা বলে দু’দফায় এক লাখ টাক নিলেও তাদেরকে চাকুরি দেননি। টাকাও ফেরত দেননি। গত বুধবার গোপনে অপর দু’জনের নিকট থেকে অতিরিক্ত টাকা নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারিরা। লাভলী বেগম এবিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিতভাবেও অভিযোগ দায়ের করেছেন। এ সম্পর্কে জানতে চাইলে সুপার মো. আব্দুস সোবাহান বলেন, এসব অভিযোগেরে কোন ভিত্তি নেই। টাকার লেনদেন ছাড়াই আয়া ও নৈশ প্রহরী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে সমবায় সংগঠনকে আরও গতিশীল করতে হবে : সালাম মূশের্দী

আসাদ দিঘলিয়া, প্রতিনিধি

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সমবায় গঠন করে। তিনি জানতেন সমবায় সংগঠনের মাধ্যমেই দেশের অর্থনৈতিক মেরুদন্ড শক্তিশালী হবে। আজ আমরা অর্থনৈতিক অবকাঠামোর দিকে তাকালে দেখতে পাই দেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িঁয়েছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে সমবায় সংগঠনকে আরও গতিশীল করতে হবে।

উপজেলা সমবায় অফিসের আয়োজনে সভায় সমবায় কর্মকর্তা মোঃ জাহিদ হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।

জাসদ জেলা ও মহানগর শাখার শিপাহী জনতার গনঅভ্যুত্থান দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে শিপাহী জনতার গনঅভুত্থান দিবস  জেলা জাসদের সহ সভাপতি আকবর আলী শেখ এর সভাপতিত্বে এবং জাসদ নেতা চাঁন মিয়ার পরিচালনায় জাসদের অস্থায়ী কার্য্যালয়ে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথীর বক্তব্য প্রদান করেন  জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন। তিনি বলেন, ঐতিহাসিক প্রয়োজনে ৭ নভেম্বর সিপাহি জনতার গনঅভুত্থান সংগঠিত হয়। ১৫ আগষ্ট  বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যার মধ্য দিয়ে সেনা বাহিনির মধ্যে ক্ষমতা দখলের প্রতিযোগিতায় যখন দেশের স্বাধীনতা,সর্বভৌমত্ব হুমকির মুখে তখন কর্নেল তাহেরের নেতৃত্বে পুর্ব ঘোষনার মাধ্যমে ৭ নভেম্বর সিপাহি জনতার গনঅভ্যুত্থান হয়। কিন্তু জিয়া পাল্টা কু করে ক্ষমতা দখল করে এবং ক্ষমতার মসনদ পাকাপক্ত করতে সেক্টর কমান্ডার বীরউত্তম কর্নেল তাহেরসহ দেশ প্রেমিক হাজার হাজার সিপাহি,সেনা সদস্যদের হত্যা করে। এ দেশটাকে পাকিস্থানি রাষ্ট্র বানাতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল কাজ করতে থাকে। জামাত-শিবিরসহ সাম্প্রদায়িক রাজনীতির অনুপ্রবেশ ঘটায়। সংবিধানের মূল চেতনাকে নষ্ট করতে নানা সংশোধনী আনে।আইন করে বঙ্গবন্ধুসহ ঐ সময়ের সকল হত্যাকান্ড বন্ধ ঘোষনা করে,ফলে ১৯৭৫-১৯৯৫ সাল অবধী বঙ্গবন্ধু,তাঁর পরিবার,জাতীয় চার নেতা,কর্নেল তাহের সহ কোন হত্যার বিচার করা যায়নি । ৭৫ এর ১৫ আগষ্ট সপরিবারে বঙ্গবন্ধু কে এবং ৩রা  নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যার মধ্যদিয়ে সেনা বাহীনির কিছু উচ্চভিলাশী অফিসারদের কারনে গনতন্ত্র,সার্বভৌমত্ব যখন বিপন্ন হতে চলেছিলো সে সময় অবঃকর্নেল তাহের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে আনতে ও ক্ষমতালোভী সেনা কর্মকর্তার হাত থেকে দেশকে গনতন্ত্রের পথে আনতে সাধারন শিপাহী ও জনতাকে নিয়ে ৭ নভেম্বর গনাভ’থ্যান করেন। ১৫ আগষ্ট খুনি মোস্তাকের নেতৃত্বে কর্নেল ফারুক,রশিদ গং এবং ৩রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোসারেফ গং এবং ৭ নভেম্বর নিয়ে ইতিহাসের ঘটনাবলী নিয়ে বিকৃত উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মক্তির ঐক্য আরো মজবুত করতে হবে।অন্যান্য বক্তারা বলেন ,হত্যা ও বিচারহীনতার সংস্কৃতি জিয়া চালু করেছেন,যা এরশাদ,খালেদা জিয়া অব্যাহত রাখেন। বক্তারা কর্নেল তাহের হত্যার পূর্নাংগ বিচারের দাবী করেন। দেশে সূশাসন,গনতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় দূর্নিতী,লুটপাট,অর্থ পাচার,দখলবাজী,ক্ষমতাবাজী,নারী-শিশু নির্যাতন ধর্ষন,কঠোর হস্তে দমন করতে হবে। অন্যান্যেদের  মধ্যে বক্তব্য জেলা জাসদের সাধারন সম্পাদক স,ম,রেজাউল করিম,মহানগর সাধারন সম্পাদক আরিফুজ্জামান মন্টু,জাসদ নেতা নাসিমা,নিলুফা ইয়াসমিন নিলুসহবিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ্যাডঃ নীল কমল বিশ্বাষের পরলোক গমন

খবর বিজ্ঞপ্তি

এ্যাডঃ নীল কমল বিশ্বাস(৭১) আর নেই। তার পুত্র পার্থ প্রতীম হীরক বিশ্বাস জানান, শনিবার সকাল ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। তিনি আয়কর প্রতিষ্টান নীল কমল পার্থ এন্ড এ্যাসোসিয়েট এর মালিক ও কে এম আলম এন্ড কোং এর খুলনা ব্রাঞ্চের ব্রাঞ্চ ইনচার্জ। তিনি জেলা আইনজীবি সমিতির সদস্য ও খুলনা কর বারের প্রাক্তন সহ সভাপতি। ১৯৪৯ সালে নড়াইল জেলায় জন্মগ্রহন করেন। তার পিতা নরেন্দ্র নাথ বিশ্বাস পেশায় কাঠ মিস্ত্রী।  তিনি ১৯৬৬ সালে নড়াইল গাজীরহাট সরকারি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়াল কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি ও বিএ স্নাতক পাশ করেন। পরবর্তীতে তিনি সরকারি ল কলেজ থেকে এলএলবি পাশ করেন। ১৯৯৪ সাল থেকে তিনি আইনজীবি পেশায় যুক্ত রয়েছেন। তার বর্তমান ঠিকানা ছিল খুলনা মহানগরীর বাগমারা জাহিদুর রহমান ক্রস রোড, বাসা নং ২২/১।

তার সৎকার রাত আটটায় রূপসা মহাশ্মশানে অনুষ্ঠিত হবে। তার আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া ও প্রার্থনা ভিক্ষা চেয়েছেন তার পুত্র কর আইনজীবি পার্থ প্রতীম হীরক বিশ্বাস। তার দুই মেয়ে  মুক্তা বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ কমপ্লিট করেছেন। বর্তমানে বিবাহিত। প্রীতিলতা কমল বিশ্বাস, এ্যাকাউন্টিং এ অনার্স ফোর্থ ইয়ারের ছাত্রী, সরকারি আযম খান কর্মাস কলেজের। তার স্ত্রী কাজল লতা বিশ্বাস গৃহিনী।

উন্নয়ন ফোরাম কর্তৃক ভাষা সৈনিক লোকমান হাকিমের রোগমুক্তি কামনা

খবর বিজ্ঞপ্তি

ভাষা সৈনিক বর্ষিয়ান বিশিষ্ট নাগরিক নেতা আলহাজ্ব মোঃ লোকমান হাকিম দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখতে হাসপাতালে যান-উন্নয়ন ফোরামের চেয়ারম্যান-শরীফ শফিকুল হামিদ চন্দন, ভারপ্রাপ্ত মহাসচিব-ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, যুগ্ম-মহাসচিব-মোঃ আসিফ ইকবাল এবং মোঃ মনির হোসেন, মোঃ মোশতাক হাকিমসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ, তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন এবং রোগ মুক্তির জন্য খুলনাবাসীর নিকট দোয়া কামনা করেন। এ সময় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ বিধান চন্দ্র গোস্বামী উপস্থিত ছিলেন।

পাইকগাছা উপজেলা প্রশাসন ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত দিয়ে

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা প্রশাসন, থানা ও পৌর সদরে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্তে দিয়ে। উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুর পর পদটি শূন্য হওয়ায় প্যানেল চেয়ারম্যান লিপিকা ঢালী ভারপ্রাপ্ত দিয়ে চলছে উপজেলা পরিষদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী প্রশিক্ষণে থাকায় ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী ছুটিতে থাকায় ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) আশরাফুল আলম। পাইকগাছা সরকারি কলেজে মিহির বরণ মন্ডল, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে খালেকুজ্জামান ও পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অজিত সরকার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে হবে: শেখ আফিল উদ্দিন এমপি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুলের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১, শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

এসময় বেনাপোল পৌরসভার ৯টি ওর্য়াডের সভাপতি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং প্রধান অতিথির কাছে সমস্যা সমাধানের আহবান জানান। আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, বেনাপোল পৌরসভার ৯টি ওর্য়াডের যে সমস্যার কথা আপনারা বললেন, তা আমি সমাধানের চেষ্টা করবো। আর আপনাদের প্রতিটি পর্যায়ের নেতাকর্মী ভাইদের মধ্যে যদি কোন মন মালিন্য থেকে থাকে, তাহলে আপনারা সে বিভেদ ভুলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। কোন অপশক্তি যেন কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে, দলের কোন ক্ষতি না করতে পারে, সেদিকে দৃষ্টি রাখবেন। এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও শার্শা ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন, ইমদাদুল হক লতা, মোস্তাক আহমেদ স্বপন, বেনাপোল পৌর যুব লীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, যুগ্ম- আহবায়ক জসিম উদ্দিন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু, সাঃ সম্পাদক কামাল হোসেন, ইকবাল হোসেন রাসেল, আল ইনরান, বেনাপোল পৌর ছাত্র লীগের সভাপতি আল মামুন, সাঃ সম্পাদক তৌহিদুল ইসলাম সহ প্রতিটি ওর্য়াডের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

করোনার বন্ধেও শিক্ষার্থীদের বেতন নিচ্ছেন মণিরামপুরের সরকারি দুই হাইস্কুল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

সরকারি কোন নির্দেশনা না থাকলেও করোনায় বন্ধ থাকা নয় মাসের বেতন গুনতে হচ্ছে যশোরের মণিরামপুরের সরকারি দুই হাইস্কুলের শিক্ষার্থীদের। ইতিমধ্যে বেতন চেয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে ক্ষুদেবার্তা পাঠিয়েছেন মণিরামপুর সরকারি উচ্চ বালিকা ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।

লিখিত কোন আদেশ না থাকলেও বিদ্যালয় দুইটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বেতন নেওয়া হচ্ছে বলে দাবি উভয় প্রতিষ্ঠান প্রধানের। সেই লক্ষে তারা ৬০০ শিক্ষার্থীর কাছ থেকে ৪৫০-৪৯৫ টাকা করে আদায় করছেন। সূত্রে জানা যায়, মণিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩০০ শিক্ষার্থী রয়েছে। করোনাকালীন টানা বন্ধ থাকলে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের নয় মাসের বেতনসহ আনুষঙ্গিক খরচ হিসেবে টাকা নিচ্ছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। ইতিমধ্যে তারা ষষ্ঠ শ্রেণির জন্য ৪৫০ টাকা, সপ্তম শ্রেণির জন্য ৪৬৮ টাকা এবং অষ্টম,নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪৯৫ টাকা করে খরচ নির্ধারণ করে মোবাইল নম্বরে ক্ষুদেবার্তা পাঠিয়েছেন। সেখানে উপবৃত্তি পাওয়া ৭০-৭৫ জন শিক্ষার্থীদের ১০০-১১৫ টাকা কম দিতে বলা হয়েছে। আগামী সোমবার বেতন আদায়ের জন্য তারিখ নির্ধারণ করেছেন প্রতিষ্ঠানটি।

একইভাবে মণিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীদের কাছ থেকেও বেতন আদায় করছেন শিক্ষকরা। তারাও অভিভাবকদের মোবাইলে বার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে।

করোনাকালীন টানা নয়মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রতিষ্ঠান দুইটির বেতন আদায়ের বিষয়ে ক্ষুব্ধ ও হতাশ অভিভাবকরা।  কোন লিখিত আদেশ ছাড়াই তাদের এমন হটকারি সিদ্ধান্ত নিয়ে চলছে সমালোচনা।

মণিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শ্রেণি শিক্ষক ওয়াহিদুজ্জামান বলেন, প্রধান শিক্ষকের আদেশ পেয়ে বেতন চেয়ে নবম শ্রেণির অভিভাবকদের ম্যাসেজ পাঠানো হয়েছে। আমরা নয় তারিখ (সোমবার) বেতন নেব। প্রতিষ্ঠানটির নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক কোহিনুর বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, নয়মাস ধরে বাচ্চারা স্কুলে যেতে পারল না। শিক্ষকরা বেতন চান কিভাবে। এর প্রতিকার হওয়া দরকার।

মণিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, যশোর জেলাস্কুলসহ অন্য সরকারি স্কুলগুলো বেতন নিচ্ছেন। সেই হিসেবে ইউএনও স্যারের নির্দেশে আমরা বেতন নিচ্ছি। বেতন নেওয়ার ব্যাপারে সরকারি লিখিত কোন আদেশ নেই।

মণিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপনকুমার বলেন, ইউএনও স্যারের পরামর্শে বেতন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অনেক খরচ আছে।

মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, করোনায় স্কুলে বেতন নেওয়া বা না নেওয়া কোনটির ব্যাপারে লিখিত কোন আদেশ নেই। তবে সরকারি দুই স্কুলে বেতন নেওয়ার ব্যাপারে ইউএনও স্যারের লিখিত আদেশ আছে। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বেতন না নেওয়ার ব্যাপারে কোন নির্দেশনা নাই। দেশের সব সরকারি হাইস্কুলে বেতন নিচ্ছে। তাই মণিরামপুরের সরকারি দুই হাইস্কুলে বেতন নিতে বলা হয়েছে।

টিসিবি’র পণ্যের আশায় গভীর রাত থেকে লাইন

সাতক্ষীরা প্রতিনিধি

টিসিবির পণ্য কিনতে ভোরের অপেক্ষায় থাকেন শত শত মানুষ। গভীর রাত থেকে সকাল পর্যন্ত সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জড়ো হতে থাকেন তারা। দূরের মানুষগুলো পার্কের পাথুরে বেঞ্চের ওপর চাদর মুড়ি দিয়ে রাত কাটান। কখন আসবে টিসিবির পণ্য বোঝাই ট্রাক, এমনই প্রতীক্ষা তাদের। ট্রাক আসার পর দল বেঁধে হুমড়ি খেয়ে পড়েন পণ্য পাওয়ার আশায়। নারী, শিশু, বৃদ্ধ, তরুণ সবাই ঠেলাঠেলিতে অংশ নেন। ভিড় সামলে এগোতে না পারলে সেদিন আর মেলে না টিসিবির পণ্য। আগামী ভোরের অপেক্ষায় আরও একটি রাত কাটাতে হয় পাথুরে বেঞ্চের ওপর। হিম হয়ে আসতে থাকা রাতের বাতাস, মশার কামড়, করোনাভাইরাসের ভয়, কিছুই দমাতে পারে না তাদের।

শনিবার (৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে টিসিবির পণ্য বোঝাই  ‘হাজি সাহেবের’ ট্রাক প্রবেশ করলে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। পার্কের প্রধান গেটের সামনের এলাকার বাসিন্দা সাখাওয়াত উল্যাহ বলেন, ‘প্রতিদিন রাত ১২টার পরপরই আসতে থাকেস ক্রেতারা। পার্কের পাথুরে বেঞ্চগুলোর ওপর চাদর মুড়ি দিয়ে ঘুমান তারা। ভোরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে উঠে লাইন ধরেন, অপেক্ষায় থাকেন টিসিবির পণ্য বোঝাই ট্রাকের। ট্রাক প্রবেশ করলেই হুমড়ি খেয়ে পড়েন সবাই। নারী, পুরুষ, শিশু-কিশোর সব শ্রেণির ক্রেতাই আসেন। গবিব, অসহায়, দিনমজুর শ্রেণির মানুষ বেশি আসেন। আসেন মধ্যবিত্ত, নিম্নবিত্তরাও। টিসিবির পণ্য না পেলে পরের রাতে আবার আসেন তারা।’ টিসিবির পণ্য কিনতে সাত কিলোমিটার দূর থেকে আসা রইচপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাতে আসতে না পারলে টিসিবির পণ্য পাওয়া যায় না। সকাল হলেই ঝাঁকে ঝাঁকে মানুষ আসে। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে পণ্য কিনতে হয়। অনেক সময় লাইনে দাঁড়াতে হয়। পণ্য সরবরাহ শেষ হলেও ক্রেতার লাইন শেষ হয় না। তাই রাতে এসে পার্কে শুয়ে থাকতে হয়।’

একই কথা বলেন মুনজিতপুরের আমির আলী, রসুলপুরের আব্দুর রশিদ, পলাশপোলের রওশন আরা, ইটাগাছার রমেছা খাতুন, পুরাতন সাতক্ষীরার বিলকিস বেগম, কুখরালির আকরাম হোসেন, বাটকেখালির রুস্তম আলীসহ অনেকেই। এদিকে টিসিবির ডিলাররা জানান, সাতক্ষীরায় টিসিবির পণ্য সরবরাহ করেন ৯/১০ জন। এরমধ্যে রয়েছে হাজি ট্রেডার্স, নোমান ট্রেডার্স, সাধু ট্রেডার্স, রাসেল এন্টারপ্রাইজ, আইয়ুব এন্টারপ্রাইজ, ভাই ভাই এন্টারপ্রাইজসহ অনেকে। শুক্র ও শনিবার বাদে সপ্তাহে পাঁচ দিন পর্যায়ক্রমে টিসিবির পণ্য বিক্রি করেন তারা। প্রতি প্যাকেজে থাকে দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই কেজি পেঁয়াজ ও পাঁচ কেজি সয়াবিন তেল। প্রতি প্যাকেজের মূল্য ধরা হয় ৬৬০ টাকা। প্রতিদিন ১০০ থেকে ২০০ জনের পণ্য সরবরাহ করা হয়। কিন্তু চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল। বিপুল সংখ্যক ক্রেতা সামলাতে হিমশিম খেতে হয় টিসিবির পণ্য সরবরাহকারী এসব প্রতিষ্ঠানকে। সার্বিক বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে। টিসিবির পণ্য সরবরাহে কোনও রকম অনিয়ম হলে প্রশাসন তা কঠোর হস্তে দমন করবে। ইতোমধ্যে সে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

পাখি পুষে সংসারে সচ্ছলতা

কুষ্টিয়া প্রতিনিধি

পাখি পোষা মানুষের চিরন্তন শখ। কুষ্টিয়ার মিরপুর পৌরসভার হলপাড়া এলাকার বাসিন্দা মো. রানা ইসলাম তাদেরই একজন। শখ থেকে পাখি পালন করেন তিনি। এখন তা পরিণত হয়েছে উপার্জনের মাধ্যম।

বিদেশি বিভিন্ন প্রজাতির নানান রঙের পাখির নয়নাভিরাম সংগ্রহ আছে এই তরুণের। লাভ বার্ড, ককাটিয়েল, বাজরিগার, ফিঞ্চ, ডায়মন্ড ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু প্রভৃতি উল্লেখযোগ্য। মিরপুর পৌরসভার বাজারে রানা ইসলামের ‘পাখি মেলা’ দোকানে আছে দৃষ্টিনন্দন অনেক পাখি। তার কথায়, ‘পাখি পুষে বিক্রি করে সংসারে সচ্ছলতা ফিরেছে। আমার দোকান ও বাড়ি মিলিয়ে এখন প্রায় দুই লাখ টাকার পাখি আছে।’

পেশায় রাজমিস্ত্রী হলেও সাত বছর ধরে শখে পাখি পালন করেন রানা ইসলাম। বাজরিগার পাখি দিয়ে হয়েছিল শুরুটা। এরপর কেনেন ককাটিয়েল। দিনে দিনে পাখির বংশ বৃদ্ধি পেয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে রাজমিস্ত্রির কাজ বন্ধ রয়েছে। উপার্জনের জন্য রানা ইসলাম দোকানটি দিয়েছেন। ‘পাখি মেলা’য় এখন বেচাকেনা ভালোই চলছে। তিনি বলেন, ‘৩০০ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত দামের পাখি আছে আমার দোকানে। বিদেশি প্রজাতির পাখি দেখতে সুন্দর হওয়ায় ব্যাপক চাহিদা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে পাখি কিনতে আসে।’ কম খরচে বেশি লাভ হওয়ায় পাখি পালনে দিনে দিনে মানুষের আগ্রহ বাড়ছে। পাখির খামার গড়তে চাইলে কম দামি দিয়ে শুরু করার পরামর্শ দিয়েছেন রানা ইসলাম। যোগ করে তিনি বলেন, ‘পাখি পালন করতে হলে তাদের রোগব্যাধি সম্পর্কে জানা প্রয়োজন। তা না হলে লোকসানের আশঙ্কা থাকে। যদিও বিদেশি প্রজাতির পাখির রোগব্যাধি খুবই সীমিত। যতেœ রাখলে এগুলোর অসুখ খুব কম হয়।’

মণিরামপুরে মুড়িমিল মালিককে ছুরি মেরে পাঁচলাখ টাকা ছিনতাই

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে ‘জনপ্রিয়’ মুড়িমিল মালিক নারায়ন চন্দ্র দাসকে (৭৫) ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে পৌর এলাকার তাহেরপুরে এঘটনা ঘটে। নারায়ন চন্দ্র ওই গ্রামের  মৃত নকুল চন্দ্রের ছেলে।

গুরুত্বর আহত মিল মালিককে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত মিল মালিকের স্ত্রী কানন বালা বলেন, দিনভর বিভিন্ন দোকান থেকে পাওনা সংগ্রহ করে ব্যাগভর্তি পাঁচলাখ টাকা নিয়ে আমার স্বামী মিল থেকে বাড়ি ফিরছিলেন। মিলের অদূরে আমাদের বাড়ি। বাড়ি আসার পথটি বেশ ফাঁকা। তিনি মিল ছেড়ে কিছুদূর আসলে মুখবাধা এক যুবক হানা দিয়ে ব্যাগ ছিনিয়ে নিতে চায়। ধস্তাধস্তির একপর্যায়ে যুবক আমার স্বামীর ডানপাশে পাজরের নিচে ও ডান হাতে ছুরি মেরে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে সবাই এগিয়ে এসে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ডাক্তার যশোর সদর হাসপাতালে পাঠায়।

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর হোসেন শিমুল বলেন, ছিনতাইকারী রোগীর ডানপাশে পেট ও বুকের মাঝামাঝি এবং ডান হাতে ছুরিকাঘাত করেছে। অবস্থা গুরুত্বর হওয়ায় রোগীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। লোকমুখ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। স্বজনরা বলছেন ব্যাগে ৩০ হাজার

আশাশুনিতে জাতীয় সমবায় দিবস পালন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে জাতীয় সমবায় দিবস-২০২০ পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। উপজেলা সমবায় অফিসার (দায়িত্ব প্রাপ্ত) রমেন্দু বাছাড় ও বড়দল পদ্ম সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি শিক্ষক উত্তম কুমারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসকাব সভাপতি জি এম ফারুক। ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ প্রতিবাদ্যকে সামনে রেখে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্যজীবি সমিতির উপজেলা সেক্রেটারী নাসির উদ্দীন, সাবেক ইউপি সদস্য কল্যাণী সরকার, সমবায় অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে সকলকে মাস্ক সরবরাহ এবং শ্রেষ্ঠ সমবায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।

আশাশুনিতে আদালতের প্রতি অসম্মান দেখিয়ে ঘর নির্মানের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে আদালতের নির্দেশ অমান্য/আদালতকে অসম্মান দেখিয়ে খাস জমিতে ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে কুল্যা ইউনিয়নের গাবতলা মৌজায়।

গাবতলা মৌজায় বেতনা নদীর তীরে ১ নং খাস খতিয়ানভুক্ত ২.৫০ একর জমি ২০০৩-০৭ সাল পর্যন্ত ৫ বছরের জন্য ডিসিআর পান নারান চন্দ্র সরকার। ২০০৯-১৩ পর্যন্ত ডিসিআর পান কালিপদ দাশ, এরপর ১৪ সালে তাদের ৫ জনকে ডিসিআর দেওয়া হয়। সেই থেকে তারা জমিতে দখলে আছেন। ২০১৫-২০ সালে ইজারা পেতে তারা পুনরায় যথারীতি টাকা জমাসহ সকল কার্যক্রম করলেও ইজারা বন্দ আছে বলে তাদেরকে জানিয়ে ইজারা দেয়া হয়নি। নিরেন্দ্র দিং বাধ্য হয়ে টাকা ফেরৎ দেওয়া হোক অথবা ডিসিআর দেওয়া হোক এদাবী জানিয়ে দেং ২৬/১৬ নং মামলা রুজু করেন। তখন গোপনে প্রতিপক্ষ দেবব্রত দিংকে ডিসিআর দেওয়া হলে নিরেন্দ্র দিং অতিঃ জেলা প্রশাসক (রাঃ) আদালতে মিস আপীল ৪৩/১৭ নং মামলা করেন। বিজ্ঞ আদালত দেং ২৬/১৬ মামলা চলমান থাকায় ৪৩/১৭ মামলার কার্যক্রম স্থগিত করেন। কিন্তু পরবর্তীতে প্রতিপক্ষ মামলা ভ্যাকেট করাতে সক্ষম হন। তখন নিরেন্দ্র দিং ৪৩/১৭ (খাস) নং মামলার ১৬/০৭/১৯ তারিখের আদেশের বিরুদ্ধে নিরেন্দ্র সরকার অতিঃ বিভাগীয় কমিশনার (রাঃ) খুলনা’র আদালতে মিস আপীল ৬১/১৯ নং মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ২৮/০৭/১৯ তাং নি¤œ আদালতের ১৬/০৭/২০১৯ তারিখের তর্কিত আদেশের কার্যকারিতা স্থগিত করেন। সংশ্লিষ্ট নথি তলব করা হয়। ৭ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য হয়। কিন্তু প্রতিপক্ষ দেবব্রত দিং আদালতের প্রতি শ্রদ্ধা না রেখে মামলার ধার্য দিনের একদিন পূর্বেই উক্ত ঘেরে নতুন করে এ্যাডবেষ্টার টিনের ছাউনি দিয়ে ঘর নির্মান করেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করেছেন বাদী নিরেন্দ্র সরকার। বিবাদী দেবব্রত সরকার জানান, ডিসিআর পেয়েই তারা ঘেরে দখলে আছে। ঘের পাহারার জন্য এ্যাডবেষ্টার টিনের ছাউনিযুক্ত বাসা নির্মান কাজ করা হয়েছে।

প্রতাপনগরে বিভিন্ন ইউনিয়নে সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপগর ইউনিয়নে বিভিন্ন সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের চাকলা, কুড়িকাহুনিয়া, প্রতাপনগর, হিজলিয়া, কোলা ও নাকনা কমিউনিটি কিনিকের সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কমিউনিটির দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যাতে কমিউনিটি কিনিক থেকে সুষ্ঠুভাবে সেবা নিতে পারে সেজন্য প্রত্যেকটি কমিউনিটি কিনিকে তিনটি করে সাপোট কমিটি রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, ইউনাইটেড একাডেমী হাইস্কুল ও এপিএস কলেজে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন। এসময় স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা, ইপিআই টেকনিশিয়ান দিলীপ কুমার ঘোষ, স্বাস্থ্য সহকারি সাইফুল্লহ কবির, সিএইচসিপি আলিমুন রাজিব, তরিকুল ইসলাম, কল্পনা খাতুন, বরিউল ইসলাম, রীমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

রামপালে সেচ্ছাসেবকদলের কাদির ভূইয়ার  সুস্থতা কামনায় দোয়া  

মেহেদী হাসান

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ভাইয়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঝনঝনিয়াস্থ আলহাজ্ব হাফিজুর রহমান তুহিনের বাসভবনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শোয়াইব হোসেন (সোহেল) এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা মাজহারুল ইসলাম ইয়ামিনের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান তুহিন, প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম (শান্ত), সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া (তানু), সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম (জুয়েল) প্রমুখ।

তালা উপজেলায় শুভসংঘের কমিটি গঠন

ইলিয়াস হোসেন, তালা

শুভ কাজে সবার পাশে থাকার ও আর্তমানবতার সেবার প্রত্যয় নিয়ে সাতক্ষীরার তালায় কালের কণ্ঠ শুভসংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় তালা প্রেসকাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় পাঁচ সদস্যের উপদেষ্টাসহ ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি এম এম রোকনুজ্জামান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি  কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদ্দারকে প্রধান উপদেষ্টা এবং তালা প্রেসকাবের সভাপতি প্রভাষক প্রণাব ঘোষ বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সমাজ সেবক সৈয়দ সোহেল রানা, সিনিয়র সাংবাদিক এম এ ফয়সালকে উপদেষ্টা মনোনিত করা হয়।

কার্যনির্বাহী কমিটির সভাপতি  হিসাবে সব্যসাচী মজুমদার বাপ্পী, সহ সভাপতি,মোঃ আফজাল হোসেন ও শফিকুল ইসলাম. সাধারণ সম্পাদক  সেকেন্দার আবু জাফর বাবু ও শারমিন আক্তার ,সাংগঠনিক সম্পাদক  আল আমিন হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল হক ,অর্থ সম্পাদক অসিম রায় ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রণয় কবিরাজ নয়ন,সমাজকল্যান সম্পাদক এহসানুল হক জুবায়ের, ক্রীড়া সম্পাদক মোঃ মুন্না খাঁ ও আফসানা মীমিকে  নারী বিষায়ক সম্পাদক  করে ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা সমবায় অফিসের আয়োজনে “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন“ প্রতি পাদ্যকে সামনে রেখে বিপুল সংখ্যক সমবায়ীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন,সমবায় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল শনিবার সকালে উদ্বোধনী পর্ব শেষে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ডাঃ সঞ্জিব দাশের সভাপতিত্বে শহীদ জোবায়েদ আলী মিলায়তনে আয়োজিত সভায় স্বাগত বক্তব্যদেন উপজেলা সমবায় অফিসার এফএম সেলিম আখতার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল সজীব খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম।বক্তব্যদেন উপজেলা কৃষি অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস,সমবায়ী এসএম গোলাম কুদ্দুস,কৃষ্ণপদ জোদ্দার,সেলিম ফকির প্রমুখ।

ডুমুরিয়ায় বিএনপির ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় বক্তব্যদেন যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,শেখ দিদারুল ইসলাম দিদার,শেখ শাহিনুর রহমান,মোল্যা কবির হোসেন,হাবিবুর রহমান হব,িঅরুন কান্তি গোলদার,মশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন,আমিনুর রহমান মোড়ল,শেখ আতিয়ার রহমান,মাষ্টার আমিনুল ইসলাম,শাহাদাৎ মোড়ল,শেখ মাহাবুর রহমান,শেখ আঃ মন্নিান,দেলোয়ার হোসেন,শহিদুল মোড়ল,আহম্মদ আলী ফকির,আঃ সালাম মহলদার,মোল্যা ইকরামুল ইসলাম,খান শফিকুল ইসলাম,হেমায়েত রশিদ খান,সরদার দৌলত হোসেন,সাহেদুজ্ামান বাবু,মাষ্টার আইয়ুব আহমেদ,এফএম গোলাম সরোয়ার,শেখ আঃ সালাম,মোনায়েম গাজী,শাহানুর রহমান,মোল্যা মশিউর রহমান,মাষ্টার সেলিম হালদার,আবুল কালাম খান,আশারফ হোসেন,পারভেজ গাজী,আবরার হোসেন সৈকত,খান তাজ,হামিদুর রহমান,রাফি গাজী,আনিসুর রহমান প্রমুখ।সভা শেষে অনুষ্ঠিত মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুস সাপলাম আল আজাদ।

শহরে ‘সিপাহী-জনতার অভুত্থান দিবসের প্রাসঙ্গিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা, অবৈধ ক্ষমতা দখল ও সংবিধান লঙ্ঘন, ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি ও উপনিবেশিক রাষ্ট্র কাঠামো অবসানের লক্ষ্যে ৭ নভেম্বর ঐতিহাসিক মহান সিপাহী-জনতার অভুত্থান দিবস উপলক্ষে ‘সিপাহী-জনতার অভুত্থান দিবসের প্রাসঙ্গিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের খুলনা রোড় মোড়ে বঙ্গবন্ধু চত্বরে প্রগতিশীল সাংস্কৃতিক জোটের আয়োজনে এ সেমনিার অনুষ্ঠিত হয়। প্রগতিশীল সাংস্কৃতিক জোটের  সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইদ্রিস আলী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুনসুর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন জাসদ সাতক্ষীরার সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গাজী শাহাজাহান সিরাজ, জাসদ নেতা আশরাফ কামাল, আব্দুল জব্বার, কবি নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়, প্রাবন্ধিক মনিরুজ্জামান মুন্না প্রমূখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, পৌর বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক আশরাফ সরদার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ^াস, ইদ্রিস সানা প্রমূখ উপস্থিত ছিলেন।

ফকিরহাটের লখপুর ইউনিয়ন আ,লীগের বিশেষ বর্ধিত সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা শনিবার বিকাল ৪টায় জলছত্র বটতলাস্থ দলীয় কার্য্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ,লীগের সভাপতি ও বিশিষ্ঠ শিল্পপতি মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের শ্রেষ্ঠ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার ও উপজেলা আ,লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ খলিলুর রহমান।

ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক এমডি সেলিম রেজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি আবু হুরাইয়া বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্চন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, জেলা কৃষকলীগের সহ সভাপতি পুলিন বিহারী ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রেজা, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ, ওয়ার্ড আ,লীগ নেতা হুমায়ুন কবির, মোঃ মোশারেফ হোসেন, আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান, আলতাপ হোসেন, ওহিদুল ইসলাম ও আরিদ হোসেন। সভায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ ও ওয়ার্ডে ওয়ার্ডে মহিলা আ,লীগের কমিটি গঠনের উপর বিস্তারিত আলোচনা করা হয়। শেষে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের আশুরোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহম্মদ বোরহান উদ্দিন।

ফকিরহাটে ইমাম পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ

ফকিরহাট প্রতিনিধি।

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.)কে অবমাননা করার প্রতিবাদে ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন ইমাম পরিষদের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ শনিবার সকাল ১০টায় উপজেলার টাউন নওয়াপাড়া ও কাটাখালী গোল চত্তর মোড়ে অনুষ্ঠিত হয়েছে। পিলজংগ ইউনিয়ন ইমাম পরিষদের আহবায়ক আলহাজ্ব হযরত মাওঃ হেমায়েত বিন তৈয়েব এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, মাওঃ আল আমিন বিন আমীন, মাওঃ মোঃ আঃ রহিম, মাওঃ নাসির উদ্দিন, মুফতি আব্দুল হান্নান, মাওঃ ওমর ফারুক, মাওঃ শফিউর রহমান ও মাওঃ মাহাবুবুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন আল আমীন বিন আলী। এসময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান। পরে হাজারো তওহীদী জনতাকে নিয়ে নওয়াপাড়া মোড় থেকে কাটাখালী মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জননেতা শেখ হেলাল উদ্দিন এম.পির সুস্থ্যতা কামনায় খুলনা জেলা ছাত্র লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন এম.পি এর সুস্থ্যতা কামনায় খুলনা জেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার সকাল ১০.০০ ঘটিকায় খুলনা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে (শঙ্খ মার্কেট) খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান জামাল, এস,এম খালেদীন রশিদী সুকর্ন, মফিজুর রহমান মফিজ, এ সময়ে উপস্থিত হযে বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুর রহমান রফিক, নাসির হোসেন, জাকারিয়া রহমান ওমান, আমির মোমেন রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর রহমান আকাশ, ইয়াছিন আরাফাত খান, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান তানভীর, কাজী নাজিব, অভিজিৎ রায় অভি, দপ্তর সম্পাদক বাধন হালদার, এ সময় আরও উপস্থিত ছিলেন, ওলিউজ্জামান সানি, শেখ রাসেল, মফিজুর রহমান মুন্না, রাকিব মাহমুদ, আলমগীর হোসেন রাজু, রুদ্রনীল হালদার শুভ, সজিব তালুকদার, রুবেল আহম্মেদ, আবিদ হাসান ফাহিম, জুয়েল সরদার, আবির হোসেন হৃদয়, শেখ সানজু আহম্মেদ প্রমুখ। দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, জননেতা শেখ হেলাল উদ্দিন এম.পি এর আশু সুস্থ্যতা ও রোগ মুক্তি কামনা করা হয়। এছাড়া ফুলতলা উপজেলা ছাত্রলীগের সদস্য রিফাত আহমেদ মোড়লের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদাহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

কয়রায় কারিগরি ইন্সটিটিউটের নিজস্ব ভবন ও শ্রেণি কক্ষ উদ্বোধন

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অধিভুক্ত শর্টকোর্স পরীক্ষা কেন্দ্র কয়রা কম্পিউটার ইন্সটিটিউটের নিজস্ব সম্পত্তির উপর ভবন ও শ্রেণি কক্ষ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এস,এম, ফজর আলী সানা ও কয়রা প্রেস কাবের সভাপতি এসএম হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, মোঃ শাহজাহান সিরাজ, মিজানুর রহমান কোহিনুর, কয়রা কম্পিউটার ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক/কেন্দ্র সচিব এম, রকিব হাসান, শিক্ষক জাহাঙ্গীর আলম, ইমদাদুল হক, সাদিয়া সুলতানা, রেশমা আক্তার প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবক এসএম ফজর আলী সানা বলেন বর্তমান সরকার কারিগরি শিক্ষা বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এ ধরনের প্রতিষ্ঠানের ভুমিকা অপরিসীম। যেহেতু এ প্রতিষ্ঠানটি কয়রা উপজেলার নাম করণে নাম রাখা হয়েছে সেহেতু দল মত নির্বিশেষে সকলেই এক সাথে এ প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে সহযোগীতা করতে হবে। প্রধান অতিথি মুহাঃ হুমায়ুন কবির বলেন- আমার ছেলেসহ কয়রা উপজেলার প্রায় সকল রাজনৈতিক নেতা থেকে শুরু করে সকল স্তরের ছেলে-মেয়েরা এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহন করে সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পাঠদান ও ফলাফল খুলনা জেলার মধ্যে শীর্ষ স্থানে আছে। সুতরাং এ প্রতিষ্ঠানটি স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগীতা পেলে বেকারত্ব দূরীকরণ ও বিভিন্ন সরকারি- বেসরকারী চাকুরীর ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের সনদ বাধ্যতামুলক হওয়ায় বিশেষ ভুমিকা পালন করবে। কয়রা প্রেস কাবের সভাপতি এসএম হারুন অর রশিদ বলেন- ডিজিটাল মানেই কম্পিউটার, আর এই কম্পিউটার শিক্ষা বিহীন বর্তমান সকল শিক্ষা অসমাপ্ত। তাই সকলকে ক¤িপউটার শিক্ষা গ্রহন করে সরকারি সনদ অর্জন করা বাধ্যতামুলক বলে আমি মনে করি।

কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার স.ম  রাশিদুল ইসলাম, আব্দুস সোবহান, রিয়াছাদ আলী, কমলেশ চন্দ্র মন্ডল,প্রীয়তোষ বিশ্বাস,আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফ্রান্সে মহানবী (সাঃ) অবমাননার প্রতিবাদে কয়রার আমাদীতে মানববন্ধন

কয়রা প্রতিনিধি

ফ্রান্স সরকার কর্তৃক বিশ্ব মুসলিমের কলিজার টুকরা ও প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শণ ও অবমাননা করায় তার প্রতিবাদ, শাস্তি ও ফ্রান্সের পন্য বর্জনের দাবীতে কয়র উপজেলার আমাদী ওলামা সমাজের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পালন করা হয়েছে। আমাদী সহ পাশ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক মুসলমানরা ব্যানার, প্লাকার্ড ও ফ্রান্সের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহন করে। আমাদী খান সাহেব ডিগ্রি কলেজ মাঠে মাওলানা আকবার হুসাইনের সভাপতিত্বে ও হাফেজ রোকনুজ্জামানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা অধ্যক্ষ আশরাফুল আলম,মাওলানা আকরাম হুসাইন, মাওলানা ইলিয়াছ হোসেন, মাওলানা কারী রুহুল আমিন, আফছার উদ্দিন, মাওলানা নুয়াজ, মাওলানা কুদরাত উল্যাহ, মাওলানা ফয়সাল প্রমুখ।

দেবহাটায় ভারতীয় ডেপুটি হাই কমিশনারের গাজীরহাট প্রনব মঠ আশ্রম পরিদর্শন

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটায় বাংলাদেশীস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার রাজেশ রায়না গাজীরহাট প্রনব মঠ আশ্রম পরিদর্শন করেছেন। শনিবার বিকাল ৪ টার দিকে বাংলাদেশীস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার রাজেশ রায়না স্বস্ত্রীক নন্দিতা রায়নাসহ গাজীরহাট প্রনব মঠ আশ্রমে আসেন। তিনি গাজীরহাট প্রনব মঠ আশ্রমটি ভারতীয় দূতাবাসের অর্থায়নে ৫ তলা বিশিষ্ট ভবন নির্মান কাজ পরিদর্শন করেন। এসময় তিনি এসময় তার সাথে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা মনোজ কুমার পান্তা, অসিম কুমার সাত্রা, প্রনব মঠের সভাপতি মহেন্দ্র সরকার, সাধারন সম্পাদক শ্রীরঞ্জন স্বর্নকার, আশমের শ্যামল মহারাজ, দেবহাটা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাভ চন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার রাজেশ রায়না গাজীরহাট প্রনব মঠের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং মঠের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

চারুপীঠ আর্ট স্কুলের চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

আলমগীর হোসেন, কেশবপুর

যশোরের কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে অনলাইন চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে শুক্রবার বিকালে পুরষ্কার বিতরর করা হয়েছে। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপুর সভাপতিত্বে শহরের আল আমিন মডেল একাডেমী চত্বরে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা উৎপল দের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা অগ্রণী ব্যাংকের পিন্সিপাল অফিসার আলাউদ্দীন খান বাবু, উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র, লেখক ও প্রভাষক তাপস মজুমদার, শিক্ষক সালাউদ্দীন, শিক্ষক সাহা বৈদ্যনাথ প্রমূখ। অনুষ্ঠানে ১০ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতির পিতার মৃত্যুতে দাকোপ প্রেসকাবের শোক বিবৃতি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দৈনিক দৃষ্টিপাত ও জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার দাকোপ প্রতিনিধি এবং দাকোপ প্রেসকাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডলের পিতা সুভাষ চন্দ্র মন্ডল (৭০) শুক্রবার রাত সাড়ে ৮টায় কৈলাশগঞ্জ নিজ বাসবভনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসকাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়, সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, সাধারণ সম্পাদক জি.এম রেজা, সহ-সাধারণ সম্পাদক গাজী আবুল বাশার, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক জি.এম আজম, সদস্য জয়ন্ত রায়, পারুল বেগম, সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, মোজাফ্ফার হোসেন, তুষার দাস, গোবিন্দ বিশ্বাস, সোহাগ আহমেদ, দীপক রায়, জি.এম জাকির হোসেন, শামীম হোসেন, মনিরুল ইসলাম মনি, দীপক সরদার, এস.এম মামুনুর রশীদ, রুহুল আমীন, গাজী সরোয়ার হোসেন, মজনু ফকির, কুমারেশে বিশ্বাস, প্রবীর রায় বাপ্পী।

তেরখাদায় সমবায় দিবস অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধিঃ

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ প্রতিপাদ্যে গতকাল সকাল ১১টায় তেরখাদা উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার চৌধুরী আবুল খায়ের, মোঃ সালাউদ্দিন, প্রেসকাব সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক মফিজুুল ইসলাম জুম্মান, মলয় সরকার, বিভিন্ন সমবায় সমতিরি সদস্যবৃন্দসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস। পরিচালনায় ছিলেন মোঃ হাফিজুর রহমান।

বটিয়াঘাটায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত

বটিয়াঘাটা প্রতিনিধি

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১ টায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভায় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইচ চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বিআরডিবির ইউসিএলই এর সভাপতি এসএম ফরিদ রানা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় সেকশান অফিসার মোঃ আজিজুর রহমান, সাংবাদিক এসএমএ ভূট্টো, সাংবাদিক ইমরান হোসেন সহ বিভিন্ন সমবায় সমিতির সমবায়ী বৃন্দ।

বিশ্বনবীর (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শণের প্রতিবাদে বটিয়াঘাটা

ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা ইমাম পরিষদের আয়োজনে ফরাসী পত্রিকা শার্লি এবদো কর্তৃক বিশ্বনবী (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১ টায় বাজার চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা ইমাম পরিষদের সভাপতি মুফতি আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাওঃ নাসির উদ্দিন কাসেমী। অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন মুফতি ছলিমুল্লাহ, হাফেজ মাহবুবুর রহমান, , হাফেজ হেদায়েতুল্লাহ, হাফেজ ওমর ফারুক, হাফেজ জাহিদুল ইসলাম, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ আব্দুর রশিদ, মাওঃ শরিফুল ইসলাম, প্রভাষক নেহাল উদ্দিন মুন্সি সহ অনেকে। বক্তারা বিশ্ব নবী সম্পর্কে ফ্রান্সে এ ধরণের ঘটনার তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানান। অবিলম্বে এ ধরণের কার্যকলাপ বন্ধের জন্য সকলের প্রতি আহবান জানান।

 ঝিনাইদহে বাংলাদেশ হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

তথ্য প্রযুক্তির অপব্যবহার পূর্বক ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঝিনাইদহে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখা এ কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি কনক কান্তি দাস, জেলা হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক সুবীর সমাদ্দার, সদর থানা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলী, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পলাশ বিশ্বাস, ঐক্য পরিষদের নেতা সুশান্ত সরকার, সাধন সরকার, প্রসেনজিৎ ঘোষ সিপন প্রমুখ ।

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানে ঝিনাইদহে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহরের ইকো পার্কে জেলা সমবায় অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সদর উপজেলঅ নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, জেলা সমবায় অফিসার আহসান হাবিব। অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার সমবায়ী, সফল উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

ঝিনাইদহে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি-

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী ও শেষ নবী মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গাত্বক চিত্র প্রদর্শণে নিন্দা ও প্রতিবাদে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের পায়রা চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যুব সংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ আসাদুল্লাহ, জেলা সাধারন সম্পাদক হারুনুর রশিদ, জেলা যুব সংঘের সভাপতি হুসাইন কবির, সোনা মনির পরিচালক নজরুল ইসলাম, আল-আওন এর সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

ঝিনাইদহে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক প্রচারণা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। গত ২৬ অক্টোবর থেকে ১০ দিন ব্যাপী সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শহরের চাকলাপাড়ায় সোস্যাল ওয়েলফেয়ার এ্যাডভান্সমেন্ট কমিটি (সাকে)’র বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট  (ব্রেড) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ প্রচারণা করা হয়।

ব্রাক’র জেলা সমন্বয়ক রোকেয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সিটি কলেজের উপাধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রোফেশনাল অফিসার আব্দুল হাই সিদ্দিক,  ট্রাষ্ট ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম, ব্রেড এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার সাবেক কমিশনার তারিকুল ইসলাম তারিক, সাকো’র নির্বাহী পরিচালক বশির উদ্দীন। অনুষ্ঠানে ব্র্যাক’র সহযোগিতায় ব্রেড’র আয়োজনে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক  সহিংসতা প্রতিরোধে (জেন্ডার ভিত্তিক ন্যায় বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের উদ্যোগে) করোনাকালীন সময়ে ২৫০ জন নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাইকিং প্রচারণা চালানো হয়।

অপরদিকে ব্রাকের সহযোগিতায় ব্রেড এর আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে ১০ দিন ব্যাপী সচেতনতা মুলক মাইকিং কর্মসূচী পালিত হয়েছে। ২ টি রিক্সাযোগে ১০ দিন শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য সচেতনামুলক ও করোনা ভাইরাসে করনীয় নানা বিষয়ে মাইকিং করা হয়েছে বলে জানান আয়োজকরা।

শেখ হেলাল এমপি ও তার মাতার রোগ মুক্তি কামনায় মহানগর বঙ্গবন্ধু পরিষদের দোয়া

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অবিভাবক শেখ হেলাল উদ্দিন এম পি ও তার রতœগর্ভা মাতা রিজিয়া নাসের এর আশু রোগ মুক্তি কামনায় বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর কার্যালয় বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিষদের খুলনা মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা আ.লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজ্,ু সাধারণ সম্পাদক রোটাঃ এম আসাদুজ্জামান মুন্নার পরিচালনায় দোয়া করেন মহানগর ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাফেজ শেখ আসলাম, আরো উপস্থিত ছিলেন পরিষদের খুলনা জেলা সভাপতি (স্বাস্থ্য) আলহাজ্ব এস এম গোলাম কিবরিয়া, মহানগর সহ-সভাপতি শরীফ এনামুল কবির, আলহাজ্ব শাহাদাৎ হোসেন মল্লিক, সাবেক ছাত্রনেতা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, রোটাঃ ইঞ্জি. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক ও সোনাডাঙ্গা থানার সভাপতি ডা. হাফিজুর রহমান সোহেল, জাকির হোসেন বিপ্লব, প্রভাঃ ইফফাত সানিয়া ন্যান্সি, এ্যাড. সোহেল পারভেজ, মোঃ সেলিম চৌধুরী, কালাম মোল্লা, গাজী রকিব উদ্দিন সোহাগ, সাংবাদিক মামুন রেজা, কবি আসাদুজ্জামান মিথুন, অহিদুল সিকদার, মহিদুল ইসলাম নান্নু, এ্যাড. মেহেদী ইনছার, আলহাজ এস এম জিয়া উদ্দিন, কে এম নুরুল হক, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম মোল্লা, মোঃ রেজাউল করিম, মশিউর রহমান মিলন, ইঞ্জি. শান্তনু বৈরাগী, বিশ্বজিত কুমার মন্ডল, মোঃ সারাফাত উল্লাহ স্বপন, মিসেস মুক্তা হক, এইচ, এম আরিফ, আদম গাজী মান্দার, আফজাল হোসেন আমজালা, আঃ জব্বার কমান্ডার, আঃ সালাম সিকদার, রায়হান চৌধুরী, কাজী আলী আহাদ, মোঃ মাসুদ গাজী, আবুল কালাম সিকদার, জলিল হোসেন বাবু প্রমুখ।

খানজাহান আলী থানা এলাকায় গড়ে উঠেছে এলাকাভিত্তিক নতুন নতুন কিশোর গ্যাং

ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানা এলাকায়  বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মাদক ,ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ইভটিজিং এবং মাদক বিক্রির মতো অপরাধে মুলক কর্মকান্ডে জড়িত।  ধর্ষণের ঘটনাও ঘটাচ্ছে তারা। এছাড়া এ সকল  কিশোর গ্যাংয়ের কাছে রয়েছে দেশী অস্ত্রের ছড়াছড়ি। এদের অনেকেই রাজনৈতিক ছত্র ছায়ায় অবস্থান করছে। আবার কেউ কেউ শীর্ষ সন্ত্রাসীদের অনুচর হিসেবে কাজ করছে। বিভিন্নপাড়া ,মহল্লার উঠতি বয়সের ছেলেরা একত্রিত হয়ে গ্যাং তৈরি করে নানা ধরনের অপরাধ করে যাচ্ছে। বিভিন্ন নামে এলাকাভিত্তিক নতুন নতুন কিশোর গ্যাং এর গ্রুপ  গড়ে তুলেছে তারা। পাড়া-মহল্লায় নারীদের উত্ত্যক্ত, কটূক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি দেখানোসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। আধিপত্য বিস্তার ,  এবং মাদক সেবন ছাড়াও নানা তুচ্ছ ঘটনায়  চলছে হাতাহাতি-মারামারি। এছাড়া আফিলগেট বাইপাস সড়ক সহ বিভিন্নরাস্তায়   ঝুঁকিপূর্ণ বাইক ও কার রেসিং তাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।  থানা এলাকার  বেশিরভাগই অপরাধ  ঘটেছে কিশোর অপরাধীদের মাধ্যমে। খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন  কিশোররা যেন অপরাধে জড়াতে না পারে সেজন্য অভিভাবকদের বেশি সচেতন হতে হবে। তাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে, কাদের সঙ্গে মিশছে সে বিষয়ে মা-বাবাকেই বেশি নজরদারি করতে হবে। অনুসন্ধানে দেখা গেছে  ইতিপুর্বের যে কোন সময়ের চেয়ে  কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে ওঠার মাত্রাটি বর্তমানে বেশি লক্ষ করা যাচ্ছে ।  কোন এক সময়  উঠতি বয়সের তরুনদের   মধ্যে নানা রকম সমাজকল্যাণমূলক কাজের প্রতিযোগিতা লক্ষ করা গেলেও   এখন  উঠতি বয়সের তরুনদের  একটি উল্লেখযোগ্য অংশ একত্র হয়ে গ্যাং তৈরি করে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে থানা পুলিশের  বিভিন্ন সময়ে অভিযান চললেও   এ ধরনের অভিযান অব্যাহত না থাকলে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠতে পারে বলে মনে করেন সতেতন মহল ।

ফুলবাড়ীগেট বাজারে ঔষধ এর দোকানে চুরির ঘটনায় আরও ১ আসামিকে ঢাকা থেকে  আটক করেছে পুলিশ

ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি

ফুলবাড়ীগেট বাজারের ৩ নং গলির  গাজী ফার্মেসীর সার্টারের তালা ভেঙ্গে নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনায় আরও ১ আসামিকে ঢাকা থেকে  আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ ।  এর আগে এ   মামলার আটকৃত  অপর  আসামি বাবুল হাওলাদার (৪০) এর স্বীকারোক্তি অনুযায়ি বাগেরহাটের মল্লিকের বেড় এলাকার আনোয়ার হোসেনের পুত্র শাহিন ( বুদুল)  (৩৮) কে ঢাকার কামরাঙ্গিরচর থেকে বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার সময়  আটক করেছে মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই হাসানুজ্জামান ও এসআই লুৎফুল হায়দার ।  ১ নভেম্বর রবিবার গভির রাতে ফুলবাড়ীগেট  গাজী ফার্মেসীতে চুরি সংঘটিত হয় । দোকানের মালিক গাজি মোহাম্মাদ আলি বাদি হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন।  মামলা নং ০২, তাং ০৪-১১-২০ ইং ।

গিলাতলা  ইউনিয়ন রক্ষা নাগরিক কমিটির মশিয়ালি মিনা বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি

গিলাতলা  ইউনিয়ন রক্ষা নাগরিক কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধায়  মশিয়ালি মিনা বাজারে এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মুনতাজ গাজীর  সভাপতিত্বেও মোঃ আমিরুল সরদারের পরিচালনায় সভায়   প্রধান অতিথি ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন রক্ষা নাগরিক কমিটির সদস্য সচিব  আঃ সত্তার মোল্লা, কাজী আজাদুর রহমান হিরোক,   বক্তব্য রাখেন ইউপি সদস্য বখতিয়ার পারভেজ, হুমায়ুন কবির, মাহমুদ হাসান, আঃ সালাম, মোল্লা সোহরাব হোসেন, আঃ সালাম গাজী, সরদার আলম, ব্যাংকার ইুউনুস গাজী , রশিদ গাজী ,  মোঃ শাহিনুর রহমান, প্রমুখ  ।  সভায় বক্তারা বলেন  অধিকাংশ মানুষ পাটকল শ্রমিক ও কৃষি কাজের উপির নির্ভরশীল। সরকারী এবং ব্যক্তিমালিকানাধীন পাটকল গুলি বন্ধ থাকায় আয় রোজগারের পথ বন্ধ। ফলে খুলনা সিটি কর্পোরেশন হলে  ৭০ ভাগ মানুষ কর্পোরেশনের অতিরিক্ত কর, খাজনা, হল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি দিতে কঠিন হয়ে পড়বে। ইউনিয়নবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে উন্নয়নেরদিকে ক্রমেই ধাবিত হচ্ছে। যার কারণে ইউনিয়নের মানুষ ৮ প্রকার ভাতার সুবিধা পাচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরের সুবিধাই রুপান্তরিত করার জন্য উদ্যোগ গ্রহন করেছেন রাস্তা, কালভার্ট, সুপিয় পানির ব্যবস্থা, শতভাগ বিদ্যুতায়ন ও স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গীর্জাসহ গ্রামীণ উন্নয়নে যোগাযোগ ও ছোটবড় শিল্প কলকারখানা করার উদ্যোগ বা কর্মসূচীকে আমরা সঠিক মনে করি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনাকে আমরা সমর্থন করি। এলক্ষে বক্তারা সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।

খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লিংকনের  সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি

ব্যক্তিমালিকানাধিন পাট ,সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ শনিবার সকাল ১০ টায় খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন । এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানকে শ্রমিক  ফেডারেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।  শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি পাট ,সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান , সাংগঠনিক সম্পাদক  সাইফুল ইসলাম, মোঃ বখতিয়ার, এম এ ওয়াহিদ মুরাদ, আঃ ওয়াদুদ সিকদার,নুরে আলম সেকেন্দার আলী , , মোঃ বাবুল,   বীর মুক্তিযোদ্ধা , মাহাতাব উদ্দিন,  মোঃ ওবায়দুর রহমান , শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক  সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক  মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ ।

শেখ হেলাল উদ্দিন এমপি’র সুস্থ্যতা কামনায়

রোটিরী’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

রোটারী প্রেসিডেন্ট টিম ২০-২১ এর আয়োজনে দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পুত্র জননেতা শ্রদ্ধাভাজন অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি, তার স্ত্রী ও মাতা এবং পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী হাবিবুন নাহারের রোগ মুক্তি কামনায় শনিবার বাদ আস দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা প্রেসকাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে রোটারিয়ান প্রেসিডেন্ট এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে রোটারিয়ান প্রেসিডেন্ট মীর বরকত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, রোটিরি রিজিয়ন চেয়ার মাহমুদুল রহমান কার্নি, রিজোন চেয়ার নূরুল ইসলাম, লেফটেনেন্ট গভর্নর খন্দকার সাজ্জাদুল ইসলাম, ইঞ্জি: মশিউজ্জামান খান, আশীষ দে, মোল্লা মারুফ রশিদ, মফিদুল ইসলাম টুটুল, মোল্লা আবু জাফর, প্রেসিডেন্ট ডা: সুদেব মন্ডল, রোমিও হোসেন পিয়াস, ইঞ্জি: মাহাবুবুর রহমান শামীম, প্রেসিডেন্ট আনোয়ারুল হক স্বাধীন, এস এম আলতাফ হোসেন, ওমর ফারুক ববি,  শামসুল আরেফিন রনি, উত্তম দাস, মো: মহিবুল্লাহ, বিশ্বনাথ, ইঞ্জি: নাজমুল হুদা, পিয়াস, রুবেল, নাসরীন ইসলাম, মো: মনিরুজ্জামান প্রমুখ।

ফুলতলায় জাতীয় সমবায় দিবস পালিত

ফুলতলা প্রতিনিধি

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে পালিত হলো৪৯তম জাতীয় সমবায় দিবস। শনিবার সকাল ১০টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) রুলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ইউএনও সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম। বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মাহাতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রনি, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, শামসুল আলম খোকন, সমবায়ী মঞ্জুর হাসান, বিষ্ণু দাস, সাগর গাজী প্রমুখ।

খুলনা বিজনেস সোসাইটির উদ্যোগে নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা

খবর বিজ্ঞপ্তি

খাটি পন্য ক্রয়-বিক্রির একটি অনলাইন প্লাটফর্ম হলো খুলনা বিজনেস সোসাইটি। তারা সমাজের অবহেলিত আর বঞ্চিত নারী সমাজকেও নিয়ে ভাবেন। তারা নারীদের উন্নয়নে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার দিন ব্যাপী আভা সেন্টারে খুলনা বিজনেস সোসাইটি উদ্যোগে নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা ও মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন, উমেন্স চেম্বার অব কমার্স বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শীলু, প্রাণের বাগেরহাটের চিফ এডমিন মোঃ শাওন পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিজনেস সোসাইটির চিফ এডমিন সোহাগ সরকার। কর্মশালায় শতাধিক নারি পুরুষ অংশ নেন। কর্মশালা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্যোক্তাদের অভিজ্ঞতা বর্ণনা করা হয়।

সরকারী জমি দখল করে মহেশপুরের খোশালপুর মোড়ে বিএনপি নেতার বাড়ী নির্মান চলছে

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মোড়ে এবার রাস্তার পাশের সরকারী জমি দখল করে এক বিএনপি নেতা বসত ঘর নির্মান শুরু করেছেন। ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস বিষয়টি জানলেও এখনও কোন ব্যবস্থা গ্রহন করেননি বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান,সলেমানপুর গ্রামের বিএনপি নেতা আব্দুল হক খোশালপুর গ্রামের মোড়ে রাস্তার পাশের সরকারী জমি দখল করে বসত ঘর নির্মানের কাজ শুরু করেছেন। বিষয়টি ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসকে জানানোর পরও অদৃশ্য কারনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা জানান,খোশালপুর গ্রামের মোড়ে সরকারী জমি দখল করে কেউ বাড়ী করছেন কিনা তা আমার জানানেই।

নেপা ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাসিবুর রহমান জানান,সরকারী জমি দখল করে বসত ঘর নির্মানের কাজ শুরু করেছিলো আব্দুল হক নামের এক ব্যক্তি। বিষয়টি জানার পর আমরা তা ভেঙ্গে দিয়েছি। তার পরও উচ্ছেদের জন্য আবেদন করা হয়েছে।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কাজি আনিসুল ইসলামের সাথে তার মুখো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি। যারই কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেখ হেলাল উদ্দিন এমপি’র সুস্থতা কামনায় রূপসা উপজেলা আওয়ামীগের দোয়া

রূপসা প্রতিনিধিঃ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পূত্র শেখ হেলাল উদ্দিন এমপি’র সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা ৭নভেম্বর  বিকাল ৪টায় রূপসা সদরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

খুলনা-৪আসনের এমপি আব্দুস সালাম মূশের্দীর সার্বিক তত্ত্বাবধানে রূপসা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়।

রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন  জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ঠ ক্রীড়াবিদ মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম, থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও অধ্যক্ষ ফ ম আঃ সালাম,সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, জেলা  স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা  আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা  আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ  জাহাঙ্গির হোসেন মুকুল, চঞ্চল মিত্র, প্রচার সম্পাদক আঃ গফুর খান, দপ্তর সম্পাদক আকতার ফারুক,গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ, স ম জাহাঙ্গির,  নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব এসহাক সরদার,মোঃ জাহাঙ্গির শেখ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কারুজ্জামান,জেলা  শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাম সম্পাদক রাজিব দাস টাল্টু, কৃষকলীগ নেতা আঃ মান্নান শেখ, মোশারেফ হোসেন কুটি, আওয়ামীলীগ নেতা আরিফুজ্জামান লিটন, শেখ, আসাদুজ্জামান, মিজান সরদার, মোঃ মঈন উদ্দিন, আঃ রশিদ শেখ, মিজান সরদারশামীম হাসান তুহিন,সাবিনা ইয়াসমিন, ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, আওরঙ্গজেব স্বর্ণ, সাইদুর রহমান, নাজির শেখ, আঃ জব্বার সরদার, ইউনিয়ন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক  হোসনেয়ারা পারভিন হেনা, যুবলীগ নেতা আঃ মজিদ শেখ, সরদার জসিম উদ্দিন,বাদশা মিয়া,শাহনেওয়াজ কবির টিংকু, শারাফাত হোসেন উজ্জল,ইমন গাজী প্রমূখ।