ক্রীড়া প্রতিবেদক
ওয়ালটন চতুর্থ জাতীয় নারী থ্রোবল প্রতিযোগিতা-২০২০’। গতকাল বৃহস্পতিবার ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এই প্রতিযোগিতা। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রানার্স-আপ হয়েছে বাংলাদেশ পুলিশের প্রতিযোগীরা।
পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসার ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ পুলিশ দলকে। এবার নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ। ২০১৭ ও ২০১৯ সালেও শিরোপা জিতেছিল তারা। ২০১৬ প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় খুলনা জেলা ক্রীড়া সংস্থার মেয়েরা। সেই খুলনা জেলা ক্রীড়া সংস্থা এবার হয়েছে তৃতীয়। চতুর্থ রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি-মেডেল ছাড়াও সব খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স পেয়েছেন। এছাড়া অংশ নেওয়া সবগুলো দলকেই ওয়ালটনের পক্ষ থেকে জার্সি দেওয়া হয়েছে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন ক্রীড়া সংগঠক আলহাজ্ব ফরিদা আক্তার বেগম, ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. শরীফ আশরাফউজ্জামান, যুগ্ম সম্পাদক বিএম শহীদুজ্জামানসহ অনেকে।
আনসার দল : ঝর্ণা আক্তার, সোহেলী আক্তার, পূজা দাস, উর্মি আক্তার, লাকি খাতুন, সারাবান তহুরা, দুলালী হালদার, মারসেংদা, টুকটুকি আক্তার ও মিম্মি আক্তার।
সিরাজের দাপটে উড়ে গেল কলকাতা
ক্রীড়া প্রতিবেদক
৪ ওভারে দুটি মেডেন, রান খরচ করেছেন মাত্র ৮, উইকেটও নিয়েছেন ৩টি। যেখানে মোহাম্মদ সিরাজের ইকোনোমি রেট ২। ডানহাতি এই পেসারের দুর্দান্ত বোলিং ও অন্য বোলারদের দাপটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে শ্রেফ উড়ে গেল কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের ৩৯তম ম্যাচে কলকাতাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় ব্যাঙ্গালুরু। যেখানে প্রথমে ব্যাট করা কলকাতা নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করতে পারে। জবাবে ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ করে জয়ের বন্দরে পৌঁছে যায় বিরাট কোহলির দল।
বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতার ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিল। দলীয় ৩ রানে ওপেনার শুবমান গিল নভদীপ সাইনির বলে ক্রিস মরিসকে ক্যাচ দিয়ে ফেরেন। এরপরেই মূলত শুরু হয় সিরাজ তা-ব। একে একে পরের তিন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা ও টম ব্যান্টনকে ফেরান তিনি। মাঝে দারুণ ইকোনোমিতে দিনেশ কার্তিক ও প্যাট কামিন্সকে ফেরান স্পিনার যুজভেন্দ্র চাহাল। তবে এর মাঝে ৩৪ বলে ৩০ রানের ইনিংস খেলে দলের কিছুটা বিপর্যয় সামাল দেন অধিনায়ক ইয়ন মরগান। তবে ওয়াশিংটন সুন্দরের বলে তিনি বিদায় নিলে কলকাতার স্কোর একশ’ও পার হয়নি। মজার ব্যাপার দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন ৯ নাম্বারে নামা লোকি ফার্গুসন।
৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরুর দুই ওপেনার দেবদূত পাদিক্কাল ও অ্যারন ফিঞ্চ ৪৬ রানের জুটি গড়েন। পাদিক্কাল ১৭ বলে ২৫ রানে রানআউট হন। ব্যক্তিগত ১৬ রানে বিদায় নেন ফিঞ্চ। তবে এরপর গুরকিৃত সিংয় (২১) ও এবি ডি ভিলিয়ার্সের (১৮) অপরাজিত ব্যাটে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্যাঙ্গালুরু। দারুণ বল করা মোহাম্মদ সিরাজ ম্যাচ সেরা নির্বাচিত হন।
পিছিয়ে গেল প্রেসিডেন্টস কাপের ফাইনাল
ক্রীড়া প্রতিবেদক
মাত্র কয়েক ঘন্টা বাকি, ফাইনালের দুই সেভাবেই নিজেদের প্রস্তুত করছিল। এমন সময়ে এলো খবরটা। পিছিয়ে গেল প্রেসিডেন্টস কাপের ফাইনাল। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে দুই দিন পিছিয়ে গেছে ম্যাচটি।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা বাজার কয়েক মিনিট আগে বিসিবি থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শুক্রবারের ফাইনাল হবে না। নাজমুল হোসেন শান্ত আর মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রেসিডেন্টস কাপের ফাইনালের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, দুই দিন পিছিয়ে আগামী ২৫ অক্টোবর রবিবার ফাইনালটি নেয়া হয়েছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
র্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই ব্রাজিল
ক্রীড়া প্রতিবেদক
টানা দুই জয় দিয়ে কাতার বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করা ব্রাজিলের র্যঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি। আগের মতোই তিন নম্বরে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা।
সম্প্রতি হওয়া ২০২২ বিশ্বকাপ বাছাই, উয়েফা নেশন্স লিগ এবং ২০২১ ইউরো বাছাইয়ের প্লে-অফের ম্যাচগুলির পর গতকাল বৃহস্পতিবার অক্টোবরের র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও আগের মতোই সবার ওপরে আছে বেলজিয়াম। পরিবর্তন নেই পরের চারটি স্থানেও। দুই নম্বরে আছে ফ্রান্স। ব্রাজিলের পেছনে থেকে চারে ইংল্যান্ড ও পাঁচে পর্তুগাল। এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। একুয়েডর ও বলিভিয়াকে হারানো আর্জেন্টিনা আছে আটে। এক ধাপ করে পিছিয়েছে উরুগুয়ে (সাত) ও ক্রোয়েশিয়া (নবম)। দশম স্থান ধরে রেখেছে কলোম্বিয়া।
বিশ্ব ফুটবলের পরাশক্তিগুলোর একটি জার্মানি আগের মতো চতুর্দশ স্থানে আছে। তিন ধাপ এগিয়ে তাদের ঠিক ওপরে আছে ডেনমার্ক। দুই ধাপ পিছিয়েছে নেদারল্যান্ডস, আছে পঞ্চদশ স্থানে। দীর্ঘদিন ধরে মাঠের ফুটবলের বাইরে থাকা বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, ১৮৭তম স্থানে আছে তারা।
আবারও ঘরের মাঠে হারল রিয়াল
ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগেই করোনাভাইরাস দিয়ে বসে হানা। কোভিড-১৯ পরীক্ষায় ১৯জন পজিটিভ ধরা পড়েন। তাইতো ইউক্রেনিয়ান চ্যাম্পিয়ন শাখতার দোনেৎস্ক মাদ্রিদে পা রাখে প্রথম সারির ১৩ ফুটবলারকে ছাড়াই। উপায়ন্তর না দেখে তারুণ্য নির্ভর দল নিয়ে মাঠে নামে শাখতার।
কিন্তু শাখতারের সেই দ্বিতীয় সারির দলই অঘটন ঘটিয়ে দিয়েছে। ১৩বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের উপহার দিয়েছে লজ্জার হার। দুঃস্বপ্নের রাতে স্প্যানিশ চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে হার মেনেছে ২-৩ গোলে। আর এই হারের সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন কোচ জিনেদিন জিদান।লুইস কাস্ত্রোর তরুণ দল ম্যাচের প্রথমার্ধে রিয়ালকে নাস্তানাবুদ করে ছেড়েছে। অসাধারণ আক্রমণের ফুল ফুটিয়ে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা। রিয়ালের আলফ্রেডো ডি স্তেফানো ট্রেনিং গ্রাউন্ডে অতিথিদের হয়ে গোল করেন কারদোসো লেমোস মার্টিনস ও সলোমন। বাকি গোলটি ভারানের আত্মঘাতী।
দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে রিয়াল। লুকা মডরিচ ও ভিনিসিয়াস জুনিয়র দুটি গোল করলেও সমতায় ফিরতে পারেনি এ স্প্যানিশ জায়ান্ট। ফেডেরিকো ভালভার্দে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ছিলেন। তবে ম্যাচ রেফারি তা বাতিল করে দেন।
দুরন্ত বায়ার্নের উড়ন্ত সূচনা
ক্রীড়া প্রতিবেদক
অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সঙ্গে ইউরোপ সেরার লড়াইয়ে জয়ের রেকর্ডটা টানা ১২ ম্যাচে নিয়ে গেল বাভারিয়ানরা।
মাত্র ৫৯ দিন আগে ইউরোপ সেরার তকমা গায়ে মাখা কোচ হানসি ফিকের দল একটুও দমে যায়নি। কোচ দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে আগের মতো দুর্দান্ত খেলেছে তার শিষ্যরা। উইঙ্গার কিংসলে কোম্যান করেন জোড়া গোল। বাকি গোল আসে দুই মিডফিল্ডার লেওন গোরেটজকা ও করেন্তিন তোলিসোর কল্যাণে। গোরেটজকার গোলেও সহায়তা করেন কোম্যান। ২০২০ সালে সব ধরনের প্রতিযোগিতায় ৩৩ ম্যাচের মধ্যে ৩১টি জিতেছে বায়ার্ন।
দারুণ জয়ে শুরু ম্যানসিটির
ক্রীড়া প্রতিবেদক
পিছিয়ে পড়েও চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরু পেল ম্যানচেস্টার সিটি। পোর্তোকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে লুইস দিয়াসের গোলে পিছিয়ে পড়ে সিটি। তবে পেনাল্টি থেকে সার্জিও আগুয়েরো সমতায় ফেরান। পরে ইলকাই গুনদোগান ও ফেরান তোরেস দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের ১৪তম মিনিটে আচমকা এগিয়ে যায় পোর্তো। সতীর্থের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে দারুণ গোল করেন কলোম্বিয়ার এই ফরোয়ার্ড। তবে চার মিনিট পরেই পোর্তোর ডিফেন্ডার পেপে ডি-বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। সেখান থেকে সফল স্পট কিকে সমতা টানেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো।
বিরতির পর দ্বিতীয় সুযোগ কাজে লাগান গুনদোগান। ৬৫তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে নেন এই জার্মান মিডফিল্ডার। ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন বদলি নামা তোরেস। ফিল ফোডেনের পাস ডি-বক্সের বাঁ দিকে পেয়ে দারুণ ফিনিশিংয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
আত্মঘাতী গোলে লিভারপুলের জয়
ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে জয় দিয়ে শুরু করেছে লিভারপুল। তবে জয় পাওয়া না বলে উপহার বললেও ভুল হবে না। কেননা আয়াক্সের বিপক্ষে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে কোনোরকম জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়র্গেন কপের শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে বুধবার আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় শুরুতে কোনো দলই দাপুটে ফুটবল খেলতে পারেনি। তবে ১৬তম মিনিটে আয়াক্সের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের হেড জাল খুঁজে পায়নি। পরে মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্চের শট লিভারপুল পোস্টের বাইরে দিয়ে যায়। আয়াক্স কিছুটা আক্রমণাত্মক হলেও অল রেডসদের কেউই শক্ত ভূমিকা রাখতে পারেনি। তবে ৩৫তম মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর আত্মঘাতী গোল লিভারপুলের ভাগ্য খুলে দেয়। সাদিও মানের করা শটে পা লাগিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ভালো সুযোগ আসে আয়াক্সের। ডালে ব্লিন্ডের থ্রু পাস ধরে দুসান তাদিচের চিপ গোলরক্ষক আদ্রিয়ানের মাথার ওপর দিয়ে জালের দিকে ছুটছিল। গোললাইন থেকে দলকে বিপদমুক্ত করেন ফাবিনিয়ো।
এদিন শক্তিশালী লিভারপুল থেকে বরং আয়াক্সই দারুণ ফুটবল খেলে। যেখানে দ্বিতীয়ার্ধের শুরুতে ডাভি কাসেনের ডান পায়ের শট পোস্টে লেগে ফিরলে বেঁচে যায় লিভারপুল। ৫৮তম মিনিটে তাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনোর হেড পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। একটু পর আয়াক্সের প্রমেসের শট ফেরান আদ্রিয়ান। শেষ দিকে অবশ্য লিভারপুল ব্যবধান বাড়াতে আক্রমণ বাড়ায়। তবে তাকুমি মিনামিনো, জর্জিনিয়ো ভেইনালডাম সুযোগ নষ্ট করেন। ম্যাচের একেবারে শেষে ইয়ুর্গেন একেলেনকাম্পের উড়িয়ে মারলে জালের বাইরে চলে যায়।
প্যারিস মাস্টার্সে খেলার ঘোষণা নাদালের
ক্রীড়া প্রতিবেদক
আগামী মাসে প্যারিস মাস্টার্সে খেলার ঘোষণা দিয়েছেন রাফায়েল নাদাল। এর আগে অবশ্য তিনি বলেছিলেন এ বছর আর কোর্টে নামছেন না।
৩৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড চলতি মাসের শুরুতে ক্যারিয়ারের ১৩তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে রেকর্ড গড়েছেন। রোলা গাঁরোর একপেশে ফাইনালে তিনি বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচকে পরাজিত করে শিরোপা জয় করেন। আগামী ২-৮ নভেম্বর প্যারিস মাস্টার্স অনুষ্ঠিত হবার কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে যথাযথ স্বাস্ব্যবিধি অনুসরণ করেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যদিও এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি।
দ্বিতীয়বারও করোনা পজিটিভ রোনালদোর
ক্রীড়া প্রতিবেদক
কোনো উপসর্গ নেই। তবে করোনা ঠিকই জেঁকে বসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর শরীরে। গত ১৩ অক্টোবর পর্তুগাল ফুটবল ফেডারেশন জুভেন্টাস তারকার করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করে।
এরপর রোনালদোকে পর্তুগাল থেকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ইতালিতে। সেখানে আইসোলেশনে থেকেছেন, প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। বেশ সুস্থও হয়ে উঠেন রোনালদো। ১১ দিন পর গতকাল তার দ্বিতীয় কোভিড টেস্ট করার কথা ছিল। সেই অনুযায়ী পরীক্ষা করিয়েছেন ‘সিআর সেভেন’। কিন্তু সুখবর মেলেনি। আবারও করোনা পজিটিভ হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবল তারকা।
দক্ষিণ আফ্রিকা সফরের সবুজ সংকেত পেল ইংল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ আয়োজনে নিজ দেশের সরকারের সবুজ সংকেত পেয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বুধবার সিএসএ বিষয়টি নিশ্চিত করেছে।
দর্শকবিহীন বা ‘কোজড ডোরে’ ২৭ নভেম্বর থেকে দু’দল তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে। সব ম্যাচই হবে কেপটাউনের নিউল্যান্ডস এবং পার্লের বোলান্দ পার্কে। করোনা ভাইরাসের কারণে ইংলিশরা দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ১৬ নভেম্বর। এরপর ১০ দিনের কোয়ারেন্টিনে থাকার পর শুরু হবে মূল লড়াই।
ব্রাভোর বদলি শেফার্ড
ক্রীড়া প্রতিবেদক
কুঁচকির চোটে শুধু আইপিএল নয়, ওয়েস্ট ইন্ডিজের নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে গেছেন ডোয়াইন ব্রাভো। অভিজ্ঞ এই অলরাউন্ডারের বদলে সুযোগ পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
প্রায় চার বছরের বিরতির পর অবসর ভেঙে গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামেন ব্রাভো। এরপর মার্চে খেলেন শ্রীলঙ্কা সফরেও। করোনাভাইরাসের বিরতির পর এই নিউজিল্যান্ড সফর দিয়েই আবার তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল। ব্রাভোর বদলি হিসেবে সুযোগ পাওয়া শেফার্ড ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ৫টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। আগামী মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া নিউ জিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
স্থগিত টেস্টগুলোর পয়েন্ট ভাগাভাগির কথা ভাবছে আইসিসি
ক্রীড়া প্রতিবেদক
করোনাকালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক টেস্টই স্থগিত হয়ে গেছে। যে কারণে বিপাকে পড়েছে আইসিসি। সূচি অনুযায়ী এর ফাইনাল হওয়ার কথা আগামী বছরের জুনে। ফলে চক্র পূরণে স্থগিত ম্যাচগুলোর পয়েন্ট ভাগাভাগির কথা ভাবছে আইসিসি।
আগামী মাসে অনুষ্ঠিত হবে আইসিসির ক্রিকেট কমিটির সভা। সেই সভায় যেসব বিষয় আলোচনা হতে পারে, তার আগাম একটা ধারণা দিয়েছে ক্রিকইনফো। বলা হচ্ছে চক্র পূরণে বেশ কিছু বিকল্প ভাবনায় রয়েছে আইসিসির ক্রিকেট কমিটির। পয়েন্ট ভাগাভাগি ছাড়া আরেকটি বিকল্প হচ্ছে ২০২১ সালের মার্চের শেষ পর্যন্ত যেসব টেস্ট খেলা হবে, শুধু তার পয়েন্টই বিবেচনায় নেওয়া। মার্চ পর্যন্ত খেলা ম্যাচগুলোর ওপর ভিত্তি করে আবার টেবিলের চূড়ান্ত অবস্থান নির্ধারিত করা হবে। সেেেত্র কোনও দল যতগুলো ম্যাচ খেলে জিতবে, তার পয়েন্টের শতাংশ হিসেব করেই অবস্থান চূড়ান্ত করা হবে।