খুলনায় দীর্ঘদেহী ২ যুবককে নিয়ে মানুষের কৌতুহল

2
Spread the love

স্টাফ রিপোর্টার//

খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালি গ্রামের যুবক উজ্জল মন্ডলকে নিয়ে কৌতুহল বাড়ছে মানুষের। ৭ ফুট লম্বা এই যুবকের ওজনও ১৬২ কেজি। অন্যদিকে পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের ৬ ফুট ১০ ইঞ্চি উচ্চাতার যুবক মো. কলিম শেখকেও নিয়েও কৌতুহলের শেষ নেই। তবে দীর্ঘদেহী যুবকদের কেউই তাদের উচ্চতা নিয়ে স্বস্তিতে নেই।

খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালি গ্রামের উজ্জল মন্ডল। জন্মের পর থেকে স্বাভাবিকভাবেই তার শারীরিক গঠন বাড়তে থাকে। কিন্তু ১০ বছর বয়স থেকে শুরু হয় হরমনজনিত পরিবর্তন। একসময় উজ্জলের উচ্চতা গিয়ে দাড়ায় ৭ ফুটে। ওজনও নেহাত কম নয়, ১৬২ কেজি। একটি দোকানে কাজ করার পাশাপাশি ভ্যান চালিয়ে চলে সংসার।

একই রকম পরিস্থিতি পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের কলিম শেখের। ১১ বছর বয়স থেকে তার উচ্চতার পরিবর্তন হয়। গিয়ে ঠেকে ৬ ফুট ১০ ইঞ্চিতে। অতিরিক্ত উচ্চতার কারণে কেউ তাকে কাজে নেয় না বলে অভিযোগ কলিমের। তারপরও বহু মানুষের কৌতুহলে পরিণত হয়েছেন উজ্জল ও কলিম।

দীর্ঘদেহী দুজনই এখন কিছুটা অসুস্থ। একই সাথে স্বাভাবিক জীবনযাপনেও রয়েছে তাদের নানা ভোগান্তি।