সারা খুলনা অঞ্চলের খবর

27
Spread the love

নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৪৫ গ্রাম গাজাঁ ও ২০ পিস ইয়াবাসহ ৫  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর খালিশপুর হাউজিং এস্টেট এর মো. হাবিব হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার (২২), বয়রা বকুলতলা দাসপাড়ার আব্দুস সালামের ছেলে মো. মিরাজ হাওলাদার (১৯), দক্ষিন কাশিপুর রেল লাইন সংলগ্ন জামান এর বাড়ীর ভাড়াটিয়া মৃত. কাশেমের ছেলে  মো. দুলাল মিয়া সরকার (৪০), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর মধ্যপাড়ার মো. সামছু মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২০) ও একই গ্রামের  মো. ওসমান মিয়ার ছেলে মো. নাসির উদ্দিন (২২)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১ কেজি ৪৫ গ্রাম গাজাঁ ও ২০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।

রূপসায় জেলা ডিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার রূপসা থানাধীন ইলাইপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল ও একরকজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি রতœা বেগম (৩৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রতœা বেগম বাগমারা গ্রামের নাছির উদ্দিন হাওলাদারের স্ত্রী। 

জেলা ডিবি জানায়, ২৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে খুলনা জেলার রূপসা থানাধীন ইলাইপুর গ্রামে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই রাজিউল আমিন। এসময় 

আসামির বসত ঘরের পশ্চিম পার্শে পানি তোলার মটরের ট্যাংকের উপর মটর সাইলের কভার দ্বারা ঢাকা কাপড়ের তৈরী নীল ট্রাভেল ব্যাগের মধ্যে জলপাই রংয়ের ফোরটাচ কামিজ এর নিচ হইতে ১০(দশ) বোতল ফেন্সিডিল ও হলুদ কসটেপ ও বাশপাতা কাগজে মোড়ানো ০১(এক) কেজি গাঁজাসহ রতœা বেগমকে 

গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। 

১৬ নং ওয়ার্ডে পিস কাবের সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

খুলনা সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডে পিস কাবের সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত হয়। রূপান্তর প্রতিনিধি মাহমুদা জাহান নিরার সঞ্চালনায় বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিসুর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ এস এম বুলবুল। সমাজের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাসহ উগ্রপন্থা প্রতিরোধে এবং জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা দূর করতে জনপ্রতিনিধিবৃন্দ ও পিস কাবের সদস্যরা একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা পিস কাবের কার্যক্রমের প্রশংসা করে।

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের প্রতিবাদ সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (রেজিঃ-৬২২) সাধারণ শ্রমিকেরা বৃহষ্পতিবার বিকাল ৪টায় প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সহ-সাধারণ সম্পাদক ইমাম আলী। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ হালিম হাওলাদার। সভায় আবুল হোসেন কার্ফুর সদস্য পদ পুনবর্হালের জোরালো দাবি জানান বক্তারা।

সভায় বক্তারা বলেন, গত ২২ অক্টোবর খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নুরনগরস্থ কম্পিউটার কার্যালয়ে সংগঠনের সভাপতি কাজী মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু। সভায় সিদ্ধান্ত হয়েছিল সাত দিনে মধ্যে, ইউনিয়নের সহ-সভাপতি আবুল হোসেন কার্ফুর সদস্য পদ পুনবর্হালের জন্য সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু ঢাকা গিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র সাথে আলোচনা করবেন। তবে, আব্দুর রহিম বক্স দুদু অসুস্থ থাকায় ঢাকা যেতে পারেননি। সাধারণ শ্রমিকরা এখন আলোচনার জন্য অপেক্ষা করছেন।

গতকালকের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, আফসার মোল্লা, আকরাম সরদার, বাবলু খলিফা, সেলিম হোসেন, বজলু হাওলাদার, টিটু খান, মনিরুল আলম, রফিক সরদার, বারেক হাওলাদার প্রমুখ।

খুলনা জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা শনিবার

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শামীম স্কয়ার মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় জেলা যুবলীগের নির্বাহী কমিটির সকল সদস্য, উপজেলা’র আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক/সভাপতি, সাধারণ সম্পাদকদেরও উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

মহানবীর অপমান মুসলমানরা সহ্য করবে না: ইসলামী আন্দোলন

খবর বিজ্ঞপ্তি

]ফ্রান্সে রাসুল (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ, ফ্রান্সের সকল পন্য বয়কট ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্দোগে নগরীর পাওয়ার হাউজ মোড়ে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুল আউয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান।

সমাবেশে প্রধান অতিথি আব্দুল আউয়াল বলেন, মুসলমানরা তাদের নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মহানবীর অপমান মুসলমানরা সহ্য করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে তাদের হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে।

তিনি বলেন, ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। ফ্রান্সের ধর্মবিরোধী এ অবমাননা বিশ্বমুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। তিনি আরো বলেন, ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে । অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়বে। বক্তারা বলেন, ফ্রান্সের প্রধানমন্ত্রীও এর আগে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে। এসব উগ্র কর্মকান্ড প্রমাণ করে ফ্রান্স সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ফ্রান্স সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া বিশ্বের মুসলমানদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। অবিলম্বে সরকারিভাবে ফ্রান্সের এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ মুসলমানদেরকে ফ্রান্সের সকল পন্য বয়কটের আহবান জানান। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান,জেলা সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম, সহ-সভাপতি শেখ জামিল আহমদ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নগর সভাপতি মুফতী গোলামুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ হামিদি, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আল গালিব, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নগর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আলী আহমেদ, ইসলামী আন্দোলন নগর সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, জেলা সহ সাংগঠনিক মাওলানা মুজিবুর রহমান, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, জেলা প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, নগর সহ প্রচার ফেরদৌস গাজী, জেলা সহ প্রচার এস কে নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, জেলা দপ্তর মাওলানা আব্দুস সাত্তার হালদার, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, জেলা সহ দপ্তর মাওলানা আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, জেলা অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, জেলা সহ অর্থ হাফেজ মোস্তাফিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান,জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, নগর সহ প্রশিক্ষণ মোঃ আব্দুল্লাহ আল নোমান, জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আকিছুর রহমান, জেলা ছাত্র যুব বিষয়ক মাওঃ আবু সাঈদ, নগর ছাত্র ও যুব বিষয়ক মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন,জেলা কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবুল কালাম আজাদ, শিক্ষা ও সাংস্কৃতিক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন,জেলা আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, মহিলা ও পরিবার বিষয়ক হাফেজ আব্দুল লতিফ,জেলা মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আব্দুল জলিল, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, জেলা সংখ্যালঘু জিএম নওশের আলী, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, হাফেজ খায়রুল ইসলাম, বন্দ সরোয়ার হোসাইন, জেলা সদস্য মোঃ রিপন হোসেন, আলহাজ্ব আব্দুর রউফ শেখ, জাতীয় শিক্ষক ফোরাম নগর সভাপতি মুফতী রবিউল ইসলাম রাফে, জেলা সভাপতি মাওঃ আব্দুস সাত্তার, নগর সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম, জেলা সম্পাদক মাওঃ মাহবুবুল আলম,  ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, নগর সাধারন সম্পাদক গাজী মুরাদ হোসেন, জেলা সাধারণ সম্পাদক মাওঃ হেলাল শিকারী, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, জেলা সভাপতি মাওঃ তাওহীদুল ইসলাম মামুন, নগর সাধারণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোস্তাফিজুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, জেলা সভাপতি নাজমুস সাকিব, বিএল কলেজ সভাপতি কাজী আল আমিন, নগর সহ সভাপতি আব্দুস সালাম, জেলা সহ সভাপতি কেএম মাহমুদুল হাসান, নগর সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মোঃ এনামুল হাসান সাঈদ, বিএল কলেজ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন মাওঃ রশীদ আহমেদ, মুফতী অহিদুল ইসলাম, মুফতী মুশতাক আহমেদ, মুফতী রাসেল কবীর, মোঃ কামরুজ্জামান, মুফতী আওসাফুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ সজীব, মোঃ আমজাদ হোসেন, মোঃ মঈন উদ্দিন ভুইয়া প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুস সাত্তার (৫৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এরআগে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে রোহিতা বাজারের পোষ্ট অফিসের সামনে মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি। আব্দুস সাত্তার উপজেলার রোহিতা বাজার এলাকার মৃত নূর আলী দফাদারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান জানান, আব্দুস সাত্তার নতুন বাইক কিনেছেন। ভাল ড্রাইভিং করতে পারতেন না। সকাল সাতটার দিকে বাড়ি থেকে তিনি বাইক নিয়ে বের হন। দ্রুত গতিতে বাইক নিয়ে রাজগঞ্জ-পুলেরহাট আঞ্চলিক মহাসড়কে উঠা মাত্র রাজগঞ্জগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মস্তিষ্কে আঘাত পাওয়ায় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই গোলাম রসুল দুর্ঘটনায় আহত আব্দুস সাত্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শরণখোলায় ধর্ষন চেষ্টার অভিযোগ দু’গ্রুপের সংঘর্ষে আহত-৩

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায়  প্রকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হয়ে স্থানীয় এক বখাটের হাতে ধর্ষন চেষ্টার শিকার হয়েছেন এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর  (বুধবার) গভীর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পুর্ব রাজৈর গ্রামে। ওই এলাকার জনৈক এক দিন মজুরের স্ত্রী ও এক সন্তানের জননী (২৭) এমন অভিযোগ করেন। এ ঘটনায় পরবর্তীতে দু’ গ্রুপে সংঘর্ষ হলে উভয় পক্ষের তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সুত্র জানায়,  বুধবার রাতে ওই গৃহবধু প্রকৃতি ডাকে সাড়া দেয়ার জন্য তার বসত ঘরের পাশে নামলে পুর্ব থেকে ওৎ পেতে থাকা পুর্ব রাজৈর গ্রামের বাসিন্দা মো. আমীর আলী মুন্সীর ছেলে বখাটে মো. ইলিয়াস মুন্সী (৩০) পিছন থেকে ওই গৃহবধুর মুখ চেপে ধরে। এক পর্যায়ে তিনি চিৎকার দিলে তার স্বামী সহ পার্শ্ববর্তী ঘরের বাসিন্দারা ছুটে আসে ইলিয়াসকে আটক করে এবং ওই সময় উত্তেজিত জনতা ইলিয়াসকে কিছু উত্তম-মাধ্যম দেন । এ খবর  ইলিয়াসের পরিবারের লোকজন জানতে পারলে একই রাতে তার ভাই ফিরোজ মুন্সী (৩৮), মো. ফারুক মুন্সী (৩২), মো. হেলাল মুন্সী (২৫), মো. ফরিদ মুন্সী (৩৪), মো. মনির মুন্সী (৪২) এবং  ভাগিনা মো. হাসান হাওলাদার একজোট হয়ে ওই দিন মজুরের বাড়ীতে হামলা করে গৃহবধু  সহ তার স্বামী এবং শশুরকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহয়তা নিয়ে গৃহবধু ও তার স্বামী ওই রাতে শরনখোলা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্যে ভর্তি হন। তবে, এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াসের ভাই মো. ফারুক মুন্সী জানান, পুর্ব শত্রুতার জের ধরে ওই মহিলা ও তার স্বামী নাটক সৃষ্টি করে আমার ভাইকে অন্যায় ভাবে পিটিয়ে রক্তাক্ত করার কারণে আমার এক ভাই ক্ষিপ্ত হয়ে ওর স্বামীকে ২/৪টি পিটান দিয়েছে মাত্র। তবে, মহিলার গয়ে কেউ হাত দেয়নি। এতে হাসপাতালে ভর্তি লাগেনা। এছাড়া ইলিয়াসের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেড়িকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ সংক্রান্ত কোন বিষয় আমার জানা নাই । তবে, অভিযোগ পেলে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।

ফুলতলায় মুক্তিযোদ্ধার থ্রি-হুইলার গাড়ি থেকে ব্যাটারী চুরি

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার উত্তর আলকা এম এম কলেজ এলাকা থেকে মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসুর থ্রি-হুইলার গাড়ীর একটি ব্যাটারী চুরি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু জানান, প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে নিজ উঠানে ৫টি সিএনজি গাড়ি রাখা ছিল। এর মধ্য থেকে খুলনা-থ-৮১৯ নম্বর থ্রি-হুইলার গাড়ির একটি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ হাজার টাকা। তবে এলাকায় মাদকসেবীরা এ ধরনের কাজ করতে পারে বলে তার ধারণা।

কপিলমুনিতে জলদস্যু রুস্তম স্ত্রীসহ আটক, অস্ত্র গুলি উদ্ধার

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

কপিলমুনিতে সুন্দরবনের জলদস্যু রুস্তোম গ্যাং এর প্রধান রুস্তোম গাজী (৫০) ও তার স্ত্রীকে অস্ত্র- গুলিসহ আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত ব্যাক্তিদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছিল। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে  দিকে গোপন সংবাদের  ভিত্তিতে খবর পেয়ে কপিলমুনির পার্শ্ববর্তী উত্তর সলুয়া গ্রামের মোঃ রুস্তোম গাজীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে থানা পুলিশের এএসআই নাসির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। এসময় রুস্তোম গাজী ও তার স্ত্রী মোছাঃ নিলুফা খাতুনকে আটক করে তার ঘরে তল্লাসী চালায়, একপর্যায় টিনের আলমারীতে লুকিয়ে রাখা, ২ টি দেশীয় তৈরি রিভলবল, ১ টি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২ টি ছুরি, ১ টি চাপাতি, ১ টি হাতুড়ী, ১ টি ছোট হাত কুড়াল উদ্ধার করেছে। তবে ১০ রাউন্ড গুলির মধ্য ৬ টি রিভলবলের গুলি, ২টি রাইফেলের গুলি, ২ টি টুটু বোরের গুলি রয়েছে। ঘটনায় সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি ও ওসি (তদন্ত) আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাইকগাছা থানার ইনচার্জ ওসি এজাজ শফী বলেন, রুস্তোম গাজী ও তার স্ত্রীকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রুস্তোম সুন্দরবনের দস্যু সে আগেও অস্ত্রসহ আটক হয়েছিল। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৃতঃ বাছের গাজীর ছেলে। বর্তমানে উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামে বসত করে।

গণতান্ত্রিক বাজেট আন্দোলন খুলনা জেলা কমিটির নাগরিক সংলাপ

খবর বিজ্ঞপ্তি

গণতান্ত্রিক বাজেট আন্দোলন খুলনা জেলা কমিটির নাগরিক সংলাপ গতকাল বৃহস্পতিবার সকালে দৈনিক প্রবাহের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এড. কুদরৎ ই খুদার সভাপতিত্বে সাঃ সম্পাদক খালিদ হোসেনের পরিচালনায় সংলাপে বক্তৃতা করেন খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, আ’লীগ নেতা শ্যামল সিংহ রায়, জাসদ মহানগর সাঃ সম্পাদক মোঃ আরিফুজ্জামান মন্টু, জেলা কমিটির সাঃ সম্পাদক স ম রেজাউল করিম, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ন্যাপের সাঃ সম্পাদক তপন কুমার রায়, সেবিকা শিলা রাণী দাস, সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, শেখ ফেরদৌসুর রহমান, মামুন রেজা, সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সাঃ সম্পাদক খলিলুর রহমান সুমন, নারী নেত্রী সিলভী হারুন, রূপায়নের শামীমা শাহিন, সুমন আহমেদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু,কামনা রানী প্রমূখ। বক্তারা বলেন, আঞ্চলিক সমতা ভিত্তিক বাজেট পেশ করতে হবে। এ জন্য করের আওতা বাড়াতে হবে। তবে তা জনগণের ওপর বোঝা না হয়ে পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। ভ্যাটের বোঝা কমিয়ে কর প্রদানকারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। অন্যায়, দুর্নীতি আর অসমতার বিরুদ্ধে রাজনীতিবিদ ও নাগরিক নেতাদের আরো সোচ্চার হতে হবে। বাজেটের অব্যবহৃত অর্থের পরিমাণ প্রকাশ করতে হবে। কল্যাণকর রাষ্ট্র করতে হলে সংসদে রাজনীতিবিদদের অংশ গ্রহণ বাড়াতে হবে। কমাতে হবে ব্যব্সায়ীদের অংশ গ্রহণ। কিন্তু বর্তমানে এ দেশে ব্যবসায়ীরাই সংসদে সংখ্যা গরিষ্ঠ। এসব ব্যবসায়ীদের মধ্যে দেশ প্রেম খুবই কম। ফলে এদের দিয়ে দেশের জণগণের উপকার হবে না। বাজেট নিয়ে জেলা ভিত্তিক সমন্বয় করে বাজেট পেশ করতে হবে। বাজেট গণতান্ত্রয়ণের জন্য বাজেট বিকেন্দ্রীয়করণ, জনঅংশ গ্রহণ ও জেলা বাজেট পেশ করতে হবে। বাজেট বিষয়ক আইনী জটিলতা দূর করতে হবে। প্রাদেশিক সরকার ব্যবস্থা থাকলে বাজেট সুসমভাবে নির্ধারণ হতো বলে বক্তারা মনে করেন।

পাটকল রক্ষা আন্দোলনের আটককৃত নেতৃবৃন্দের মুক্তিতে আনন্দ মিছিল ও সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

বাম গণতান্ত্রিক জোট আহুত গতকাল ১৯ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র উদ্যোগে ফুলতলা আটরা ইষ্টার্ণ জুট মিল গেটের সামনে খুলনা-যশোর রোডে রাজপথ অবরোধ ও সমাবেশ কালে আটককৃত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক শ্রমিকনেতা অলিয়ার রহমান, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবি, ইষ্টার্ণ গেট বাজার বণিক সমিতির সভাপতি রবিউল ইসলাম সরু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, সাবেক ওয়ার্ড কমিশনার ও শ্রমিকনেতা শামসেদ আলম শমসের, শেখ আবুল হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ শহিদুল ইসলাম, জাহাঙ্গীর সরদার বৃহস্পতিবার ২৯ অক্টোবর মুক্তি পাওয়ায় তাঁদের ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো হয় এবং মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কমরেড রতন সেন স্মৃতিসৌধে পৌঁছে মুক্তিপ্রাপ্তরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরবর্তীতে সিপিবি কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক এড, কুদরত-ই-খুদার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এড. বাবুল হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑসিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, গণসংহতি আন্দোলন, জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা নেতা আব্দুল করিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, বাংলাদেশের ওয়ার্কার্স পর্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য বিকল্প সদস্য গাজী নওশের আলী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, সিপিবি নারী সেল, খুলনা জেলা সমন্বয়ক সুতপা বেদজ্ঞ,  শিক্ষকনেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কে এম হুমায়ুন কবির, গণসংহতি আন্দোলন, খালিশপুর থানা সদস্য সচিব আলমগীর হোসেন লিটু, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ, খুলনা জেলা সমন্বয়ক মোঃ রুহুল আমিন, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, নাগরিক নেতা এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, ফুলতলা উপজেলা সিপিবি নেতা গাজী আফজাল হোসেন, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর আহবায়ক আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনার আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি উত্তম রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত কুমার মন্ডল, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর সম্পাদক অনিক ইসলাম, ছাত্র নেতা সাগর চ্যাটার্জী, যশোর জেলা অর্থ সম্পাদক জান্নাতুল ফোয়ারা অন্তরা, ছাত্রনেতা জান্নাতুল ফাতেমা অনন্যা, শ্রমিক নেতা মোঃ মেহেদী হাসান বেল্লাল, মোশাররফ হোসেন, শামস্ শারফিন শ্যামন, আলমগীর কবীর, জাহাঙ্গীর সরদার, নূরুল ইসলাম প্রমুখ। এছাড়া কারামুক্ত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এস এ রশীদ, জনার্দন দত্ত নাণ্টু, মিজানুর রহমান বাবু। সমাবেশে বক্তারা বলেন, আমাদের আন্দোলন জারি থাকবে, যতদিন না পর্যন্ত রাষ্ট্রায়ত্ব পাটকল রাষ্ট্রের অধীনে চালু না হবে শ্রমিকরা ততদিন পর্যন্ত রাজপথে থাকবে। সাথে সাথে নেতৃবৃন্দ মানবমুক্তির লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।     

খুলনায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার

নগরীর সোনাডাঙ্গা এলাকায় ইজিবাইকের ধাক্কায় সাখাওয়াত(৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকাল ১০টায় সবুজবাগ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তিনি সবুজবাগ এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা যায়, সোনাডাংগা থানাধীন সবুজবাগ মসজিদের সামনে সকাল সাড়ে ৯টায় বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় সোনাডাঙা থেকে ছুটে আসা ইজিবাইকটি সাখাওয়াত (৮০) কে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ৯/১০ওয়ার্ডে ভর্তি করে করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য লাশ ঘরে রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইজিবাইক চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 মোড়েলগঞ্জে তাঁতীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জের ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে তাঁতীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীলীগের সভাপতি দৈনিক নওয়াপাড়া পত্রিকার মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. হাসানুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান মাতুকবর, কমলেশ দাস।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর তাঁতীলীগের সভাপতি এ্যাড. আমজাদ হোসেন খান, রামচন্দ্রপুর ইউনিয়নের সভাপতি সাফাতুল ফরাজী, সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রমুখ।

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড’র সমাপনী

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে শেষ হয়েছে ৩ দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড। বৃহস্পতিবার বিকেলে শহরের ফজর আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার তসলিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, ফজর আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ কে এম ফয়সানুল কবির। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে ৫ টি ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কার প্রদাণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্টানকে পুরস্কৃত করা হয়। গত মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের ফজর আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে।  মেলাই ৬ টি উপজেলার ৩ টি গ্রুপে ৫৪ টি প্রজেক্টে ১শত শিক্ষার্থী অংশ নেয়।

নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি

নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা)  সাতক্ষীরা জেলা শাখার পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মুহাঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী  লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা  প্রেসকাবের সভাপতি ও নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা জি এম নূর ইসলাম, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা  শাখার উপদেষ্টা ও সাতক্ষীরা আইনজীবী  সমিতির সাবেক সভাপতি এ্যাড আব্দুল মজিদ, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম , বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে আমরা সামাজিক কর্মকান্ডে যুক্ত হতে পারি। সাতক্ষীরা শহরে বাইপাস হলেও ট্রাক চালকরা বাইপাস দিয়ে না যেয়ে শহরের ভিতর দিয়ে যাতায়াত করে যাতে করে দূর্ঘটনা বেড়ে যাচ্ছে। তিনি বলেন সড়কে প্রতিদিন গড়ে ১০-১৫ জন মারা যায়। এটি চলমান। সড়ক দূর্ঘটনা রোধে সরকার, চালক,জনগন সবার সচেতনতা দরকার। তিনি আরোও বলেন, দূর্ঘটনা রোধে আমাদেরকে শিক্ষা নিতে হবেও শিখতে হবে। এটির উত্তরন ঘটাতে পারলে সেটি হবে অনেক বড় কাজ।’ এ সময় আরো বক্তব্য রাখেন নিসচা’ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক এস এম মহিদার রহমান, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, মোহাম্মাদ আলী সুজন, মতিয়ার  রহমান মধু । নিসচা’র এস এম মহিদার রহমানের পরিচালনায় সমগ্রঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আবিদুল হক মুন্না। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন নিসচা সাতক্ষীরা শাখার সভাপতি মুহাঃ দিদারুল ইসলাম।

সভাপতি মোস্তফা-সম্পাদক আবদুল্লাহ

ডুমুরিয়া ইটভাটা শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক কমিটি গঠন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়ন’র আয়োজনে তিন দফা দাবি আদায়ের লক্ষে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ সেন্টারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এম এইচ গাজী মোস্তফা।সভায় বক্তব্যদেন মো. আব্দুল্লাহ শেখ,আবুল হোসেন শেখ,ইদ্রিস শেখ,শেখ আমিনুর রহমান,সালাম শেখ,নাজমুল গাজী প্রমূখ।সভা শেষে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে এম এইচ গাজী মোস্তফাকে সভাপতি নির্বাচিত করা হয় এবং কমিটির অন্যান্যরা হলেন,সহ-সভাপতি আবুল হোসেন শেখ,সাধারণ সম্পাদক আবদুল্লাহ শেখ,যুগ্ম-সাধারণ সম্পাদক ইদ্রিস শেখ,সাংগঠনিক সম্পাদক শেখ আমিনুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক বিল্লাল সানা,প্রচার সম্পাদক লিটন সরদার,দপ্তর সম্পাদক ফজর আলী সরদার,কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ গাজী,কার্য নির্বাহী সদস্য সোহবান শেখ,আব্দুর রহিম শেখ,সালাম শেখ,নাজমুল গাজী,হামিদার শেখ,রাসেল মোল্যা,আবদুল্লাহ শেখ,আবু বক্কার গাজী, ইকলাছ মোল্যা,হাবিবুর রহমান শেখ,রুহুল আমিন গাজী,রবিউল শেখ,খালেক সরদার,আবদুল্লাহ শেখ,আমজাদ গাজী,খলিল শেখ,মনিরুল খান, হাফিজুর রহমান, সুমন সরদার, আব্দুল আজিজ, আমির আলী গাজী, শাহিনুর শেখ, মকবুল শেখ,সোহরাব গাজী,মোহাম্মদ আলী মোল্যা ও মীর আলী গাজী। এ সময় পুনরায় নির্বাচিত সভাপতি এইচ এম গাজী মোস্তফা বলেন,আমি আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই। আমরা ইটভাটার শ্রমিকরা ঠিকমত মজুরি পাই না। কাজের কথা বলে আমাদের অতিরিক্ত সময় ধরে কাজ করানো হয়। কিন্তু তার বিনিময়ে আমাদের টাকা দেয় না। এছাড়াও একজন শ্রমিক আহত বা অসুস্থ্য হলে তার কোন চিকিৎসা করানো হয়না উল্টো বেতন কেটে নেওয়া হয়। তাই আসুন আমরা একত্রিত হয়ে আমরা আমাদের ন্যায্য অধিকার ও দাবি আদায় করি।

ফকিরহাটে ব্যাংক এশিয়া লিঃ এর এজেন্ট আউটলেট এর উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ভাংগনপাড় বাজারে ব্যাংক এশিয়া লিমিটেড এর এজেন্ট আউটলেট এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন বৃহস্পতিবার দুপুর ১২টায় ভাংগনপাড় বাজার চান্দিনায় অনুষ্ঠিত হয়েছে। খুলনা ব্যাংক এশিয়া লিমিটেড এর এফভিপি ও শাখা প্রধান গাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

তিনি তাঁর বক্তৃতায় বলেন একটি ব্যাংক একটি এলাকার প্রবৃদ্ধির হার বৃদ্ধি করে মানুষকে স্বাবলম্বি করে গড়ে তুলতে পারে। আপনাদের উদবৃত্ত যে অর্থ থাকুন না কেন তাই ব্যাংকে জমা রাখলে আপনীই বেশি উপকৃত হবেন। তাছাড়া ব্যাংক কখনো দেওলীয়া হয়ে যায় না। আপনারা ১০টাকা থেকে শুরু করে যে টাকায় ব্যাংকে রাখবেন তা আপনার কল্যান বয়ে আনবে। তিনি বলেন আমরা ফকিরহাটের ৮টি ইউনিয়নে অন্ততপর ১টি করে ব্যাংক স্থাপন করবো। তাই শুভদিয়ার পর নলধা-মৌভোগ ও লখপুর ইউনিয়নে আরো ১টি করে ব্যাংক স্থাপন করার পরিকল্পনা গ্রহন করেছি। যাহাতে এঅঞ্চলের মানুষ উপকৃত হয়। অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বড়বাজার শাখার এফভিপি ও শাখা প্রধান অর্জুন কুমার বসু, শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং ডিভিশন রিজিওনাল ম্যানেজার তুহিনুর ইকবাল সরদার, রাখালগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবু শামীম আছনু, বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও ব্যাংক এশিয়া লিমিটেড এর ভাংগনপাড় এজেন্ট আউটলেটের পরিচালক সমাজসেবক আন্দন কুমার দাশ। ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বায়জিত এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি অলিপ কুমার ঘোষ প্রমুখ। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

মহেশপুরে বাইসাইকেল, সেলাইমেশিন ও হুইল চেয়ার বিতরন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে উপজেলা পরিষদের অর্থায়নে প্রতিবন্ধী-অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, ও সেলাইমেশিন  বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, আরিফান হাসান চৌধুরী, শামছুল আলম মৃধা, সিরাজুল ইসলাম সিরাজ, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে ২টি বাইসাইকেল, ৮টি সেলাইমেশিন ও ৭টি হুইল চেয়ার বিতরন করা হয়।

ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে মুক্তা খাতুন নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পাঠানপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মুজাম শেখের মেয়ে। স্বজনরা জানান, সকালে শিশু মুক্তা বাড়ির পাশে খেলা করছিল। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে। এসময় নিকটতম এক প্রতিবেশী তার দেহ পুকুরে ভেসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চত করেছেন।

ঝিনাইদহ প্রেসকাবের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ প্রেসকাবের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসকাব মিলনায়তনে  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, এম সাইফুল মাবুদ, দেলোয়ার কবির, আসিফ ইকবাল কাজল, পিন্টু লাল দত্ত, প্রেসকাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কে এম সালেহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ প্রেসকাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু। এসময় প্রেসকাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

এসময় নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। তাদের লেখনির মাধ্যমে সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। তাদের পেশাগত দায়িত্ব পালন কালে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বদা তাদের পাশে থাকবে। এছাড়াও তিনি আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশকে সার্বিক সহযোগিতার আহবান জানান।

প্যানেল চেয়ারম্যান লিংকনের সাথে এ্যাযাক্রা ফুটবল কাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুূলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে এ্যাযাক্রা ফুটবল কাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার রাতে তারা প্যানেল চেয়ারম্যান লিংকনের ফুলবাড়ীগেটস্থ কার্যালয়ে সাক্ষাৎ করে কাবের সার্বিক উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন। এ সময় কাবের নব-নির্বাচিত সভাপতি  শেখ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কালু, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ আহম্মদ, আওয়ামী লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকির, খানাবাড়ী যুব সংঘ কাবের সভাপতি আবু হেনা বাবলু, এ্যাযাক্রা জুট মিলের সিবিএ’র ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, আঃ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা এম এ ওহিদ মুরাদ, আঃ ওহাব, আজাহার মাতুব্বরসহ কাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাটে এপেন্ডিসাইটিস অপারেশনে যুবকের মৃত্যু নিয়ে গুঞ্জন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এপেন্ডিসাইটিস অপারেশনে আকবর শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন উঠেছে। গত সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ যুবকের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরনকারী আকবর শেখ কচুয়া উপজেলার মাধবকাটি গ্রামের আবুল বাশার শেখের ছেলে। মৃত্যুবরনকারী যুবকের ভগ্নিপতি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঔষধ ব্যবসায়ী স¤্রাটের সহায়তায় পেটে ব্যাথা নিয়ে ১৯ অক্টোবর কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় আকবর শেখ। সেখানে চিকিৎসকরা জানান তার এপেন্ডিসাইটিস হয়েছে, অপারেশন করতে হবে। ২০ অক্টোবর সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মনজুরুল আলম তার অপারেশন করেন। অপারেশনের পর থেকে আকবর ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন। একপর্যায়ে ২২ অক্টোবর কচুয়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কচুয়ার চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ অক্টোবর) মারা যায় আকবর। এই ঘটনায় আকবরের পরিবারের দাবি চিকিৎসকের ভূলের কারনে তাদের সন্তানের মৃত্যু হয়েছে।

বাগেরহাট সিনিয়র ডাক্তার ও জেলা (বিএমএ) এর সভাপতি ডাঃ মোশাররফ হোসেন বলেন, কোন ডাক্তারই চায় না রোগীকে মারতে। চিকিৎসকের কাজই হচ্ছে অসুস্থ্য রোগীকে সুস্থ করে তোলা। ডা. মোঃ মনজুরুল আলমের ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার তথ্য এখনো পাইনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ডা. মোঃ মনজুরুল আলম বলেন, পূর্ব পরিচিত স্থানীয় ঔষধ ব্যবসায়ী স¤্রাটের সহায়তায় ১৯ অক্টোবর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় আকবর। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় এপেন্ডিসাইটিস হয়েছে। ২০ অক্টোবর সফল ভাবে এপেন্ডিসাইটিস  অপারেশন সম্পন্ন হয়। তার ২দিন পরে আকবরের স্বাশকষ্ট ও বুকে ব্যাথা অনুভব হলে তাকে টেস্টের জন্য বাগেরহাটে সিটি ল্যাবে পাঠাই ও উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরন করা হয়। তিনি আরো বলেন এক শ্রেনীর স্বার্থন্বেষী মহল নিজেদের স্বার্থস্বিদ্ধির জন্য মৃত্যুবরনকারী যুবকের পরিবারকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, নিহত আকবর শেখের বাবা আবুুল বাশার শেখ লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। যদি চিকিৎসকের কোন গাফিলতি বা অবহেলার প্রমান পাওয়া যায় তাহলে বিভাগীয় ব্যবস্থা গ্রহন  করার কথা বলেন তিনি।