রেজাউর রহমান, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একরাম মোল্লা (৫৭) নামে তার ফুপাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এ ঘটনায় একরাম মোল্লাকে আটক করে ভেড়ামারা থানা পুলিশ। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। াটক একরাম মোল্লা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা। ভড়ামারা থানার ৬৬ নম্বর বিট পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, প্রতিবন্ধী ওই কিশোরী এবং তার পরিবার কিছুদিন আগে পদ্মার পানি বাড়ার কারণে নিজ বাড়ি ছেড়ে তার আপন ফুপা একরাম মোল্লার বাড়িতে এসে অবস্থান নেন। এর মধ্যে গত ১০ অক্টোবর প্রতিবন্ধী ওই কিশোরীর আপন ফুপা একরাম মোল্লা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন কিশোরীর মা।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল জানান, ওই কিশোরীর মায়ের দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে একরাম মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে। সেই সঙ্গে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।