মহানগর দায়রা জজ আদালতে: মাদক মামলায় দু’ভাই-বোনের ৮বছর সশ্রম কারাদন্ড

2
Spread the love

স্টাফ রিপোর্টার  

খুলনা থানার মাদক মামলার আসামি দু’ভাই-বোনকে ৮বছর সশ্রম কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫মাস কারাদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো.শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। পাশাপাশি ভাইকে আরো একটি ধারায় ২বছর সশ্রম কারাদন্ড, ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩মাস কারাদ-াদেশ দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন নগরীর ৪৯, নিউ সার্কুলার রোড টুটপাড়া মহির বাড়ি ছোট খাল পাড়ের তারা মঞ্জিলের বাসিন্দা মৃত. তারা মৃধার ছেলে জাকির হোসেন মৃধা (৪০) ও তার বোন মিসেস মুন্নি (৪০)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত উভয় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৭ সালের ৪ মে বিকেল সোয়া ৫টার দিকে আসামিদের বসত বাড়িতে  অভিযান চালায় পুলিশ। এসময় তাদের বসতঘর তল্লাশি করে  ৭৩০পিস ইয়াবা ও আড়াই কেজি গাঁজাসহ দু’ভাই-বোনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই এসএম আলমগীর কবির বাদী তাদের বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-১৬। ওই বছরের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজিত মিস্ত্রি আদালতে দু’জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম শহিদুল আলম শহিদ।