বেনাপোল প্রতিনিধি
জীন ছাড়ানোর কথা বলে যশোরের চৌগাছা উপজেলায় ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে এক কবিরাজ।
গতকাল রাত ৮ টায় চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামে ধর্ষনের এ ঘটনা ঘটে।
নির্যাতিত ওই শিশুর বাবা বুধবার রাতেই চৌগাছা থানায় কবিরাজ এনায়েত আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৪/০৫.১১.২০২০।
ধর্ষক কবিরাজ এনায়েত আলী (৫০) উপজেলার তিলকপুর গ্রামের আমজেম আলীর ছেলে।
মামলায় বলা হয় গত ৪ অক্টোবর রাত ৮টার দিকে চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের আমজেম আলীর ছেলে কবিরাজ এনায়েত আলীর কাছে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। তার জিনের আছর ছিল। কবিরাজ শিশুটিকে জীন ছাড়ানোর কথা বলে একই উপজেলার ইন্দ্রপুর মানিক শাহ পীরের দরবারের পাশে পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির খালা জানান, বৃহস্পতিবার সকালে তার ভাগ্নির ডাক্তারি পরীক্ষা যশোর জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। পুলিশ মেয়েটিসহ তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দী গ্রহণ করেছেন।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ বলেন, মেয়েটির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি কবিরাজ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।