খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সংসদ সদস্যর রোগমুক্তি কামনায় দোয়া

1
Spread the love

তথ্য বিবরণী:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের রোগমুক্তি কামনা করে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ (শুক্রবার) জুম্মাবার কালেক্টরেট জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, ২১ নম্বর ওয়ার্ড মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, খুলনার ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামান, জেলা প্রশাসনের কর্মকর্তা, মসজিদের ইমামসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।