আর্চারিতে অলক হাসান চ্যাম্পিয়ন

10
Spread the love

ক্রীড়া প্রতিবেদক
‘মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২০’ এর তৃতীয় দিনে আর্চারি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ইভেন্টে বিএসপিএ’র ২১ জন সদস্য অংশ নেন। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন অলক হাসান। রানার্স-আপ হয়েছেন একেএম কামরুজ্জামান হিরু।
প্রিলিমিনারি রাউন্ডে অলক এবং একেএম কামরুজ্জামান হিরু সমান ১৯ পয়েন্ট সংগ্রহ করেন। টাইব্রেকারে হিরুকে হারিয়ে এই ইভেন্টে তৃতীয়বারের মতো সেরা হন অলক। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন আবু হুরায়রা তামিম।
ইভেন্টটি পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিরণ। ইভেন্টের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। আজ বিএসপিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে দাবা ইভেন্ট। এবার সর্বমোট ৬টি ডিসিপ্লিনের ৯টি ইভেন্টের প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। সবক’টি ডিসিপ্লিনের ে খলা বঙ্গবন্ধু জাতীয় ে স্টডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। করোনার কারণে এবার এই আয়োজনের কলেবর কিছু কমেছে। গতবারের ে চয়ে এবার ৩টি ডিসিপ্লিন কমানো হয়েছে। এবারের কার্নিভালের ইভেন্টগুলো হলো ক্যারম একক, ক্যারম দ্বৈত, টেবিল টেনিস একক, টেবিল টেনিস দ্বৈত, ব্যাডমিন্টন একক, ব্যাডমিন্টন দ্বৈত, দাবা, শুটিং ও আরচ্যারি।

সালমার দলের কাছে জাহানারাদের এমন হার

ক্রীড়া প্রতিবেদক
উইমেন্স টি-২০ চ্যালেঞ্জে (যেটিকে বলা হচ্ছে মেয়েদের আইপিএল) গতকাল বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই খেলোয়াড় সালমা খাতুন ও জাহানারা আলম। এ ম্যাচে সালমার দল ট্রেইলব্লেজার্সের কাছে ৯ উইকেটে হেরে গেছে জাহানারাদের দল ভেলোসিটি।
আগেরদিন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভেলোসিটি ৫ উইকেটে হারায় টুর্নামেন্ট ফেবারিট গতবারের চ্যাম্পিয়ন সুপারনোভাসকে। সুতরাং এ ম্যাচটি তাদের কাছে ছিল ফাইনাল নিশ্চিত করার ম্যাচ। কিন্তু এমন বাজে হারে নেট রান রেট খুবই খারাপ হয় পড়ায় ফাইনালই অনিশ্চিত। শনিবার সুপারনোভাস ট্রেইলবেজার্সকে হারাতে পারলে তাদের নিয়েই চলে যাবে ফাইনালে। এই শারজার মাঠে ২৪ ঘণ্টা আগের ভেলোসিটিকে পরের ২৪ ঘন্টার ভেলোসিটির সঙ্গে মেলাতে গেলে ধাক্কা খেতে হয়। আগেরদিন টুর্নামেন্ট ফেবারিট সুপারনোভাসকে ৫ উইকেটে হারিয়ে দেওয়া দলটি কি বাজেভাবেই না হারলো।
টসজয়ী মিতালি রাজের দল প্রথমে ব্যাট করে ১৫.১ ওভারে অলআউট হয় মাত্র ৪৭ রানে। আর স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ট্রেইলব্লেজার্স সেই রান ১ উইকেট হারিয়েই টপকে যায় মাত্র ৯.৫ ওভারে। উইকেটের চরিত্র একেবারেই পড়তে না পেরে হেরেছেন মিতালি-জাহানারারা? নাকি কান্তি তাদের এতটাই জড়িয়ে ধরেছিল যে তারা না পেরেছেন ব্যাটিংয়ে কিছু করতে না বোলিংয়ে! এই পরাজয়ের ব্যাখ্যা একটাই-এটাই ক্রিকেট। তবে ম্যাচ শেষে জাহানারার অধিনায়ক মিতালি রাজ বলেছেন, ম্যাচটিকে তারা ভুলে যেতে চান।

ফুটবলার সোহেল রানার চিকিৎসায় ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তা

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মো. সোহেল রানার লিগামেন্ট চিকিৎসায় এক লাখ টাকা অনুদান দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ে মা. জাহিদ আহসান রাসেল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সোহেল রানার হাতে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এ অর্থ তুলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব ে মা. আখতার হোসেন উপস্থিত ছিলেন। সোহেল রানাকে অর্থের চেক প্রদানকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা দেশের সম্পদ। তারা রাষ্ট্রের দূত হিসেবে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সুখে-দুঃখে সব সময় আমরা আমাদের খেলোয়াড়দের পাশে থাকতে চাই। অচিরেই ফুটবলার সোহেল রানা সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে আশা করছি।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার অপেক্ষায় সাকিব

ক্রীড়া প্রতিবেদক
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে ে গছে গত ২৮ অক্টোবর। তাই মাঠে ফিরতে আর কোনো বাধা নেই ৩৩ বছর বয়সী তারকার। ইতোমধ্যে ওয়ানডে অলরাউন্ডারের র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান ফিরে পেয়েছেন তিনি। সঙ্গে মাঠে ফিরতেও মরিয়া বিশ্বসেরা অলরাউন্ডার। চলতি মাসে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে মুখিয়ে আছেন সাকিব।
নিষেধাজ্ঞার পর নিজের ইউটিউব চ্যানেলে ভক্ত ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন-উত্তর পর্বে এমন কথা জানিয়েছেন তিনি। এসময় সাকিব জানান, বিকেএসপিতে নেওয়া অনুশীলনটা তার পুরোপুরি শেষ হয়নি। তাই প্রস্তুতিতে একটু ঘাটতি রয়ে গেছে। ে সটা টি-টোয়েন্টি কাপ দিয়ে পূর্ণ করতে চান তিনি।

প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় নেপাল দল

ক্রীড়া প্রতিবেদক
দুইটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে চলে এসেছে নেপাল জাতীয় ফুটবল দল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশেষ চাটার্ড ফাইটে করে বাংলাদেশ অবতরণ করেছেন নেপাল দলের ফুটবলাররা।
আগামী ১৩ ও ১৭ নভেম্বর হবে এই প্রীতি ম্যাচ দুইটি। এর জন্য অনুশীলন শুরুর আগে চারদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে নেপাল দলকে। আগামী ১০ নভেম্বর থেকে তারা অনুশীলন শুরু করতে পারবে। এদিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নেপাল স্কোয়াডের দুই খেলোয়াড়ের করোনা পজিটিভ ধরা পড়েছিল। যে কারণে তাদের দেশে রেখেই বাকিরা এসেছে দুই ম্যাচের সফরে। প্রাথমিকভাবে ৪০ জনের কথা বলা হলেও, নেপালের বহরে এসেছে ৩৫ জন।

আইসিইউতে সাবেক ফুটবলার বাদল রায়

ক্রীড়া প্রতিবেদক
শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক তারকা ফুটবলার বাদল রায়। পরিস্থিতি ভালো না হওয়ায় তাকে বর্তমানে রাজধানীর আজগর আলী হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
আগে থেকেই নানা জটিলতায় ভুগছিলেন তিনি। ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে এক পাশ অচল হয়ে পড়ায় কথা বলতেন কষ্ট করে। মাঝে করোনাতে ভুগেছেন। এবার তো ঠিক মতো শ্বাসই নিতে পারছেন না। সেজন্য তাকে গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টানা তিনবারের সহ সভাপতি ছিলেন মোহামেডানের সাবেক এই তারকা। সর্বশেষ বাফুফের নির্বাচনে সভাপতি পদে দাঁড়িয়ে ৪০ ভোট পেয়ে হেরেছেন।

জেএফএ কাপে জয় পেয়েছে খাগড়াছড়ি-রংপুর-ময়মনসিংহ

ক্রীড়া প্রতিবেদক
জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২০ এর আঞ্চলিক পর্বের তৃতীয় দিনে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে জয় পেয়েছে খাগড়াছড়ি, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহ জেলা।
দিনাজপুর জেলা স্টেডিয়ামে রংপুর জেলা ৩-০ গোলে হারায় নীলফামারি জেলাকে। এই ভেন্যুর অপর ম্যাচে পঞ্চগড় জেলা ১-০ গোলে হারায় দিনাজপুর জেলাকে। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা ২-১ গোলে হারায় চাঁদপুর জেলাকে। এই ভেন্যুতেই খাগড়াছড়ি জেলা ৬-০ গোলে উড়িয়ে দেয় লক্ষ্মীপুর জেলাকে। খাগড়াছড়ির হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেন কৃতি ত্রিপুরা। কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় নড়াইল জেলাকে। অপর ম্যাচে কুষ্টিয়া জেলা ২-০ গোলে হারায় টাঙ্গাইল জেলাকে। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া জেলা স্টেডিয়ামে হবিগঞ্জ জেলাকে টাইব্রেকারে ২-১ গোলে হারায় শেরপুর জেলাকে। এই ভেন্যুও অপর ম্যাচে ময়মনসিংহ ে জলা ৩-১ ে গালে হারায় সুনামগঞ্জ জেলাকে।

হাজার জয়ের মাইলফলকে নাদাল

ক্রীড়া প্রতিবেদক
বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি দারুণ কীর্তি গড়েছেন রাফায়েল নাদাল। টেনিসের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক হাজার এটিপি ট্যুর ম্যাচ জয়ের মাইলফলকে পৌঁছেছেন স্প্যানিশ তারকা।
প্যারিস মাস্টার্সে বুধবার স্বদেশি ফেলিসিয়ানো লোপেসকে হারিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এই মাইলফলক ছোঁয়া আগের তিন জন হলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি জিমি কনরস (১২৭৪), নাদালের দীর্ঘ দিনের প্রতিপক্ষ রজার ফেদেরার (১২৪২) ও চেক রিপাবলিক গ্রেট ইভান লেন্ডল (১০৬৮)। ফরাসি ওপেনে নিজের ১৩তম শিরোপা দিয়ে ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড স্পর্শ করার এক মাসের মাথায় দারুণ এই কীর্তি গড়লেন নাদাল। আজকের এই অবস্থানে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বলে জানালেন তিনি।

১৬ কোটি টাকা পেল আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে হওয়া আর্থিক ক্ষতি পুষিয়ে সরকারি তহবিল থেকে দেড় মিলিয়ন ডলার বা সাড়ে ১৬টি টাকা পেয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। দেশটির সরকারের করোনা রেসকিউ ফান্ড থেকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছে এই বড় অঙ্কের অর্থ।
বিশ্বব্যাপী মহামারির কারণে আয়ারল্যান্ড ক্রিকেটের পুরো গ্রীষ্ম মৌসুমের ঘরোয়া সূচি বাতিল হয়ে গেছে। গত মার্চে লকডাউন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র ইংল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে খেলেছে আইরিশরা। তাদের নারী দল এখনও মাঠে ফিরতে পারেনি। সম্প্রতি ২০১৯ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। একটি সাইবার ক্রাইমজনিত সমস্যায় পৌনে দুই লাখ ডলার ক্ষতি হলেও, বার্ষিক হিসেবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্ষতির পরিমাণ দেখা গেছে মাত্র ৯৭৯৭ পাউন্ড বা ১০ লাখ টাকার কাছাকাছি।

তিন ক্রিকেটারকে ছেড়ে দিলো পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক
সম্ভাবনা জাগিয়েও ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি জিততে পারেনি পাকিস্তান। মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভার জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারী জিম্বাবুয়ে। এখন দুই দলের সামনে অপেক্ষা টি-টোয়েন্টি সিরিজের। যেখানে শক্তির ব্যবধান আরও কমে আসে।
এ সিরিজের জন্য নিজেদের স্কোয়াড থেকে তিন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রাথমিকভাবে পুরো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা হয়েছিল ২২ সদস্যের স্কোয়াড। এখন সেটি নামিয়ে আনা হয়েছে ১৯ জনে। বাদ পড়া তিনজন হলেন দুই টপঅর্ডার ব্যাটসম্যান ইমাম উল হক, আবিদ আলি ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার হারিস সোহেল। আগামীকাল শনিবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তারা।

রোনালদো ফিরতেই দুর্দান্ত জুভেন্টাস

ক্রীড়া প্রতিবেদক
তিনি না থাকলে কতটা ব্যবধান তৈরি হয়, সেটি আসলে বোঝানোর প্রয়োজন পড়ে না। এরপরও বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি সামনে আনা যেতে পারে। ক্রিস্তিয়ানো রোনালদো না থাকায় ঘরের মাঠে কাতালাদের কাছে প্রথম হারের তিক্ততা পেতে হয়েছে জুভেন্টাসকে।
করোনাভাইরাস থেকে মুক্তি পেয়ে পর্তুগিজ যুবরাজ ফিরতেই ইউরোপে আবার জয়ের সৌরভ ছড়িয়ে দিলো ইতালিয়ান চ্যাম্পিয়নরা। হাঙ্গেরিয়ান কাব ফেরেঙ্কভারোসের মাঠ থেকে ফিরেছে ৪-১ ে গালের বড় জয় নিয়ে। রোনালদো গোল পাননি, দারুণ পারফরম্যান্সে সতীর্থদের গোলে অবদান রেখেছেন। বার্সেলোনার বিপক্ষে আগের ম্যাচে তিনবার বল জালে জড়িয়েও অফসাইডে বারবার হতাশ হওয়া আলভারো মোতারা এ ম্যাচে করেছেন জোড়া গোল। তার সঙ্গে পাউলো দিবালার স্কোরশিটে নাম তোলার পর আত্মঘাতী গোলে জয়ে ফিরেছে জুভেন্টাস।

মন জয় না করলেও ম্যাচ জিতল বার্সা

ক্রীড়া প্রতিবেদক
ডায়নামো কিয়েভের বিপক্ষে বার্সেলোনাকে ঠিক চেনা গেলো না। আরেকটু হলে তো পয়েন্টই হারাতে যাচ্ছিল ন্যু ক্যাম্পের এই কাব। শেষ অব্দি অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়লেন লিওনেল মেসিরা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কাম্প নউয়ে বুধবার রাতে ২-১ গোলে জিতেছে ফেভারিটরা। ‘জি’ গ্রুপের ম্যাচে লিওনেল মেসি পেনাল্টি থেকে গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। শেষ দিকে গোল করে ম্যাচ জমিয়ে তুলে কিয়েভ। কিন্তু শেষ রক্ষা হয়নি। ইউক্রেনের দলটিকে হারিয়ে ইউরোপিয়ান কাব ফুটবলের সেরার লড়াইয়ে শেষ ষোলোর পথে বার্সা। বুধবার সেরা দলটি নিয়ে নামতে পারেনি কিয়েভ। চোট, কার্ড আর করোনাভাইরাসের কারণে মূল দলের ১৪ জন ছিলেন না। তারও মন্দ খেলেনি দলটি। বিশেষ করে মেসির সফল স্পট কিকে পঞ্চম মিনিটে বার্সেলোনা এগিয়ে গেলেও দল হাল ছাড়েনি। এটি মেসির এ মৌসুমে তৃতীয় গোল আর তিনটিই পেনাল্টি থেকে। খেলার ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। এরপর ৭৪তম মিনিটে টিসাইহানকভের গোলে লড়াই জমিয়ে তুলে কিয়েভ। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচ জিতলেও ভক্তদের মন অবশ্য জয় করতে পারেনি বার্সা।

পিএসজিকে হারিয়ে লাইপজিগের মধুর প্রতিশোধ

ক্রীড়া প্রতিবেদক
শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল লাইপজিগ। পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে জয়ে ফিরল জার্মানির দলটি। গত আসরের হারের মুধুর প্রতিশোধও নিল তারা।
‘এইচ’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে ২-১ গোলে জিতেছে লাইপজিগ। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে ৩-০ গোলে হেরে থেমেছিল তাদের স্বপ্নময় পথচলা। এ নিয়ে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল পিএসজি। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে আসর শুরু করা টমাস টুখেলের দল নিজেদের দ্বিতীয় ম্যাচে ইস্তানবুল বাসাকসেহিরের মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল। বাসাকসেহিরকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় দারুণ শুরু পাওয়া লাইপজিগ দ্বিতীয় ম্যাচে ইউনাইটেডের মাঠে ডুবেছিল ৫-০ ব্যবধানে হারের হতাশায়।

রেনকে উড়িয়ে দিল চেলসি

ক্রীড়া প্রতিবেদক
প্রথমার্ধে দুই পেনাল্টি গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া চেলসি বিরতির পর জালের দেখা পেল আরও একবার। রেনকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।
স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধের পুরোটা ১০ জন নিয়ে খেলা ফরাসি দলটিকে ৩-০ গোলে হারায় চেলসি। জোড়া গোল করেন টিমো ভেরনার। একবার জালের দেখা পান ট্যামি আব্রাহাম। ঘরের মাঠে দশম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ভেরনার। প্রতিপক্ষের ডি-বক্সে এই জার্মান ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল চেলসি। এরপর সেভাবে সুযোগ তৈরি করতে পারছিল না আগের ম্যাচে ক্রাসনোদারকে ৪-০ গোলে হারানো ইংলিশ দলটি। ৪১তম মিনিটে আরেকটি স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ভেরনার। ভিএআরের সাহায্যে হ্যান্ডবলের কারণে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এই ঘটনায় ডিফেন্ডার দালবের্ত দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রেন। ছন্নছাড়া ফুটবল খেলা সফরকারী দলটি প্রথমার্ধে গোলের জন্য শট নিতে পারে কেবল একটি, সেটিও ছিল না লক্ষ্যে।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আব্রাহাম। ডান দিক থেকে রিস জেমসের নিচু ক্রসে খুব কাছ থেকে পায়ের টোকায় বল জালে পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড। ৭৪তম মিনিটে গোল পেতে পারতেন আব্রাহামের বদলি নামা অলিভিয়ে জিরুদ। কিন্তু ফরাসি এই ফরোয়ার্ডের শট ফেরান গোলরক্ষক। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিল বাসাকসেহির

ক্রীড়া প্রতিবেদক
দুই গোল খেয়ে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়ানোর আভাস দিল বটে। কিন্তু শেষ রক্ষা হলো না। ইংলিশ দলটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পয়েন্ট পেয়েছে ইস্তানবুল বাসাকসেহির।
ইস্তানবুলে বুধবার ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে বাসাকসেহির। আসরে টানা দুই জয়ের পর হারের তেতো স্বাদ পেল ইউনাইটেড। পিএসজির মাঠে ২-১ গোলে জিতে টুর্নামেন্ট শুরুর পর দ্বিতীয় ম্যাচে লাইপজিগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল উলে গুনার সুলশারের দল। ওই দুই দলের বিপক্ষেই ২-০ গোলে হেরেছিল বাসাকসেহির। প্রিমিয়ার লিগে গত রোববার ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের একাদশে ছয় পরিবর্তন এনে খেলতে নামে ইউনাইটেড। দাভিদ দে হেয়ার জায়গায় গোলপোস্টের নিচে দাঁড়ান ডিন হেন্ডারসন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুই দলের প্রথম দেখায় দ্বাদশ মিনিটে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় বাসাকসেহির। সতীর্থের ক্রস মাঝমাঠে পেয়ে যান দেম্বা বা। বিনা বাধায় বল নিয়ে এগিয়ে ডি-বক্সের মাথা থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন সেনেগালের এই ফরোয়ার্ড।
শুরু থেকে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইউনাইটেড। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিলেন ব্রুনো ফের্নান্দেস, মার্কাস র‌্যাশফোর্ডরা।
৪০তম মিনিটে প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন অরক্ষিত এদিন ভিসকা। এই গোলেও যথেষ্ট দায় ছিল ইউনাইটেডের রক্ষণভাগের। দুই মিনিট পর অঁতনি মার্সিয়ালের গোলে ব্যবধান কমায় সফরকারীরা। লুক শর ক্রসে হেডে বল জালে পাঠান এই ফরাসি ফরোয়ার্ড। ৫৬তম মিনিটে সমতায় ফিরতে পারতো ইউনাইটেড। ফের্নান্দেসের ফ্রি-কিক ডান দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। ম্যাচে ফিরতে মরিয়া ইউনাইটেড বাকি সময়ে একের পর এক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি। শেষ দিকে আত্মঘাতী গোল খেতে বসেছিল বাসাকসেহির। তবে লাইন থেকে বল কিয়ার করে দারুণ এক জয়ের উৎসবে মাতে তারা।