নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল বাস

3
Spread the love

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ার চুকনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে এক পথচারী নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ডুমুরিযা উপজেলার বরাতিয়া গ্রামের নারায়ণ দাসের স্ত্রী পাতা রানী (৪৫) গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বেপরোয়া গতির যাত্রীবাহী বাস অপর একটি বাসকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়ির ভেতর ঢুকে পড়ে। এতে পথচারী পাতা রানী দাস বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই মারা যান। বাসটি রাস্তার পাশে নির্মল দাস ও কলম দাসের রান্নাঘর এবং গোয়ালঘরের ভেতর ঢুকে যায়। খবর পেয়ে ডুমুরিয়া থানা ও চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ প্রসঙ্গে হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।